advertisement
1/9

আজ থেকে শুরু হল পিতৃপক্ষ। যে পক্ষের অবসান হবে মহালয়ার দিন। আর সেদিন থেকেই শুরু দেবীপক্ষ। (Image: PTI)
advertisement
2/9
পিতৃপুরুষের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের জন্য এই সময়ে পালিত হয় তর্পণ। অনেকেই এই সময়ে শ্রাদ্ধানুষ্ঠান পালন করে থাকেন। (Photo: Reuters)
advertisement
3/9
হিন্দু মতে, অনেকেই পিতৃপুরুষের শ্রাদ্ধানুষ্ঠান বা পিণ্ডদান এই সময়ে করে থাকেন। ধর্ম বিশ্বাস বলছে, ভাদ্রপদের ১৫ দিনের সময় হিন্দু ক্যালেন্ডারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। (Photo: Reuters)
advertisement
4/9
অনেকেই এই সময়ে শ্রাদ্ধানুষ্ঠান পালন করে থাকেন। হিন্দুশাস্ত্র বলছে, কোনও মন্দিরের ঘাটে এই পরম্পরা পালন করা উচিত। (Photo: Reuters)
advertisement
5/9
২৮ সেপ্টেম্বরের দিনটি পিতৃপুরুষের পিণ্ডদানের জন্য উপযুক্ত বলে দাবি অনেকের। ৬ অক্টোবর মাঘা শ্রাদ্ধ ও ৭ অক্টোবর ত্রয়োদশী ও চতুর্দশী শ্রাদ্ধের দিন পড়েছে। (Photo: Reuters)
advertisement
6/9
তর্পণ শব্দের ব্যুৎপত্তি হল তৃপ + অনট। তৃপ ধাতুর অর্থ তৃপ্তি সাধন করা। এখানে তৃপ্তি সাধন বলতে দেব-ঋষি- পিতৃ-মনুষ্যগণের তৃপ্তিসাধনকে বোঝানো হয়েছে। সাধারণভাবে মৃত পূর্বপুরুষগণকে জলদান করাকেই তর্পণ বলা হয়। (Photo: Reuters)
advertisement
7/9
পিতৃপক্ষের পনেরো দিন মানুষ তর্পণ করে থাকে। যারা তাতে অক্ষম তারা মহালয়ার দিন তর্পণ করে। স্নানাঙ্গ-তর্পণ স্নানান্তেই করিতে হয়। স্নানান্তে পূর্বমুখে নদীতে নাভিমাত্র জলে দাঁড়াইয়া, যজ্ঞোপবীত বাম স্কন্ধে রাখিয়া তিলক ধারণ করিবে। (Photo: Reuters)
advertisement
8/9
পরম্পরা মেনে দেবীপক্ষে আয়োজিত হয় বাঙালির সবচেয়ে বড় উৎসব শারোদোৎসব। আর তার আগে আজ থেকে শুরু হল পিতৃপক্ষ। (Photo: Reuters)
advertisement
9/9
কোনো কোনো পরিবারে পিতৃপক্ষে ভাগবত পুরাণ, ভগবদ্গীতা বা শ্রীশ্রীচণ্ডী পাঠ করা হয়। অনেকে পূর্বপুরুষের মঙ্গল কামনায় ব্রাহ্মণদের দান করেন। (Photo: Reuters)