কী ভাবে কলম ধরেন হাতে? সেই 'স্টাইল' বলে দেবে আপনার ভবিষ্যৎ! ছবি দেখে মিলিয়ে নিন, আপনি কেমন মানুষ!
- Published by:Tias Banerjee
Last Updated:
Personality Tests কলম ধরার ভঙ্গি কী বলে আপনার ব্যক্তিত্ব সম্পর্কে? জানুন আপনার স্টাইল, জানুন নিজেকে!
advertisement
1/8

কী ভাবে পেন ধরেন হাতে? কেন এক একজন মানুষ এক এক ভাবে কলম ধরেন? কী ভাবে একজন জিনিয়াস পেন ধরেন? অবশ্যই, সবগুলো আলাদা আলাদা। আপনি কীভাবে কলম বা পেন্সিল ধরে লেখেন? আপনি কেমন মানুষ, বা কী সম্ভাবনা লুকিয়ে আছে আপনার ভিতরে, তা বলে দেবে কলম ধরার এই ধরন। জেনে নিন কীসে কী হয়।
advertisement
2/8
কেউ আঙুলের মাঝখানে ধরেন, কেউ আবার বুড়ো আঙুল দিয়ে আঙুলগুলো ঢেকে ফেলেন। মজার ব্যাপার হচ্ছে, এই ছোট ছোট অভ্যাসগুলোও বলে দিতে পারে আপনার চরিত্র কেমন! কী ভাবে ভাবেন, কেমন ইমোশনাল ইনটেলিজেন্স বা আইকিউ রয়েছে, এমনকি আপনি কতটা বাস্তববাদী বা আবেগপ্রবণ—সবকিছু ধরা পড়ে আপনার কলম ধরার ভঙ্গিতেই!
advertisement
3/8
চলুন, দেখে নিই চারটি আলাদা আলাদা কলম ধরার স্টাইল আর তার নেপথ্যে থাকা ব্যক্তিত্বের ধরণ। আপনি কেমন মানুষ? বলে দেবে পেন ধরার স্টাইলই।
advertisement
4/8
<strong>✍️ ১. বুড়ো আঙুল, তর্জনী ও মধ্যমা দিয়ে কলম ধরা আপনার চরিত্র:</strong> দ্বৈত স্বভাবের অধিকারী। কখনও আপনি খুবই খুঁতখুঁতে, আবার কখনও উদার ও নম্র। কিছুদিন আপনি নিজের জীবনে খুব খুশি, আবার কিছুদিন আপনি সামান্য জিনিসে বিরক্ত। আপনি কখনও নিখুঁততার জন্য পাগল, আবার কখনও ‘চলবে’ টাইপ মানসিকতা। আপনি অত্যন্ত বিশ্লেষণধর্মী, ভুল একদম সহ্য হয় না। কাজ হাতে নিলেই সব খুঁটিনাটি যাচাই করেন। আবেগ আর যুক্তির মাঝে আপনি খুব ব্যালান্স করে চলেন।
advertisement
5/8
<strong>✍️ ২. তর্জনী ও মধ্যমা আঙুলের মাঝে কলম ধরা আপনার চরিত্র:</strong> হালকা মন, মুক্ত আত্মা। আপনি জীবনটা একদম মন খুলে উপভোগ করেন। ছোট্ট একটা চায়ের কাপে চুমুক দিলেও আনন্দ পান। দুঃখ বা রাগ ধরে রাখেন না। দ্রুত ক্ষমা করে দেন, ভুলে যান। আপনি বিশ্বাস করেন—জীবন খুব ছোট, কাঁধে বোঝা নিয়ে কী লাভ? প্রতিশোধ, পরনিন্দা এসব আপনার ধাতেই নেই। মানুষ আপনাকে ভালবাসে, কারণ আপনি একটা ইতিবাচক শক্তি।
advertisement
6/8
<strong>✍️ ৩. বুড়ো আঙুল দিয়ে আঙুলগুলো ঢেকে কলম ধরা আপনার চরিত্র:</strong> উচ্চাকাঙ্ক্ষী, আবেগপ্রবণ, ‘গো-গেটার’। আপনি জীবনে যা চান, তা পেতে মরিয়া। বাধা আপনার জন্য কোনও সমস্যা নয়। তবে, আপনি আপনার আবেগে প্রভাবিত হয়ে পড়েন খুব সহজে। অনেক সময় বেশি চিন্তা করেন, ওভারথিংকিং করেন। চাপের সময় দুশ্চিন্তা বাড়ে। আপনি এমন মানুষের সঙ্গ পছন্দ করেন, যারা আপনাকে আত্মবিশ্বাস জোগায়। আপনি সংবেদনশীল, তবে একজন ভরসাযোগ্য মানুষ—পরিবার ও বন্ধুদের পাশে দাঁড়াতে আপনি সর্বদা প্রস্তুত।
advertisement
7/8
<strong>✍️ ৪. তর্জনী ও বুড়ো আঙুলের মাঝে কলম ধরা আপনার চরিত্র:</strong> রহস্যময়, গভীর চিন্তাশীল। আপনি নিজেকে খুব বেশি প্রকাশ করেন না। অন্যদের সম্পর্কে জানতে ভালোবাসেন, অভিজ্ঞতা সংগ্রহ করেন, তবে নিজের আবেগ আড়ালে রাখেন। কখনও আপনি দারুণ এক্সট্রোভার্ট, আবার কখনও চুপচাপ সব দেখে যান। আপনি জ্ঞানতৃষ্ণু, নতুন কিছু শেখা বা ঘোরা-ফেরা আপনার খুব প্রিয়। তবে মনের দিক থেকে আপনি অনেকটা ‘গার্ডেড’। কষ্ট পেলে একা সময় কাটান, চুপচাপ থাকেন। আপনি চান না কেউ আপনাকে ভেঙে পড়া অবস্থায় দেখুক। বরং, সকলে যেন দেখে আপনি কতটা প্রাণোচ্ছ্বল।
advertisement
8/8
এই ছোট ছোট অভ্যাসগুলো আমাদের অজান্তেই আমাদের অনেক কিছু বলে দেয়। নিজের অভ্যাসগুলোকে চেনা মানে নিজেকে চেনা। আর একবার যদি নিজেকে চিনতে পারেন, তবে জীবনকে অনেক সহজে ও আত্মবিশ্বাসের সঙ্গে উপভোগ করতে পারবেন। তাহলে, আপনি কেমনভাবে কলম ধরেন? আপনার ধরন মিলিয়ে কী বুঝলেন?
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
কী ভাবে কলম ধরেন হাতে? সেই 'স্টাইল' বলে দেবে আপনার ভবিষ্যৎ! ছবি দেখে মিলিয়ে নিন, আপনি কেমন মানুষ!