TRENDING:

Horror Places: ভারতের ৫ অভিশপ্ত স্থান! আজও মানুষ এখানে যেতে ভয় পায়, জানলে হাড় হিম হয়ে যাবে

Last Updated:
আজও ভারতে আনাচে কানাচে লুকিয়ে রয়েছে বহু অভিশপ্ত জায়গা। ঘটনা জানলে হাড় হিম হয়ে যাবে।
advertisement
1/6
ভারতের ৫ অভিশপ্ত স্থান! আজও মানুষ এখানে যেতে ভয় পায়, জানলে হাড় হিম হয়ে যাবে
ভারতের কোনায় কোনায় লুকিয়ে রয়েছে বহু রহস্যজনক স্থান। আবার এমনও কিছু স্থান আছে যা অভিশপ্ত বলে মনে করা হয়। আজ ভারতের বিভিন্ন কোনায় লুকানো এরকম কিছু অভিশপ্ত স্থানের গল্প জানব।
advertisement
2/6
Roopkund Lake বা রূপকুন্ড লেক হল ভারতের এক অতি রহস্যময় স্থান। যে স্থানে যেতে ছোট থেকে বড় প্রত্যেকেই ভয় পান। এই অদ্ভুত ঝিলটি উত্তরাখণ্ডে অবস্থিত। এর চারপাশে কঙ্কাল পড়ে থাকার দাবি করেন অনেকেই। তাই এই স্থান আজও রহস্যময়।
advertisement
3/6
Pithauriya Village পিথাওরিয়া ভিলেজ নামের এই রহস্যময় গ্রামটি ঝাড়খণ্ডে অবস্থিত। রাঁচি থেকে মাত্র ২০ কিমি দূরে অবস্থিত এই গ্রাম অভিশপ্ত বলে মনে করা হয়। লোকের মতে এই স্থানে বিশ্বনাথ নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। মৃত্যুর আগে বিশ্বনাথ অভিশাপ দিয়েছিল যে এই গ্রামে সব সময় বিদ্যুৎ চমকাবে এবং এই গ্রামে অবস্থিত সমস্থ ঘরবাড়ি পরে যাবে। অভিশাপের ভয়েই গ্রাম থেকে পালিয়ে যান গ্রামবাসীরা।
advertisement
4/6
রাজস্থানের জয়সলমীর থেকে মাত্র ২০ কিমি দূরে অবস্থিত কূলধারা গ্রাম। এই গ্রাম বহু বছর আগে একটা ফুলের বাগান ছিল। এই গ্রামে ব্রাহ্মণরাই বসবাস করতেন। গ্রামের মহিলাদের উপর ব্রাহ্মণদের খারাপ নজর ছিল। যার দরুণ গ্রামবাসীরা শেষ পর্যন্ত বাড়ির মেয়েদের সম্মান রক্ষা করতে গ্রাম থেকে পালিয়ে যান এবং যাওয়ার আগে অভিশাপ দেন যে এই গ্রামে আর কখনও বসতি স্থাপন করা যাবে না।
advertisement
5/6
Bhangarh Fort (ভানগঢ় দুর্গ) কে ভারতের সবচেয়ে অভিশপ্ত জায়গা বলে মনে করা হয়।দুর্গটিকে শ্রেষ্ঠ ভূতুড়ে স্থান হিসাবেও বিবেচনা করা হয়। এমন বিশ্বাস করা হয় যে একজন তান্ত্রিক এই দুর্গকে অভিশাপ দিয়েছিলেন এবং তার পর থেকেই এখানে বিভিন্ন অদ্ভুত ঘটনা ঘটতে দেখা যায়। অনেকেই দাবি করেছেন যে এই কেল্লা থেকে হঠাৎ কান্নার আওয়াজ পাওয়া যায় শুধু তাই নয় সকালে লেবু, সিঁদুরের মতো জিনিসও পাওয়া যায় এই স্থানে।
advertisement
6/6
গন্ধর্বপুরী গ্রাম মধ্যপ্রদেশে অবস্থিত। গ্রামটি যে অঞ্চলে অবস্থিত সেখানে গন্ধর্বসেন নামে এক রাজা শাসন করতেন। রাজা গ্রামটিকে অভিশাপ দিয়েছিলেন, যার পরে পুরো গ্রামটি পাথরের পরিণত হয়ে যায়। গ্রামের কিছুটা অংশ আজও মাটির তলায় অবস্থিত এমনও দাবি করেন অনেকে। তাই এই গ্রামে ভুলেও পা রাখতে চান না কেউ।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Horror Places: ভারতের ৫ অভিশপ্ত স্থান! আজও মানুষ এখানে যেতে ভয় পায়, জানলে হাড় হিম হয়ে যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল