TRENDING:

সবুজে ভরা ছিল সাহারা, ভয়াবহ খরাতেই বদলে যায় মরুভূমিতে! দাবি গবেষণায়

Last Updated:
সম্প্রতি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষক দাবি করেছেন, ভয়াবহ এক খরাতেই সাহারার সবুজ তৃণভূমি দিগন্ত বিস্তৃত মরুভূমিতে বদলে গিয়েছিল৷
advertisement
1/5
সবুজে ভরা ছিল সাহারা, ভয়াবহ খরাতেই বদলে যায় মরুভূমিতে! দাবি গবেষণায়
প্রকৃতির খামখেয়ালিপানা সত্যিই বোঝা মুশকিল৷ কখনও সে নতুন কিছু সৃষ্টি করে, কখনও আবার ধ্বংস করে৷ সাহারা মরুভূমি নিয়ে একটি নতুন গবেষণা ফের তা প্রমাণিত হল৷ গবেষকদের দাবি, বরাবর এমন মরুভূমি ছিল না সাহারা৷ বরং তা ঢাকা ছিল সবুজ ঘাসে৷ প্রতীকী ছবি, Photo- Canva
advertisement
2/5
দীর্ঘদিন ধরেই গবেষক ও বিজ্ঞানীরা বিশ্বাস করে আসছিলেন, প্রায় চার হাজার বছর আগে সবুজ তৃণভূমি ছিল সাহারা৷ কিন্তু কীভাবে তা মরুভূমিতে রূপান্তরিত হল, সেই খোঁজই এতদিন চলছিল৷
advertisement
3/5
সম্প্রতি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষক দাবি করেছেন, ভয়াবহ এক খরাতেই সাহারার সবুজ তৃণভূমি দিগন্ত বিস্তৃত মরুভূমিতে বদলে গিয়েছিল৷ ওই গবেষকের দাবি, ওই ভয়াবহ খরায় প্রায় ১০০০ বছর ধরে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন এলাকাও ধ্বংস হয়ে গিয়েছিল৷
advertisement
4/5
অধ্যাপক এবং ভূবিজ্ঞানী ক্যাথলিন জনসন জানিয়েছেন, 'হলোসিন পিরিয়ডের মাঝামাঝি থেকে শেষ দিকের মধ্যে সাহারায় তৃণভূমির অবলুপ্তি এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় খরার মধ্যে যে যোগসূত্র রয়েছে, তা প্রথমবার আমরাই প্রমাণ করেছি৷' নেচার কমিউনিকেশনস নামে একটি সায়েন্স জার্নালে তাঁর এই গবেষণা প্রকাশিতও হয়েছে৷
advertisement
5/5
দক্ষিণ পূর্ব এশিয়ায় ভয়াবহ খরার সঙ্গে সাহারা মরুভূমির তৃণভূমি ধ্বংসের যে যোগসূত্র রয়েছে, লাওসের একটি গুহার মধ্যে তাঁর প্রমাণ পেয়েছে ওই গবেষক দল৷ আবহাওয়ার এই পরিবর্তনের প্রভাব দক্ষিণ পূর্ব এশিয়ায় জনবসতির গঠনেও পড়ে৷ বিপুল সংখ্যক মানুষ এক এলাকা থেকে অন্যত্র সরে যান৷ কারণ ওই সময়ে সাহারায় সবুজ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
সবুজে ভরা ছিল সাহারা, ভয়াবহ খরাতেই বদলে যায় মরুভূমিতে! দাবি গবেষণায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল