Pilot Air Hostess Relationship: বিমানসেবিকার সঙ্গে নিয়মিত যৌ*নতা পাইলটের, দুবার গর্ভবতী! বিয়ে না করায় মামলা তরুণীর, কী রায় আদালতের?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Pilot Air Hostess Relationship: এক বিমানচালক এবং বিমান সেবিকার একটি মামলা বেশ চর্চায় উঠে এসেছে। দিল্লি হাইকোর্ট মহিলা ক্রু মেমবার একটি এফআইআর করেছিলেন, তাঁর দাবি ছিল পাইলট দুই বছরেরও বেশি সময় ধরে বারবার যৌন হেনস্থা করেছিলেন। কী বলল আদালত?
advertisement
1/6

এক বিমানচালক এবং বিমান সেবিকার একটি মামলা বেশ চর্চায় উঠে এসেছে। দিল্লি হাইকোর্ট মহিলা ক্রু মেমবার একটি এফআইআর করেছিলেন, তাঁর দাবি ছিল পাইলট দুই বছরেরও বেশি সময় ধরে বারবার যৌন হেনস্থা করেছিলেন। মহিলা অভিযোগ করেছিলেন যে পাইলট তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন, বারবার তাঁর সঙ্গে যৌন সম্পর্কও করতে বাধ্য করেন, পরে ওই তরুণী গর্ভবতী হলে তাকে গর্ভপাত করতে বাধ্য করেছিলেন। Representative Image
advertisement
2/6
ওই মহিলা ক্রু সদস্য পাইলটের বিরুদ্ধে হুমকি, ভয় দেখানো, শারীরিক এবং মানসিক নির্যাতন এবং ব্ল্যাকমেইলের অভিযোগ করেছিলেন। আদালত, যদিও অভিযোগগুলি স্বীকার করে, পর্যবেক্ষণ করেছে যে ওই তরুণী জানতেন পাইলট বিবাহিত, তবুও সম্পর্কটি এগিয়ে নিয়ে যান। Representative Image
advertisement
3/6
'একদম ন্যায়' নামে একটি ফেসবুক পেজের শেয়ার করা পোস্ট অনুযায়ী, ওই তরুণী দাবি করেছেন, ২০১৮ সালের ২০ মে তারিখে ওই বিমানচালক তাঁকে গুরগাঁওয়ের একটি হোটেলে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন সেখানে তিনি তার পানীয়তে মাদক মিশিয়ে তাকে যৌন সম্পর্ক করতে বাধ্য করেছিলেন। Representative Image
advertisement
4/6
পরের দিন পাইলট স্বীকার করেছিলেন যে তিনি বিবাহিত, তবে তিনি ওই বিমান সেবিকাকে আশ্বস্ত করেছিলেন যে পাইলটের বিবাহবিচ্ছেদ হয়েছে এবং তার বিবাহবিচ্ছেদের পরে তাকে বিয়ে করবেন। এরপরে ওই মহিলা সম্পর্কটি চালিয়ে যান। Representative Image
advertisement
5/6
জুন ২০১৮-এ, ওই মহিলা ফের পাইলটের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে পাইলট কলকাতায় তার সঙ্গে তিন দিন ছিলেন এবং তার সম্মতি ছাড়াই যৌন ক্রিয়াকলাপে লিপ্ত হন। সেই সঙ্গে জানা গিয়েছে আরও একাধিক বার উভয়ের যৌন সম্পর্কের জেরে তিনি গর্ভবতী হয়ে পড়েন। বিয়ের জন্য তিনি পাইলটকে বার বার বললেন, পাইলট তাকে গর্ভপাত করাতে বলেন। পাইলট বার বার আশ্বাস দিলেও বিয়ে করেননি। পরে এপ্রিল ২০১৯-এ ওই তরুণী আবার গর্ভবতী হন, তখন পাইলট তাকে ফের গর্ভপাত করান। Representative Image
advertisement
6/6
মহিলার ধর্ষণ এবং অন্যান্য অভিযোগ সত্ত্বেও, দিল্লি হাইকোর্ট পাইলটের বিরুদ্ধে এফআইআর বাতিল করেছে। আদালত তাদের পর্যবেক্ষণে জানিয়েছে, “অভিযোগকারিণী জানতে পেরেছিলেন যে পাইলট বিবাহিত তাই তাকে বিয়ে করতে পারেননি। এই জ্ঞান থাকা সত্ত্বেও, ওই মহিলা তারপরে দুই বছরেরও বেশি সময় ধরে অভিযুক্তের সঙ্গে সম্পর্ক চালিয়ে গিয়েছেন"। Representative Image
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Pilot Air Hostess Relationship: বিমানসেবিকার সঙ্গে নিয়মিত যৌ*নতা পাইলটের, দুবার গর্ভবতী! বিয়ে না করায় মামলা তরুণীর, কী রায় আদালতের?