TRENDING:

Poila Baisakh: এই কয়েকটি মন্দিরে মহা জাগ্রতা দেবী মা, তাই নবরাত্রিতে মন্দিরে পুজো দিয়ে শুরু করুন নতুন বছর

Last Updated:
Poila Baisakh: পুজো দিয়ে বছর শুরু করবেন? জেনে নিন জেলার চারটি বিখ্যাত মাতৃ আরাধনার পীঠস্থান
advertisement
1/5
এখানে মহা জাগ্রতা দেবী মা, নবরাত্রিতে মন্দিরে পুজো দিয়ে শুরু করুন নববর্ষ
রাত পোহালেই পয়লা বৈশাখ। বাংলা নতুন বছরের শুরু। এদিন মন্দিরে পুজো দিয়ে দিন শুরু করেন অনেকে। জেনে নিন জেলার চারটি বিখ্যাত মন্দির, যেখানে আপনি পুজো দিতে যেতে পারেন। মাতৃ আরাধনার মাধ্যমে শুরু করতে পারেন নতুন বছর।
advertisement
2/5
কল্যানেশ্বরী মন্দির। এটি আসানসোলের সবথেকে প্রাচীন মন্দির বলে শহরবাসীর বিশ্বাস। যেকোনও উৎসবের দিন শুধু আসানসোল নয়, বাইরে থেকেও বহু মানুষ এখানে পুজো দিতে আসেন। বছরের প্রথম দিনটা চাইলে আপনিও এই মন্দিরে পুজো দিয়ে শুরু করতে পারেন।
advertisement
3/5
মা ঘাগর বুড়ির মন্দির। আসানসোলের অন্যতম আরও একটি বিখ্যাত মন্দির। এই চন্ডীমন্দিরে বছরের প্রত্যেকদিন ভক্ত সমাগম লেগে থাকে। নেতা-মন্ত্রী থেকে বিখ্যাত ব্যক্তিত্ব, সকলেই আসেন এই মন্দিরে পুজো দিতে আসেন। বছর শুরু করার জন্য আপনি পৌঁছে যেতে পারেন এই মন্দিরেও।
advertisement
4/5
দুর্গাপুরের সবথেকে বিখ্যাত এবং প্রাচীন ভিড়িঙ্গী কালী মন্দির। আসানসোলের দেবী কল্যাণেশ্বরী যতটা বিখ্যাত, ঠিক ততটাই বিখ্যাত দুর্গাপুরের ভিড়িঙ্গী কালীর মন্দির। নববর্ষে এই মন্দিরে থাকে উপচে পড়া ভিড়। বছর শুরু করার জন্য আপনি এই মন্দিরেও পুজো দিতে যেতে পারেন।
advertisement
5/5
দুর্গাপুরের অন্যতম প্রাচীন একটি মন্দির হল গড় জঙ্গলের শ্যামারুপার মন্দির। গভীর জঙ্গলের মাঝে অবস্থিত এই মন্দিরে দেবী দুর্গার আরাধনা হয়। এখানে দেবী শ্যামরুপা রূপে অধিষ্ঠিত। চাইলে আপনি বছরের প্রথম দিনে এই মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Poila Baisakh: এই কয়েকটি মন্দিরে মহা জাগ্রতা দেবী মা, তাই নবরাত্রিতে মন্দিরে পুজো দিয়ে শুরু করুন নতুন বছর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল