DVC : এক 'কিউসেক' মানে কতটা জল বলুন তো? বর্ষা এলেই লাখ লাখ কিউসেক জল ছাড়ে ডিভিসি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
What is Cusec- জলাধারগুলি থেকে কত জল ছাড়া হল, তা বুঝতে কেউসেক ব্যবহার করা হয়। হিসেব বলছে, ১ কিউসেক সমান ২৮.৩১৭ লিটার।
advertisement
1/5

একটানা বৃষ্টিতে জেরবার দক্ষিণবঙ্গ। তার মধ্যে জল ছাড়ার পরিমাণ বাড়াল ডিভিসি। দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলমগ্ন। বহু জায়গায় বন্যা পরিস্থিতি।
advertisement
2/5
একাধিক এলাকা জলমগ্ন। বহু এলাকায় নতুন করে বন্যার আশঙ্কা করা হচ্ছে। তার মধ্যে নিম্নচাপ রয়েছে। আর এবছর বর্ষার ঢুকেছে কিছুটা আগে। ফলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
advertisement
3/5
অনেক সময়ই আমরা শুনতে পারি, ডিভিসি কয়েক লাখ কিউসেক জল ছেড়েছে। আসলে বাঁধের উপর চাপ কমাতেই জল ছাড়তে বাধ্য হয় তারা। তবে ডিভিসি জল ছাড়লে বহু এলাকা প্লাবিত হয়ে যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন, ডিভিসি না জানিয়ে জল ছাড়ে।
advertisement
4/5
জানেন কি, কেউসেক শব্দের অর্থ কী? কীভাবে কিউসেকের মাধ্যমে জলের পরিমাপ করা হয়? এক কিউসেক সমান কত লিটার জল হয় জানেন? বিস্তারিত ভাবে জানিয়েছেন দফতরের এক আধিকারিক।
advertisement
5/5
মূলত তরল পদার্থের প্রবাহ পরিমাপ করা হয় কিউসেকের মাধ্যমে। প্রতি সেকেন্ডে এক ঘন ফুটের মধ্যে দিয়ে কতটা জল বা তরল প্রবাহিত হচ্ছে, তা বুঝতে কিউসেকের ব্যবহার করা হয়। জলাধারগুলি থেকে কত জল ছাড়া হল, তা বুঝতে কেউসেক ব্যবহার করা হয়। হিসেব বলছে, ১ কিউসেক সমান ২৮.৩১৭ লিটার।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
DVC : এক 'কিউসেক' মানে কতটা জল বলুন তো? বর্ষা এলেই লাখ লাখ কিউসেক জল ছাড়ে ডিভিসি