TRENDING:

নারীরা সম্মানীয়া, ‘এই’ মহিলাদের সম্মানহানি করলে বড়সড় ক্ষতি নেমে আসবে পরিবারে

Last Updated:
পুত্রবধূ নিজের মেয়ের সমান হয়। তাঁর সম্মান রক্ষা করা গোটা পরিবারের কর্তব্য। ভুলেও নিজের পুত্রবধূকে অপমান করা উচিত নয়।
advertisement
1/7
নারীরা সম্মানীয়া, ‘এই’ মহিলাদের সম্মানহানি করলে বড়সড় ক্ষতি নেমে আসবে পরিবারে
আজ মহালয়া৷ পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনার দিন৷ এই পর্বের পর থেকেই দেশ জুড়ে শুরু হয়ে যায় নবরাত্রি আর বাংলার  মানুষ মেতে ওঠেন দুর্গাপুজোর উৎসবের চূড়ান্ত প্রস্তুতিতে৷ কিন্তু দেবী আরধনা হলেও আজও নারীরা প্রকৃত সম্মান খোঁজেন৷ Photo- Representative 
advertisement
2/7
এমনকি পরিবারেও তাঁরা লাঞ্ছনার শিকার হন এমনকি পরিবারের মানুষ তাঁদের কুনজরে দেখতেও ছাড়েন না৷ কিন্তু এই কাজ একেবারে গর্হিত৷ এই ধরণের চরিত্রের পুুরুষদের জীবনে উন্নতি, অর্থাগমের পথে বাধাই ভবিতব্য তাই কখনই এরকম করা উচিত নয়৷ Photo- Representative 
advertisement
3/7
মহাকবি তুলসীদাস বিরচিত ‘রামচরিতমানস’-এ এমন চার মহিলার কথা বলা হয়েছে, যাঁদের কোনও অবস্থাতেই অসম্মান করা উচিত নয়। তাঁদের প্রতি কুনজর দিলে তা মহাপাপ হয়। এমন করলে সারাজীবন তাঁর ফল ভুগতে হয় বলেই দাবি করা হয়। Photo- Representative 
advertisement
4/7
পুত্রবধূ নিজের মেয়ের সমান হয়। তাঁর সম্মান রক্ষা করা গোটা পরিবারের কর্তব্য। ভুলেও নিজের পুত্রবধূকে অপমান করা উচিত নয়। অপমানিত হতে দেখলেও তার প্রতিবাদ করা উচিত। Photo- Representative 
advertisement
5/7
নিজের মেয়ের সম্মান করা, যে কোনও প্রতিকূল পরিস্থিতিতে তাকে রক্ষা করা সব পিতার কর্তব্য। নিজের কন্যার সঙ্গে খারাপ ব্যবহার করার থেকে বড় পাপ আর কিছু নেই। কেউ এমন করলে তা মহাপাপ হয়।Photo- Representative 
advertisement
6/7
 ভাতৃবধূ— ছোট ভাইয়ের স্ত্রী বাড়ির পূত্রবধূর সমান। তাঁর দিকে কুনজর কখনও দেওয়া উচিত নয়। এমন কাজ কেউ করলে তার ফল খারাপ হয়। কোনওভাবেই এই পাপের প্রায়শ্চিত্ত করা যায় না। Photo- Representative 
advertisement
7/7
নিজের ছোট বোনকে মেয়ে আর বড় বোন মাতৃসমা। কেউ যদি নিজ স্বার্থে বোনকে অপমান করে বা তার লাঞ্ছনা সহ্য করে, তবে সেই ভাইয়ের কপালে অনেক দুঃখ থাকে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
নারীরা সম্মানীয়া, ‘এই’ মহিলাদের সম্মানহানি করলে বড়সড় ক্ষতি নেমে আসবে পরিবারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল