Operation Sindoor: যে সিঁদুর হারিয়েছিল সিঁথি, ফিরে এল প্রত্যাঘাতে, ন্যায়বিচারে, অপরাধ দমনে; অপারেশন সিঁদুর-এর নামকরণের পটভূমি নতুন সূর্যের মতোই লাল
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Operation Sindoor The Significance and Symbolism: যে সিঁদুর হারিয়েছিল সিঁথি, ফিরে এল প্রত্যাঘাতে, ন্যায়বিচারে, অপরাধ দমনে। ভারতীয় সেনাবাহিনী এবং বিমানবাহিনীর যৌথ আক্রমণে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে হানার অভিযান ‘অপারেশন সিঁদুর’ নামে নতুন সূর্যের মতোই রক্তিম উজ্জ্বল আশার বার্তা দিল।
advertisement
1/11

সে দিনও ছিল বুধবার। খবরের কাগজ হাতে নিয়ে কেঁপে উঠেছিল ভারতবাসীর বুক। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে নিথর স্বামীর মৃতদেহের পাশে বসে থাকা এক যুবতীর ছবি এক মুহূর্তে স্থবির করে দিয়েছিল দেশকে। সিঁথি থেকে তাঁর সিঁদুর তখনও মুছে যায়নি। অকাল বৈধব্যের নিদারুণ আঘাতে বিপর্যস্ত একের পর এক নারীর সিঁথি ম্লান হয়ে যাওয়ার খবর তখন দেশ জুড়ে। সেই বুধবার রক্ত ঝরে লাল হয়েছিল। আর এবার, ৭ মে, ২০২৫ তারিখের বুধবারও লাল হয়ে উঠল। তফাত অবশ্যই আছে। যে সিঁদুর হারিয়েছিল সিঁথি, ফিরে এল প্রত্যাঘাতে, ন্যায়বিচারে, অপরাধ দমনে। ভারতীয় সেনাবাহিনী এবং বিমানবাহিনীর যৌথ আক্রমণে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিতে হানার অভিযান ‘অপারেশন সিঁদুর’ নামে নতুন সূর্যের মতোই রক্তিম উজ্জ্বল আশার বার্তা দিল।
advertisement
2/11
সেই দিক থেকে দেখলে একান্ত ভাবেই অপারেশন সিঁদুর এক প্রতীকী নামকরণ, এর অধীনেই ভারত পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালিয়ে পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার উপযুক্ত জবাব দিয়েছে, তা আবেগগতভাবে এবং প্রতীকী দিক থেকে বীরত্বপূর্ণ একটি বার্তা বহন করে। (Photo: AP)
advertisement
3/11
প্রশ্ন উঠতেই পারে, কেন এই ঘাঁটিগুলো বেছে নেওয়া হয়েছিল। জানা গিয়েছে যে ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর-এর অধীনে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নির্বাচিত সেই সব জঙ্গি ঘাঁটিতেই হামলা চালিয়েছে, যেখান থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী হামলা চালানো হয়েছিল। (Photo: AP)
advertisement
4/11
সামরিক এক অভিযানের নামের সঙ্গে কেন সিঁদুর শব্দটি যোগ হল, তা বুঝে নিতে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয়। চোখ রাখতে হবে কেবল ২২ এপ্রিল, ২০২৫ তারিখের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদী হামলায়। সিঁদুর ঐতিহ্যগতভাবে হিন্দু মহিলাদের বৈবাহিক অবস্থাকে নির্দেশ করে এবং সে দিন পহেলগাঁওতে যে গণহত্যা সংঘটিত হয়েছিল, যেখানে সন্ত্রাসবাদীরা ধর্মের ভিত্তিতে পুরুষদের, কিছু নববিবাহিতকে বেছে বেছে হত্যা করে। (Photo: AP)
advertisement
5/11
শুধুই অকালবৈধব্যের প্রতিকার নয়, সিঁদুর বীরত্বেরও প্রতীক, কেন না এক সময়ে দেশের বীর যোদ্ধারা যুদ্ধে যাওয়ার আগে কপালে সিঁদুরের তিলক ধারণ করতেন। (Photo: AP)
advertisement
6/11
‘‘ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর শুরু করে, পাকিস্তান এবং পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী ঘাঁটিতে আঘাত হানে, যেখান থেকে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা এবং নির্দেশ দেওয়া হয়েছিল। মোট নয়টি স্থান টার্গেট করা হয়েছে", ভারতীয় সেনাবাহিনীর জারি করা এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। (Photo: AP)
advertisement
7/11
হিমাংশি নারওয়াল নামের ওই মহিলার বিয়ে হয়েছিল ঘটনার মাত্র ৬ দিন আগে, ২৬ বছর বয়সী নৌ-অফিসার বিনয় নারওয়ালের সঙ্গে। এই দম্পতি তাঁদের মধুচন্দ্রিমা যাপন করছিলেন, যখন বিনয়কে তাঁর ধর্মের কারণে মর্মান্তিকভাবে গুলি করে হত্যা করা হয়, যা তাদের বৈবাহিক উদযাপনকে এক অকল্পনীয় ট্র্যাজেডিতে পরিণত করে তোলে লহমায়। (Photo: AP)
advertisement
8/11
হামলার পর হিমাংশির আবেগঘন নানা দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যার মধ্যে তাঁর স্বামীর কফিনকে বিদায় জানানোর একটি ভিডিও বিশেষ করে ভাইরাল হয়ে ওঠে,তা ব্যাপকভাবে সবার কাছে পৌঁছে যায়। অতএব, বলতে দ্বিধা নেই যে অপারেশন সিঁদুর নামের শক্তি নিহিত রয়েছে পহেলগাঁও গণহত্যার শিকার এবং বেঁচে যাওয়া ব্যক্তিদের আবার জীবনের মূল স্রোতে থিতু করার ক্ষমতার মধ্যে, যাতে তাঁদের আত্মত্যাগ কেবল পরিসংখ্যানের মধ্যেই সীমাবদ্ধ না থাকে। (Photo: AP)
advertisement
9/11
যদিও পাকিস্তান এবং তাদের মদতপুষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর ভারতীয় অসামরিক নাগরিকদের ক্ষতি করার দীর্ঘ ইতিহাস রয়েছে, ভারতীয় বাহিনী কিন্তু তাদের প্রতিশোধমূলক হামলা সন্ত্রাসবাদী শিবিরগুলোতেই কেবল সীমাবদ্ধ রাখার জন্য সমস্ত সংবেদনশীলতা প্রয়োগ করেছে। (Photo: AP)
advertisement
10/11
প্রতিরক্ষা মন্ত্রকের মতে, ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালিয়েছে, যেগুলোকে পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর-ই-তৈবা এবং জৈশ-ই-মহম্মদের সঙ্গে সম্পর্কিত সন্ত্রাসবাদী ঘাঁটি হিসাবে চিহ্নিত করা হয়েছে বলে জানা গিয়েছে। (Photo: AP)
advertisement
11/11
ভারত স্পষ্টভাবে উল্লেখ করেছে যে এটি একটি সুনির্দিষ্ট, অ-উস্কানিমূলক পাল্টা আক্রমণ ছিল যেখানে টার্গেট খুবই সাবধানে বেছে নেওয়া হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘গুরুত্বপূর্ণভাবে, কোনও পাকিস্তানি সামরিক স্থাপনায় আঘাত হানা হয়নি, যা ভারতের সুশৃঙ্খল এবং অ-উত্তেজনামূলক দৃষ্টিভঙ্গির প্রতিফলন।’’ Photo: AP
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Operation Sindoor: যে সিঁদুর হারিয়েছিল সিঁথি, ফিরে এল প্রত্যাঘাতে, ন্যায়বিচারে, অপরাধ দমনে; অপারেশন সিঁদুর-এর নামকরণের পটভূমি নতুন সূর্যের মতোই লাল