TRENDING:

মা তারার শরণেই সব তীর্থ একসঙ্গে, শক্তিরূপিনী মা সত্যি করুণাময়ী

Last Updated:
advertisement
1/5
মা তারার শরণেই সব তীর্থ একসঙ্গে, শক্তিরূপিনী মা সত্যি করুণাময়ী
টাকা পয়সার সঙ্গে মায়ের ভালবাসা করুণার কখনই কোনও তুলনা হয়না ৷ এই সত্য বারেবারে প্রমাণিত ৷
advertisement
2/5
মা সত্যিকারের এক মঙ্গলময় রূপ সন্তানের কাছে ৷ সন্তানের জীবনে যাতে সব থেকে বেশি মঙ্গল হয় সেই জন্যই জীবনে সব থেকে বেশি স্বার্থ ত্যাগ করে থাকেন মা ৷
advertisement
3/5
গাছ যেমন নিজেকে ধ্বংস করে সন্তানের জন্ম দেয়, তেমনই একজন মা নিজের জীবনের সমস্ত শখ-আহ্লাদ বিসর্জন দিয়ে সন্তানের ভালমন্দকে সব থেকে বেশি গুরুত্ব দেন ৷
advertisement
4/5
যিনি সন্তানকে গর্ভে ধারণ করেন তিনি গর্ভধারিণী মা ৷ তবে গর্ভে সন্তান না ধারণ করলেও মা হওয়া যায় ৷ শত কোটি সন্তানের মা হওয়া সম্ভব ৷ মা সারদাই এক উজ্জ্বল দৃষ্টান্ত ৷ তেমনই মা তারাও তিনি জগৎ নিয়ন্ত্রণের এক মমতাময়ী রূপ ৷
advertisement
5/5
মায়ের উপাসনা করলে কোনও ভাবেই টাকা পয়সায় সংসার ভরে উঠবেনা ৷ মায়ের ভালবাসায় জীবনের প্রতিটি মুহূর্তই হয়ে উঠবে সমৃদ্ধ, তার জন্য কোনও জাগতিক সুখই চরম বা পরম সুখ নয় ৷ শুধু মায়ের হাত সন্তানের মাথায় থাকলেই সন্তান স্বর্গীয় সুখ পায় ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
মা তারার শরণেই সব তীর্থ একসঙ্গে, শক্তিরূপিনী মা সত্যি করুণাময়ী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল