বাড়িতে বাড়ছে পায়রার উৎপাত? পুড়িয়ে দিন এই 'সাদা' জিনিস, ছোট্ট টিপসে সব সমস্যার সমাধান!
- Published by:Tias Banerjee
Last Updated:
Tips And Tricks:পায়রা শুধুমাত্র জায়গা দখল করে না, তারা অনেক সময় ইনফেকশন, ছত্রাকজনিত অ্যালার্জি, এমনকি শ্বাসকষ্টের সমস্যাও তৈরি করতে পারে। তাই সময় থাকতে বারান্দা বা জানালা থেকে তাদের তাড়ানো জরুরি।
advertisement
1/10

আপনার বাড়ির বারান্দা, জানালা বা দালানে যদি পায়রার বাসা বাঁধা শুরু হয়ে যায়, আর আপনি প্রতিদিনের ময়লা, শব্দ আর দুর্গন্ধে অতিষ্ঠ, তাহলে চিন্তা করার কিছু নেই। একবার সংখ্যায় বেড়ে গেলে পায়রাদের তাড়ানো সহজ নয়, কিন্তু কিছু ঘরোয়া এবং প্রাকৃতিক পদ্ধতিতে আপনি সহজেই এই ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন।
advertisement
2/10
পায়রা শুধুমাত্র জায়গা দখল করে না, তারা অনেক সময় ইনফেকশন, ছত্রাকজনিত অ্যালার্জি, এমনকি শ্বাসকষ্টের সমস্যাও তৈরি করতে পারে। তাই সময় থাকতে বারান্দা বা জানালা থেকে তাদের তাড়ানো জরুরি।
advertisement
3/10
➤ পায়রা কীসে ভয় পায়? পায়রা তীব্র আলো বা নড়াচড়া করা চকচকে জিনিসকে ভয় পায়। এই বৈশিষ্ট্যকে কাজে লাগাতে পারেন আপনি। বাড়ির পুরনো সিডি, অ্যালুমিনিয়ামের ফয়েল, রুপোলি প্লেট বা যেকোনও ঝকঝকে রিবন বারান্দার রেলিং থেকে ঝুলিয়ে দিন।
advertisement
4/10
হাওয়ায় দুলে ও সূর্যালোকে ঝলমল করলে পায়রা ঘেঁষবেই না। অনেকে পুরনো চামচ বা ধাতব চেন দড়িতে বেঁধে ঝুলিয়ে রাখেন, যা ঠোক্কর খেলে শব্দ করে এবং সেটাও পায়রাদের তাড়ায়।
advertisement
5/10
➤ গন্ধের জোরে তাড়ান পায়রাকে. পায়রারা কিছু গন্ধ সহ্য করতে পারে না—যেমন ক্যামফর (গোলকাপুর), পুদিনা বা ইউক্যালিপটাস তেল। প্রতিদিন কয়েক মিনিট বারান্দায় ক্যামফর পুড়িয়ে দিন। ধোঁয়া শুধু পায়রাকে তাড়াবে না, বাড়ির বাতাসও পরিষ্কার হবে।
advertisement
6/10
আবার, ইউক্যালিপটাস বা পুদিনা তেল জলে মিশিয়ে স্প্রে করতে পারেন। পায়রা এই গন্ধ পছন্দ করে না এবং ঐ জায়গা ছেড়ে দেয়। এই পদ্ধতিগুলো একদম প্রাকৃতিক এবং শরীরের জন্যও নিরাপদ।
advertisement
7/10
➤ বারান্দা রাখুন পরিষ্কার ও খালি পায়রাকে বসার বা বাসা বাঁধার জায়গা দেবেন না। বারান্দায় যদি ফুলের টব, পুরনো বাক্স, র‍্যাক বা আবর্জনা পড়ে থাকে, তাহলে সরিয়ে ফেলুন বা ঢেকে দিন। একটু ফাঁকা জায়গা বা ছায়া দেখলেই তারা বাসা বাঁধে।
advertisement
8/10
খাবার বা জল কখনও রাখবেন না বারান্দা বা জানালার ধারে। একবার খাওয়ার অভ্যেস হয়ে গেলে তারা রোজ আসবে এবং সঙ্গেও আরও পায়রা নিয়ে আসবে।
advertisement
9/10
➤ ধৈর্য আর নিয়মিততা চাই এই কাজ একদিনে হবে না। কিন্তু ৭–১০ দিন একটানা এই টিপসগুলো মেনে চললে পায়রারা আর আসবে না। নিয়মিত পরিস্কার ও ধৈর্য ধরে চেষ্টা করলেই বারান্দা পায়রামুক্ত হবে।
advertisement
10/10
স্মার্ট টিপস: চালাকি করতে চাইলে একটা সস্তার মিরর রোল কিনে বারান্দার চারপাশে লাগিয়ে দিন। পায়রাদের কাছে বারান্দা হয়ে উঠবে ভৌতিক এলাকা!
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
বাড়িতে বাড়ছে পায়রার উৎপাত? পুড়িয়ে দিন এই 'সাদা' জিনিস, ছোট্ট টিপসে সব সমস্যার সমাধান!