OMG News: ৫৫ বছর ধরে কোনও মহিলাকে দেখেননি এই পুরুষ মানুষটি! কেন? কীভাবে? শুনে আঁতকে উঠবেন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
OMG News: ৭১ বছর বয়সী সেই পুরুষ মানুষটি জানিয়েছেন, কেন তিনি মহিলাদের জন্য এতটা আতঙ্কিত।
advertisement
1/8

৫৫ বছর ধরে কোন নারী দেখেননি একজন পুরুষ এবং এটা তিনি করেছেন নিজের ইচ্ছেতেই! ভাবা যায়! এমন মানুষও আছেন! হ্যাঁ, আছেন। তার পরিচয়, এভাবে নিজেকে মহিলাদের থেকে সরিয়ে রাখার কারণ অবাক করবে সকলকে।
advertisement
2/8
৭১ বছর বয়সী সেই পুরুষ মানুষটি জানিয়েছেন, কেন তিনি মহিলাদের জন্য এতটা আতঙ্কিত। আর সেই আতঙ্কের কারণে তিনি ৫৫ বছর ধরে নিজেকে এমন ভাবে বন্দি করে ফেলেছেন, যাতে তাঁকে মহিলাদের মুখোমুখি না হতে হয়।
advertisement
3/8
রুয়ান্ডার বাসিন্দা এই ব্যক্তির নাম কলিটক্সে নজামউইতা Callitxe Nzamwita। আফ্রিকান দেশ রুয়ান্ডার অধিবাসী এই ৭১ বছর বয়সী বুড়ো। প্রায় ১৫ ফিট উচ্চতায় নিজের জন্য বাড়ি তৈরি করেছেন এই ব্যক্তি।
advertisement
4/8
নারীদের দেখবেন না বলে এই ব্যক্তি প্রতিজ্ঞাবদ্ধ। তাই সেখানকার নারীরা তার ঘরের দিকে বিভিন্ন ধরনের খাবার এবং এবং পোশাক নিক্ষেপ করলেও তিনি তাতে সাড়া দেন না। তার ঘরের দরজাও খোলেন না।
advertisement
5/8
যখন সবাই চলে যায় তখন বাইরে ফেলা খাবার এবং পোশাক তিনি ঘরের ভিতরে নিয়ে যান এবং ব্যবহার করেন!
advertisement
6/8
কলিটক্সে বলেন, "আমি নিজেকে আলাদা করে রেখেছি এবং আমার বাড়িতে বেড়া দেওয়া আছে কারণ আমি নিশ্চিত করতে চাই যে মহিলারা আমার কাছাকাছি আসবে না।" তিনি আরও বলেন, কীভাবে বিপরীত লিঙ্গের মানুষ, অর্থাৎ মহিলারা তাঁর ভয়ের কারণ হয়ে ওঠে।
advertisement
7/8
ওই ব্যক্তির নাম প্রকাশে অনিচ্ছুক একজন মহিলা প্রতিবেশী বলেন, কলিটক্সে ছোটবেলা থেকেই খুব দরিদ্র। কিন্তু মহিলাদের আতঙ্ক থাকলেও স্থানীয় মহিলারাই একমাত্র তাকে নানা জিনিস দিয়ে বাঁচতে সাহায্য করে।
advertisement
8/8
প্রতিবেশীরা জানান, যখনই তিনি তাঁর বাড়ির আশেপাশে কোনও মহিলা আছেন এমন অনুভব করেন, তখনই তিনি বাড়ির ভিতরে চলে যান এবং নিজেকে তালাবদ্ধ করে রাখেন। চিকিৎসকরা জানান, কলিটক্সে গাইনোফোবিয়া নামক একটি মানসিক অবস্থাতে ভুগছেন, যেখানে মহিলাদের প্রতি ভয় তৈরি হয় একজন পুরুষের মনে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
OMG News: ৫৫ বছর ধরে কোনও মহিলাকে দেখেননি এই পুরুষ মানুষটি! কেন? কীভাবে? শুনে আঁতকে উঠবেন