TRENDING:

Potato Hacks: আলুর গায়ে গোলাপের ডাঁটি ঢুকিয়ে প্রবেশ করান! এরপর যা ঘটবে, চমকে যাবেন নিশ্চিত!

Last Updated:
Potato Hacks: শুকিয়ে যাওয়া গোলাপ তোড়া ডাস্টবিনে ফেলার আগে শুকনো ডাঁটিকে কিন্তু দুর্দান্তভাবে কাজে লাগাতে পারেন আপনিও। এ ক্ষেত্রে আপনার লাগবে শুধু আলু।
advertisement
1/9
আলুর গায়ে গোলাপের ডাঁটি ঢুকিয়ে প্রবেশ করান! এরপর যা ঘটবে, চমকে যাবেন নিশ্চিত!
গোলাপফুল ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। ঘরে গোলাপ ফুল রাখার অভ্যেস অনেকেরই রয়েছে। কারণ সৌন্দর্যের পাশাপাশি এই ফুলের সুগন্ধ দীর্ঘক্ষণ মাতিয়ে রাখে মন-মেজাজ।
advertisement
2/9
বিছানার পাশের ছোট্ট টেবিলে বা ড্রইংরুমের সেন্টার টেবিলের মাঝখানে গোলাপ ফুলের উপস্থিতি অনেকেরই ভালো লাগে। ফুলের সৌন্দর্য ও গন্ধ মনকে প্রশান্ত করে, দেয় সতেজ অনুভূতি।
advertisement
3/9
কিন্তু সেই ফুল তো দু-চার দিনেই শুকিয়ে যায়। তখন কিন্তু সেই শুকনো ফুল ডাস্টবিনে ফেলে দেওয়া ছাড়া আর কোনও গতি থাকে না।
advertisement
4/9
ফুলের তোড়া দিয়ে ঘর সাজানোর ক্ষেত্রে এই হয় সমস্যা। খুব বেশিক্ষণ সেই আবেশ ধরে রাখা যায় না। ফুল শুকিয়ে গেলেই গোলাপের মাধুর্যেও পরে ছেদ।
advertisement
5/9
তবে মজার বিষয় হল ফেলে দেওয়ার আগে এই গোলাপও কিন্তু আপনার কাজের হয়ে উঠতে পারে এক অসাধারণ ম্যাজিকে। শুকিয়ে যাওয়া গোলাপ তোড়া ডাস্টবিনে ফেলার আগে শুকনো ডাঁটিকে কিন্তু দুর্দান্তভাবে কাজে লাগাতে পারেন আপনিও।
advertisement
6/9
এ ক্ষেত্রে আপনার লাগবে শুধু আলু। আলুর ভেতরে শুকনো গোলাপ ডাঁটা ঢুকিয়ে কয়েক দিন শুধু অপেক্ষা করুন। ওই ডালেই আবারও পাবেন চমৎকার গোলাপফুল।
advertisement
7/9
প্রয়োজন অনুযায়ী গোলাপ ফুলের ডাঁটি নিন। কাঁটা ও পাতাগুলো কেটে ফেলুন। এবার ডাঁটার মাথার দিকে অন্তত তিন সেন্টিমিটার কাটুন। এরপর একটি আলু নিয়ে এর মাঝখানে ছিদ্র করুন। এর মধ্যে গোলাপ ডাঁটিটি ঢোকান।
advertisement
8/9
এবার একটি ফুলের টবে রেখে মাটি ও সার দিয়ে ভরাট করুন টবটি। এরপর একটি প্লাস্টিকের বোতলে পেছনে কেটে নিয়ে ডাঁটির উপরে দিন। কয়েক দিন অপেক্ষা করুন। এমন চমৎকার গোলাপ ফুটবে, যা হয়তো আপনি আগে কখনও দেখেননি।
advertisement
9/9
কয়েক দিন অপেক্ষা করুন। এমন চমৎকার গোলাপ ফুটবে, যা হয়তো আপনি আগে কখনও দেখেননি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Potato Hacks: আলুর গায়ে গোলাপের ডাঁটি ঢুকিয়ে প্রবেশ করান! এরপর যা ঘটবে, চমকে যাবেন নিশ্চিত!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল