Picture Puzzle: সুন্দর রান্নাঘরে বড়সড় ভুল! মা-মেয়ের কর্মকাণ্ডের পাশেই... ৬ সেকেন্ডে ভুলটি খুঁজে পাবেন কি? রইল চ্যালেঞ্জ
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Picture Puzzle: আপনি কি ভুল লক্ষ করলেন? মন দিয়ে ছবিটি দেখুন। আপনি ভুল স্পট করতে পারলেন কি? না করলেও চিন্তা নেই। উত্তর দেওয়া হল নীচে।
advertisement
1/8

ব্রেন টিজার, ধাঁধাঁর আর একটি রূপ পিকচার পাজল। যা পাঠকের তীক্ষ্ণ বুদ্ধি, মনোযোগর ক্ষমতা এবং নির্ধারণের দক্ষতা পরীক্ষা করে। এই চ্যালেঞ্জগুলির মধ্যে বুদ্ধিমত্তা বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
advertisement
2/8
সবচেয়ে সাধারণ পিকচার পাজল হল ছবির মধ্যে ভুল খুঁজে বের করা, বা ছবিতে লুকানো বস্তুটিকে চিহ্নিত করা, অথবা দু’টি ছবির মধ্যে পার্থক্য খুঁজে বার করা।
advertisement
3/8
এই ধরনের চ্যালেঞ্জগুলির নিয়মিত অনুশীলন সমস্যা সমাধানের দক্ষতা বাড়াতে সাহায্য করে এবং মস্তিষ্কের জন্য একটি স্বাস্থ্যকর চর্চার অভ্যাস তৈরি করে। আপনার আইকিউ বেশি না কম?
advertisement
4/8
জানতে পারবেন এই খেলার মাধ্যমেই। উপরে শেয়ার করা ছবিতে একটি রান্নাঘর দেখা যাচ্ছে। এক মহিলা এবং তাঁর মেয়ে ময়দা মাখছেন। পাশে ছড়িয়ে ছিটিয়ে বহু বহু জিনিস।
advertisement
5/8
জানতে পারবেন এই খেলার মাধ্যমেই। উপরে শেয়ার করা ছবিতে একটি রান্নাঘর দেখা যাচ্ছে। এক মহিলা এবং তাঁর মেয়ে ময়দা মাখছেন। পাশে ছড়িয়ে ছিটিয়ে বহু বহু জিনিস।
advertisement
6/8
প্রথম নজরে সবকিছু ঠিকঠাক থাকলেও এই ছবিতে একটি ভুল রয়েছে এবং পাঠকদের জন্য চ্যালেঞ্জ রইল, ৬ সেকেন্ডের মধ্যে সেটিকে খুঁজে বার করা।
advertisement
7/8
আপনি কি ভুল লক্ষ করলেন? মন দিয়ে ছবিটি দেখুন। আপনি ভুল স্পট করতে পারলেন কি? না করলেও চিন্তা নেই। উত্তর দেওয়া হল নীচে।
advertisement
8/8
দেখুন নীচে দেওয়া আছে উত্তরটি। নুন এবং গোলমরিচের কৌটোর ঢাকনাগুলি উল্টো হয়ে গিয়েছে। নুনের ঢাকনা গোলমরিচের মাথায়, গোলমরিচের ঢাকনা নুনের মাথায়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Picture Puzzle: সুন্দর রান্নাঘরে বড়সড় ভুল! মা-মেয়ের কর্মকাণ্ডের পাশেই... ৬ সেকেন্ডে ভুলটি খুঁজে পাবেন কি? রইল চ্যালেঞ্জ