TRENDING:

অবিবাহিত জুটির জন্য বন্ধ OYO-র দরজা, কিন্তু তাতে কী? সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটানোর জন্য রয়েছে আরও বিকল্প, ঘণ্টার ভিত্তিতেও মিলবে পরিষেবা

Last Updated:
OYO Hotels-এর এই সিদ্ধান্তের পরে অবিবাহিত জুটির মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আর সেটা হল - যদি OYO Hotels-এ থাকার অনুমতি না পাওয়া যায়, তাহলে তাঁরা একান্তে কোথায় সময় কাটাতে পারবেন। যদিও OYO-র মতো অন্যান্য অপশনও রয়েছে, যেখানে অবিবাহিত দম্পতিরাও অনায়াসে রুম বুক করতে পারবেন। তাহলে দেখে নেওয়া যাক সেই সমস্ত বিকল্পই।
advertisement
1/6
অবিবাহিত জুটির জন্য বন্ধ OYO-র দরজা, সঙ্গীর সঙ্গে সময় কাটানোর তাহলে বিকল্প কী?
নিজেদের চেক-ইন পলিসিতে বড়সড় পরিবর্তন আনল OYO Hotels। সম্প্রতি OYO-র তরফে ঘোষণা করা হয়েছে যে, শুধুমাত্র বিবাহিত দম্পতিরাই এখন থেকে তাদের হোটেলে থাকতে পারবেন। অর্থাৎ নয়া নীতির আওতায় এখন থেকে অবিবাহিত জুটি বা প্রেমিক-প্রেমিকারা আর OYO-তে থাকতে পারবেন না। সেই সঙ্গে নিজেদের বৈবাহিক সম্পর্ক প্রমাণ করার জন্য বিবাহ শংসাপত্র দাখিল করতে হবে বিবাহিত দম্পতিদের।
advertisement
2/6
OYO Hotels-এর এই সিদ্ধান্তের পরে অবিবাহিত জুটির মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আর সেটা হল - যদি OYO Hotels-এ থাকার অনুমতি না পাওয়া যায়, তাহলে তাঁরা একান্তে কোথায় সময় কাটাতে পারবেন। যদিও OYO-র মতো অন্যান্য অপশনও রয়েছে, যেখানে অবিবাহিত দম্পতিরাও অনায়াসে রুম বুক করতে পারবেন। তাহলে দেখে নেওয়া যাক সেই সমস্ত বিকল্পই।
advertisement
3/6
অবিবাহিত জুটির জন্য OYO-র বিকল্প: OYO-র বিকল্প হিসেবে অবিবাহিত জুটির জন্য একটা দারুণ প্ল্যাটফর্ম হতে পারে Hourly Rooms। আসলে এখানে তাঁরা ঘণ্টার ভিত্তিতে অনায়াসে ঘর বুক করতে পারবেন। আমাদের দেশের ১০০টিরও বেশি শহরে নিজেদের পরিষেবা দিয়ে চলেছে এই প্ল্যাটফর্ম।
advertisement
4/6
Hourly Room-এ নিজের প্রয়োজনের উপর ভিত্তি করে বেশ কয়েক ঘণ্টার জন্য ঘর বুক করতে পারবেন প্রেমিক-প্রেমিকা জুটি। আসলে এখানে সাশ্রয়ী মূল্যে হোটেল রুম পেয়ে যাবেন গ্রাহকরা। এর পাশাপাশি অবিবাহিত যুগলেরা প্রিমিয়াম হোটেল রুমও বুক করার বিকল্প পাবেন।
advertisement
5/6
কয়েক ঘণ্টার ভিত্তিতে রুম বুকিং: Brevistay.com হল আরও একটি প্ল্যাটফর্ম। যেখানে ঘণ্টার ভিত্তিতে রুম বুক করার সুবিধা পাওয়া যায়। আর দিল্লি-সহ দেশের বিভিন্ন শহরে এই প্ল্যাটফর্মের পরিষেবা পাওয়া সম্ভব। আর সবথেকে বড় কথা হল, এই ওয়েবসাইটে বাজেট হোটেলে থাকার বিকল্প পাওয়া যায়। আরও একটি ওয়েবসাইট হল MiStay। যেখানে ঘণ্টার ভিত্তিতে হোটেল বুক করা যেতে পারে। দ্রুত চেক-ইন এবং দৈনিক ভিত্তিতে এখানে সময় কাটানোর সুযোগ মিলতে পারে।
advertisement
6/6
এখানেই শেষ নয়, MakeMyTrip-এ আবার ৩, ৬ অথবা ৯ ঘণ্টার ভিত্তিতে ঘর বুক করা যেতে পারে। এই ওয়েবসাইটেও ঘণ্টার ভিত্তিতে রুম বুক করার বিকল্প পাওয়া যায়। ভ্রমণকারীদের জন্য যা সাশ্রয়ী এবং সুবিধাজনক। এছাড়া Google Hotels অথবা অন্যান্য অনলাইন ট্রাভেল এজেন্সির মাধ্যমেও ঘর বুক করা সম্ভব। এই ধরনের প্ল্যাটফর্মে নিজের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে ঘর বুক করা যেতে পারে। অর্থাৎ সারা দিনের জন্য কোনওরকম পয়সা গুনতে হয় না। যাঁরা গোটা দিনের বদলে কয়েক ঘণ্টার জন্য ঘর বুক করতে চান, তাঁদের জন্য অত্যন্ত উপযোগী এই বিকল্পগুলি।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
অবিবাহিত জুটির জন্য বন্ধ OYO-র দরজা, কিন্তু তাতে কী? সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটানোর জন্য রয়েছে আরও বিকল্প, ঘণ্টার ভিত্তিতেও মিলবে পরিষেবা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল