New Year's Eve Online Shopping List: বর্ষবরণের রাতে বিক্রি হল লাখ লাখ কন্ডোম, ঠান্ডাপানীয়, আর…? ‘অন্য পার্টি’তে মাতল দেশ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
New Year Eve's Topped Online shopping List: পার্টিতে মেতেছিল গোটা দেশ। তাই ঠান্ডাপানীয়, চিপস জলের বোতল তো বিক্রি হয়েছেই, সেই সঙ্গে দেদার বিক্রি হয়েছে যৌনতার জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ।
advertisement
1/5

বর্ষবরণের রাত সব সময়ই আলাদা। নিজেদের মতো করে উৎসবে মেতেছেন গোটা বিশ্বের মানুষ। কিন্তু ভারতীয়রা কেমন ভাবে বছরের শেষ দিনটি উদযাপন করলেন, এই নিয়ে একাধিক তথ্য দিয়েছে অনলাইন শপিং সংস্থাগুলি। প্রতীকী ছবি।
advertisement
2/5
পার্টিতে মেতেছিল গোটা দেশ। তাই ঠান্ডাপানীয়, চিপস জলের বোতল তো বিক্রি হয়েছেই, সেই সঙ্গে দেদার বিক্রি হয়েছে যৌনতার জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ। প্রতীকী ছবি।
advertisement
3/5
একটি অনলাইন শপিং সংস্থার কর্ণধার এক্স হ্যান্ডলে রাত ৯টা ৫০ নাগাদ লেখেন, তাঁরা ১,২২,৩৫৬ লাখ প্যাকেট কন্ডোম ডেলিভারি দেওয়ার জন্য তৈরি হচ্ছেন। সেই সঙ্গে কোন ধরনের কন্ডোম বেশি পছন্দ করছেন ভারতীয়রা সেই সংক্রান্ত তথ্যও তিনি দিয়েছেন। photo source collected
advertisement
4/5
৩৯ শতাংশ ভারতীয় চকোলেট ফ্লেভার কন্ডোম অর্ডার করেছেন, সেই সঙ্গে ৩১ শতাংশ অর্ডার করেছেন স্ট্রবেরি ফ্লেভারের কন্ডোম। বাবলগাম ফ্লেভারের কন্ডোম অর্ডার করেছেন ১৯ শতাংশ ক্রেতা। প্রতীকী ছবি।
advertisement
5/5
কন্ডোমের সঙ্গেই ৩১ ডিসেম্বর দেদার বিকিয়েছে আলু চিপস, জল, আইস কিউব, লিপস্টিক, লাইটার, সোডা, লিপস্টিক। সঙ্গীকে নিয়ে যাঁরা বিশেষ মুহূর্ত উদযাপন করেছেন, তাঁরা কেউ কেউ হ্যান্ডকাফ, ব্লাইন্ডফোল্ড এমনকী অন্তর্বাসও অর্ডার করেছেন। photo source collected
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
New Year's Eve Online Shopping List: বর্ষবরণের রাতে বিক্রি হল লাখ লাখ কন্ডোম, ঠান্ডাপানীয়, আর…? ‘অন্য পার্টি’তে মাতল দেশ