এক লিটার জলের বোতল ২০ টাকা, আসল দাম কত জানেন? শুনলে চমকে যাবেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
water bottle: ২০ টাকার জলের বোতলের আসল দাম কত! জেনে নিন।
advertisement
1/7

এক লিটার জলের বোতলের দাম ২০ টাকা। অনেকে অবশ্য এই জল মিনারেল ওয়াটার বলে ভুল করেন।
advertisement
2/7
আপনি হয়তো খেয়াল করেছেন, বোতলের গায়ে লেখা থাকে প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। অর্থাৎ সংস্থাগুলি দাবি করে, এই জল পরিশুদ্ধ।
advertisement
3/7
জানা গিয়েছে, এক লিটার জলের বোতল বিক্রি করে প্রস্তুতকারক সংস্থাগুলি তিন গুণের বেশি মুনাফা করে।
advertisement
4/7
প্লাস্টিকের বোতলের জন্য সংস্থাগুলির খরচ হয় ৩০ পয়সা মতো। এক লিটার জলের দাম পড়ে ১.২০-১.৩০ টাকা মতো। সেই জল পরিশোধন করতে খরচ হয় ৩.৩০ টাকা মতো।
advertisement
5/7
সব মিলিয়ে দেখা যায়, এক লিটার জলের বোতলের জন্য সংস্থাগুলির খরচ হয় প্রায় ৬ টাকা মতো। আর সেই জলের বোতল বিক্রি হয় ২০ টাকায়।
advertisement
6/7
এত টাকা লাভ করার পরও কিন্তু সব সংস্থার জল পরিশুদ্ধ নয়। ২০১৪-১৫ সালে বোতলজাত জলের গুণগত মান পরীক্ষা করেছিল ভারত সরকার। সেই পরীক্ষায় দেখা গিয়েছে, অর্ধেকের বেশি সংস্থার জলের গুণগত মান ভাল নয়।
advertisement
7/7
এখন ভারতে কয়েক হাজার সংস্থা বোতলজাল জলের ব্যবসা করে। এই ব্যবসার সূত্রপাত হয়েছিল পশ্চিমা দেশে। তবে এখন ভারতেও এই ব্যবসার রমরমা।