TRENDING:

Liquor facts: সাড়ে ৩ কোটি মানুষের বাস, তবু মদের দোকান মাত্র ১টি! মদ কিনতে দিতে হয় পরীক্ষা, কোথায় সে দেশ?

Last Updated:
Liquor facts: সারা দেশের জনসংখ্যা সাড়ে ৩ কোটি হলেও মদের দোকান রয়েছে মাত্র ১টিই। জানেন কোন দেশ? দেশটির নাম সৌদি আরব। আরও অবাক করার বিষয়, এই দোকান থেকে সবাই মদ কিনতে পারে না। কারা এখান থেকে মদ কিনতে পারে?
advertisement
1/7
সাড়ে ৩ কোটি মানুষের বাস, তবু মদের দোকান মাত্র ১টি! মদ কিনতে দিতে হয় পরীক্ষা, কোথায় সে দেশ
সারা দেশের জনসংখ্যা সাড়ে ৩ কোটি হলেও মদের দোকান রয়েছে মাত্র ১টিই। জানেন কোন দেশ? দেশটির নাম সৌদি আরব। আরও অবাক করার বিষয়, এই দোকান থেকে সবাই মদ কিনতে পারে না। কারা এখান থেকে মদ কিনতে পারে?
advertisement
2/7
বছরের পর বছর সাধারণ মানুষের জন্য মদ বিক্রি আর ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ ছিল। তবে, কিছু সীমিত ছাড় আছে বিদেশি কূটনীতিক আর বিশেষ কিছু ক্যাটাগরির জন্য, যার জন্য রাজধানী রিয়াধে একটা মদের দোকান খোলা হয়েছে।
advertisement
3/7
নিউ ইয়র্ক পোস্ট-সহ বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, এই দোকান সম্প্রতি অ-মুসলিম বিদেশিদেরও মদ বিক্রি শুরু করেছে, কিন্তু খুব কড়া শর্তে। এটা সবার জন্য উন্মুক্ত না। বেশির ভাগ ক্ষেত্রেই, নির্দিষ্ট কিছু ধনী expatriates-রা যারা নির্দিষ্ট মানদণ্ড পূরণ করে, তারাই এখানে ঢুকতে পারে, মানে নিয়ম কিছুটা শিথিল হলেও পুরোপুরি না।
advertisement
4/7
এখানে মদ কিনতে হলে বছরে আয় করতে হবে কমপক্ষে ১৩,৩০০ মার্কিন ডলার (প্রায়)। তবেই মদের দোকানে ঢোকার অনুমতি মিলবে।
advertisement
5/7
অর্থাৎ, সৌদি আরবে গড় মাসিক বেতন প্রায় ১০,২৫০ Riyals ($২,৭৫০)। মানে, মদ কেনার জন্য যেই ইনকাম দরকার, সেটা সৌদি আরবের মানুষের গড় বেতনের প্রায় পাঁচ গুণ। যারা মদ কিনতে চায়, তাদের আয়ের প্রমাণ বা পে-স্লিপ দোকানে দেখাতে হয়। শুরুতে এই দোকান শুধু বিদেশি কূটনীতিকদের জন্য ছিল, কিন্তু এখন কিছু নির্দিষ্ট বাসিন্দার জন্য নিয়ম একটু শিথিল হয়েছে।
advertisement
6/7
মদ কেনার সুযোগ শুধু অমুসলিমদের জন্য, দক্ষ পেশাজীবী, উদ্যোক্তা, বিনিয়োগকারী আর বিশেষ প্রতিভাবানদের, যারা গত পাঁচ বছরে অন্তত ৩০ মাস Saudi Arabia-তে থেকেছে।
advertisement
7/7
তবুও, যারা মদ কিনতে চায়, তাদের মোবাইল অ্যাপ দিয়ে স্লট বুক করতে হয়, সরকার থেকে দেওয়া ক্লিয়ারেন্স কোড দিতে হয়, আর মাসে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনা যায় না। পাশাপাশি মদ কিনতে সরাসরি গিয়ে দোকানে ঢোকা যায় না।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Liquor facts: সাড়ে ৩ কোটি মানুষের বাস, তবু মদের দোকান মাত্র ১টি! মদ কিনতে দিতে হয় পরীক্ষা, কোথায় সে দেশ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল