Pacific Lamprey: চুষে নেয় দেহের সমস্ত রক্ত, রক্ষা পায়নি ডাইনোসরও! ভয়ঙ্কর এই প্রাণীটিকে চেনেন?
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Pacific Lamprey: কিন্তু এমন কোনও মাছের কথা শুনেছেন, যা ডাইনোসরও শিকার করেছে
advertisement
1/11

৪৫ কোটি বছর ধরে পৃথিবীতে উপস্থিত রয়েছে। ৪ বার বিলুপ্তির পথে চলে গেলেও, ফের ফিরে এসেছে। শিকার করেছে ডাইনোসরকেও। ভয়ঙ্কর এই প্রাণীকে রক্ত চুষে খেয়ে নেয় অপর প্রাণীর। (সব ছবি- সংগৃহীত)
advertisement
2/11
পৃথিবীতে অনেক বিপজ্জনক প্রাণী আছে। কিন্তু এমন কোনও মাছের কথা শুনেছেন, যা ডাইনোসরও শিকার করেছে? জানলে অবাক হবেন প্যাসিফিক ল্যাম্প্রে এই সামুদ্রিক প্রাণী ডাইনোসরও শিকার করেছে।
advertisement
3/11
এটি এতটাই বিপজ্জনক যে কোনও প্রাণীকে তাড়া করলে তার জীবন ঝুঁকিতে পড়ে। লাইভ সায়েন্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই মাছ সাধারণত উত্তর প্রশান্ত মহাসাগরের মিষ্টি জলের এলাকায় পাওয়া যায়।
advertisement
4/11
তবে এটি ক্যালিফোর্নিয়া থেকে আলাস্কা এবং বেরিং সাগর থেকে রাশিয়া ও জাপান পর্যন্ত অনেক জায়গায় দেখা গেছে। বিজ্ঞানীদের মতে, এই প্রাণী তরল জাতীয় খাবার খায়।
advertisement
5/11
সাধারণত অন্য প্রাণীর রক্ত চুষে খেতে পছন্দ করে এই প্রাণী। বিজ্ঞানীদের মতে, এই প্রাণী ডাইনোসরদের রক্তও চুষে খেয়েছে।
advertisement
6/11
বর্তমানে এটি প্যাসিফিক স্যামন, ফ্ল্যাটফিশ, রকফিশ এবং প্যাসিফিক হেক সহ অন্যান্য মাছের রক্ত পান করে এই প্রাণী।
advertisement
7/11
প্যাসিফিক ল্যাম্প্রে অত্যন্ত প্রাচীন। এটি প্রায় ৪৫ কোটি বছর ধরে পৃথিবীতে উপস্থিত রয়েছে। ঈলের মতো দেখতে এই মাছটির চোয়াল নেই।
advertisement
8/11
এরা খুব হিংস্র। এর শরীরে একটি হাড়ও নেই। কঙ্কাল সম্পূর্ণভাবে তরুণাস্থি দিয়ে তৈরি। চোয়ালের পরিবর্তে, তাদের দাঁতে পূর্ণ একটি চোষা মুখ থাকে, যা তারা শিকার ধরতে এবং রক্তবের করতে ব্যবহার করে।
advertisement
9/11
বিজ্ঞানীদের দাবি, ল্যাম্প্রে মাংস খায় না। প্রায় ৪০ প্রজাতির ল্যাম্প্রে এখন রয়েছে। বিজ্ঞানীদের মতে, গাছের অস্তিত্বের অনেক আগে থেকেই এর অস্তিত্বের প্রমাণ রয়েছে।
advertisement
10/11
এটি অন্তত চারবার বিলুপ্তির ঝুঁকিতে থাকলেও বেঁচে গিয়েছে প্রতিবার। স্ত্রী ল্যাম্প্রে একবারে ২ লাখ ডিম পাড়ে। ডিম থেকে লার্ভা বের হওয়ার পরে কমপক্ষে ১০ বছর ধরে জলে নীচে চাপা পড়ে থাকে।
advertisement
11/11
যখন একটু বড় হয়, তখন কম জলপ্রবাহ যুক্ত এলাকায় যায়। সেখানে সহজে খাবার পায়। একটি ৩৩-ইঞ্চি লম্বা ল্যাম্প্রে এক সময়ে শত শত কিলোমিটার সাঁতার কাটতে পারে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Pacific Lamprey: চুষে নেয় দেহের সমস্ত রক্ত, রক্ষা পায়নি ডাইনোসরও! ভয়ঙ্কর এই প্রাণীটিকে চেনেন?