TRENDING:

Relationship: ফুলসজ্জার পরে হানিমুনে নবদম্পতি! স্টেশনে নেমে পিছনে তাকাতেই দেখলেন স্ত্রী... ঘুম উড়ে গেল স্বামীর

Last Updated:
Relationship: ২১ ফেব্রুয়ারি রীতি মেনে মুজফফরপুরে বিয়ে হয় অমিত কুমার এবং খুশবু কুমারীর। ফুলসজ্জার পরে হানিমুনে গিয়েছিলেন দম্পতি, সেখানে গিয়েই বিপদ।
advertisement
1/5
ফুলসজ্জার পরে হানিমুনে দম্পতি! স্টেশনে নেমে পিছনে তাকাতেই দেখলেন স্ত্রী...ঘুম উড়ল স্বামীর
২১ ফেব্রুয়ারি রীতি মেনে মুজফফরপুরে বিয়ে হয় অমিত কুমার এবং খুশবু কুমারীর। কনের পরিবারের বাড়ি শিবহর জেলার বসন্তপট্টি থানা এলাকায় থাকে। বিয়ের আগে দুজনের মধ্যে যোগাযোগও শুরু হয় পরিবারে সবাই এই বিয়ে নিয়ে খুশিও ছিল।
advertisement
2/5
বিয়ের ৩ দিন পরে হানিমুন যাওয়ার জন্য প্রস্তুত হয় ওই দম্পতি। দুজন একসঙ্গে পরিকল্পনা মতো ট্রেন ধরার জন্য হানিমুনে পৌঁছয়। অমিত কুমার জানান, মুজফ্ফরপুর রেল স্টেশনে পৌঁছনো পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। প্রতীকী ছবি
advertisement
3/5
সেই মতো ২৪ ফেব্রুয়ারি বোকারোয় পৌঁছন দম্পতি। সেই সময়ে অসাবধানতাবশত কিছুটা এগিয়ে যান অমিত কুমার। পরে তিনি পিছন ফিরে দেখেন তাঁর স্ত্রী নেই। স্ত্রী খুশবু কুমারীকে না দেখে বিপদে পড়ে যান অমিত কুমার। Image: AI
advertisement
4/5
তিনি রেল স্টেশন থেকে শুরু করে সব জায়গায় খুঁজে দেখেন কিন্তু স্ত্রীকে খুঁজে পাননি। তারপরে বাড়িতে এসে খুঁজেও স্ত্রীর খোঁজ পাননি। পরে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। শুরুতে লোকলজ্জার কারণে তিনি চুপ ছিলেন, কিন্তু এখন তিনি পুলিশে অভিযোগ দায়ের করেছেন।
advertisement
5/5
তবে তাঁর দাবি, সূত্র মারফত তিনি জানতে পেরেছেন খুশবু তাঁর প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছে এবং এখন সারান এলাকার কোথাও রয়েছেন। পুলিশকে তাঁর দেওয়া আবেদনে অমিত কুমার জানিয়েছেন যে তাঁর সাথে প্রতারণা করা হয়েছে। খুশবু কুমারীর বিরুদ্ধে অমিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত করছে পুলিশ। Image: AI
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Relationship: ফুলসজ্জার পরে হানিমুনে নবদম্পতি! স্টেশনে নেমে পিছনে তাকাতেই দেখলেন স্ত্রী... ঘুম উড়ে গেল স্বামীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল