TRENDING:

5 Rupee Note: ৫ টাকায় বদলে যাবে ভাগ‍্য! আপনার কাছে আছে কী এই পুরনো নোট? মিলিয়ে দেখে নিন, লাখপতি হওয়ার বড় সুযোগ

Last Updated:
General Knowledge: এই পাঁচ টাকা যদি আপনার বাড়িতেও থাকে, সেই পুরনো নোটও আপনাকে লাখপতি করে দিতে পারে। কীভাবে? কেন? সমস্ত তথ‍্য বিশদে দেওয়া হল এই প্রতিবেদনে।
advertisement
1/8
৫ টাকায় বদলে যাবে ভাগ‍্য! আপনার কাছে আছে কী এই পুরনো নোট? মিলিয়ে দেখে নিন
বহুদিন ধরে বাড়িতে এমনিতেই পড়ে রয়েছে একটি জিনিস। কোনও একদিন শুনলেন, এই নেহাত্‍ অবহেলায় পড়ে থাকা জিনিসটাই বদলে দিতে পারে আপনার ভাগ‍্য। পুরনো কয়েন, নোট বা অ‍্যান্টিক কোনও দ্রব‍্য। লাখ লাখ টাকার মালিক করে দিতে পারে পড়ে থাকা কোনও বস্তু।
advertisement
2/8
তেমনই এই পাঁচ টাকা যদি আপনার বাড়িতেও থাকে, সেই পুরনো নোটও আপনাকে লাখপতি করে দিতে পারে। কীভাবে? কেন? সমস্ত তথ‍্য বিশদে দেওয়া হল এই প্রতিবেদনে।
advertisement
3/8
আজ যার দাম, মাত্র ১ টাকা বা ৫ টাকা । পরে তার দামই হয়ে যেতে পারে লক্ষ টাকা। যেকোনও অ‍্যান্টিক বা পুরনো জিনিসের দোকানে গেলে প্রত‍্যক্ষ করা যায় এই জিনিস।
advertisement
4/8
পুরনো নোট বা কয়েন সংগ্রহ করে রাখার অভ‍্যাস অনেকেরই রয়েছে। অনেকের বাড়িতে হয়ত এমনিতেই থেকে গিয়েছে কোনও পুরনো পাঁচ টাকা, দুই টাকা বা এক টাকার নোট।
advertisement
5/8
তবে, একটি বিশেষ ধরনের পাঁচ টাকার পুরনো নোট যদি আপনার কাছে থাকে, তবে সেটি থেকে আপনি লাখপতিও হতে পারবেন।
advertisement
6/8
যদি আপনার কাছে পুরনো ৫ টাকার নোট থাকে, তাহলে মিলিয়ে দেখুন সিরিয়াল নম্বর। একটি বিশেষ সিরিয়াল নম্বরের পাঁচ টাকার কয়েন যদি আপনার কাছে থাকে, তাহলে সেটি বিক্রি করে আপনি লাখপতি হতে পারেন।
advertisement
7/8
পাঁচ টাকার নোটের সিরিয়াল নম্বর যদি ১২৩৪৫৬ হয়। এবং সেই নোটে যদি কৃষকের ছবি থাকে তবে নিলামে এর দাম লাখটাকা হওয়ার সমূহ সম্ভাবনা।
advertisement
8/8
বাড়িতে বসেই বিক্রি করা যাবে এই নোটয় ইন্টারনেটে জাতীয় এবং আন্তর্জাতিক ওয়েবসাইটের মাধ্যমে এই নিলামে অংশ নিতে পারেন। যদি আপনার কাছেও এই ধরনের নোট থাকে তবে আপনি এটি নিলাম করতে পারেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
5 Rupee Note: ৫ টাকায় বদলে যাবে ভাগ‍্য! আপনার কাছে আছে কী এই পুরনো নোট? মিলিয়ে দেখে নিন, লাখপতি হওয়ার বড় সুযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল