TRENDING:

ভারতীয় পাসপোর্ট আছে? বিদেশ ঘোরার শখ? ‘১০ বছরের মার্কিন ভিসা নিয়ে রাখুন’! পরামর্শ ট্রাভেল ভ্লগারের

Last Updated:
US Visa: অমির দাবি, ১০ বছরের মার্কিন ভিসা থাকলে সংযুক্ত আরব আমিরশাহি, তুরস্কের মতো দেশে ব্যাপক ছাড় পাওয়া যায়।
advertisement
1/7
ভারতীয় পাসপোর্ট আছে? বিদেশ ঘোরার শখ? ১০ বছরের জন্য 'এই' ভিসা নিলেই কেল্লা ফতে!
ভারতীয় পাসপোর্ট আছে? বিদেশ-বিভুঁইয়ে ঘোরার শখ? মাঝেমধ্যেই তল্পিতল্পা গুছিয়ে বেরিয়ে পড়েন? তাহলে “১০ বছরের মার্কিন ভিসা নিয়ে রাখুন।” সোশ্যাল মিডিয়ায় এমন পরামর্শ দিয়েছেন জনপ্রিয় ট্রাভেল ভ্লগার অমি পালান। এর কারণও ব্যাখ্যা করেছেন তিনি।
advertisement
2/7
অমির দাবি, ১০ বছরের মার্কিন ভিসা থাকলে সংযুক্ত আরব আমিরশাহি, তুরস্কের মতো দেশে ব্যাপক ছাড় পাওয়া যায়। ট্রাভেল ভ্লগার লিখেছেন, “গত বছরই দশ বছরের মার্কিন ভিসা হাঁতে পেয়েছি। যাঁরা বেড়াতে ভালবাসেন, তাঁদের জন্য এর থেকে ভাল আর কিছু হয় না।”
advertisement
3/7
১০ বছরের মার্কিন ভিসা থাকলে তুরস্কের ই-ভিসায় ছাড় পাওয়া যায়। দাম দাঁড়ায় মাত্র ৬০ ডলার। ভারতীয় মুদ্রায় ৫ হাজার টাকা। অমির কথায়, “বেড়ানোর খরচের তুলনায় কিছুই নয়।” তিনি বলেন, “ যখন সংযুক্ত আরব আমিরশাহি বেড়াতে যাই, ভিসা মূল্যের মাত্র অর্ধেক দিতে হয়েছিল। তাও অন অ্যারাইভাল ভিসা পেয়েছিলাম, কোনও ঝামেলা ছাড়াই।”
advertisement
4/7
সোশ্যাল মিডিয়া পোস্টে অমি লিখেছেন, “বৈধ মার্কিন ভিসা থাকলে ভারতীয় পাসপোর্টহোল্ডাররা ২৫টিরও বেশি দেশে ভিসা ফ্রি বা অন-অ্যারাইভাল ভিসার সুবিধা পান। খরচ কম হয়। সুবিধাল মেলে।” তাঁর কথায়, “মার্কিন ভিসা থাকলে মেক্সিকো, কোস্টারিকা, ফিলিপাইনের মতো দেশে ভিসা ছাড়াই যাওয়া যায়।”
advertisement
5/7
অনেক ভ্রমণপ্রেমীই বিস্মিত। এমনও হয় না কি! এই খবর জানানোর জন্য মুম্বইয়ের এক ট্রাভেল ভ্লগার অমিকে ধন্যবাদ দিয়েছেন। অনেকে আবার জানতে চেয়েছেন, “এত দীর্ঘমেয়াদি ভিসা পাওয়ার জন্য কী করতে হবে?” এর উত্তরে এক ইউজার লিখেছেন, “মার্কিন মুলুকে ট্যুরিস্ট বা বিজনেস ভিসা ১০ বছরের জন্যই দেওয়া হয়। একাধিকবার যাওয়া যায়। শুধু স্টুডেন্ট ভিসা ৫ বছরের হয়।”
advertisement
6/7
এক ইউজার লিখেছেন, “এটা তো দারুণ ব্যাপার। কম খরচে অনেক দেশ ঘোরা যাবে। কোনও ঝামেলাও পোহাতে হবে না।” কয়েকজন ইউজার আবার নিজেদের অভিজ্ঞতার কথা জানিয়ে লিখেছেন, “আমি তাইওয়ান আর ম্যাসিডোনিয়ায় ভিসা ছাড়াই গিয়েছিলাম। এয়ারপোর্টে কর্মকর্তারা মার্কিন ভিসা দেখে আর কোনও প্রশ্ন করেনি। সিওল আর হেলসিঙ্কিতেও একই ঘটনা ঘটেছিল। মার্কিন ভিসা থাকলে দুর্বল পাসপোর্টেরও মর্যাদা বেড়ে যায়।”
advertisement
7/7
আরেকজন ইউজার লিখেছেন, “দুবাই গিয়েছিলাম। ইমিগ্রেশন অফিসার শুধু মার্কিন ভিসাটা দেখালাম। আমাকে ক্যামেরার সামনে দাঁড় করালেন, পাসপোর্টে স্ট্যাম্প মারলেন, ১০ জিবি সিম কার্ড দিলেন, তারপর বললেন, ‘আসুন’। আর কোনও প্রশ্ন করলেন না। মার্কিন ভিসা যুক্ত পাসপোর্টকে এত দেশ যে বিশ্বাস করে এটাই আশ্চর্যের।”
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ভারতীয় পাসপোর্ট আছে? বিদেশ ঘোরার শখ? ‘১০ বছরের মার্কিন ভিসা নিয়ে রাখুন’! পরামর্শ ট্রাভেল ভ্লগারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল