Non Veg: বলুন তো, ভারতে সবচেয়ে বেশি 'আমিষ' খায় কোন রাজ্যের মানুষ? 'উত্তর' আপনাকে চমকে দিতে বাধ্য
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
Non Veg: দেশের ৮৫ শতাংশের বেশি মানুষ আমিষ খেতে ভালবাসেন। তবে কোন রাজ্যের মানুষ সবচেয়ে বেশি আমিষ খান? উত্তরটা জানেন না অনেকেই। দেখে নিন ভারতের আমিষ-প্রিয় রাজ্য।
advertisement
1/7

কেউ আমিষ খান, কেউ নিরামিষ। তবে, সম্প্রতি একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে ভারতের ৮৫ শতাংশেরও বেশি মানুষ আমিষ খেতে পছন্দ করেন। বলুন তো, কোন রাজ্যে সবচেয়ে বেশি আমিষ খাওয়া হয়? উত্তর জানা নেই ৯৯ শতাংশেরই।
advertisement
2/7
**নাগাল্যান্ড** ভারতে আমিষ খাদ্যগ্রহণের শীর্ষে রয়েছে নাগাল্যান্ড। এখানে ৯৯.৮ শতাংশ মানুষ আমিষ খাদ্য খান।
advertisement
3/7
**পশ্চিমবঙ্গ** দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এখানে ৯৯.৩ শতাংশ মানুষ আমিষ খাদ্য খান।
advertisement
4/7
**অন্ধ্রপ্রদেশ** আমাদের তেলেগু রাজ্য, আন্ধ্রপ্রদেশ, তালিকার চতুর্থ স্থানে। এখানে ৯৮.২৫ শতাংশ মানুষ আমিষ খাদ্যগ্রহণ করেন।
advertisement
5/7
**তামিলনাড়ু** তামিলনাড়ু এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে। এখানে ৯৭.৬৫ শতাংশ মানুষ আমিষ খাদ্য খান। বিশেষত, তামিলনাড়ুতে চিকেন বিরিয়ানি খাওয়ার সংখ্যাও খুব বেশি।
advertisement
6/7
**ওডিশা** ওডিশা তালিকার সপ্তম স্থানে রয়েছে। এখানে প্রায় ৯৭.৩৫ শতাংশ মানুষ আমিষ খাদ্য পছন্দ করেন।
advertisement
7/7
এই সমীক্ষা দেখায় যে ভারতে আমিষ খাদ্যগ্রহণকারীর সংখ্যা অত্যন্ত বেশি, এবং বিভিন্ন রাজ্যে এটি খাদ্য সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Non Veg: বলুন তো, ভারতে সবচেয়ে বেশি 'আমিষ' খায় কোন রাজ্যের মানুষ? 'উত্তর' আপনাকে চমকে দিতে বাধ্য