Asteroid: সাবধান, মাথায় আকাশ ভেঙে পড়বে! সব হিসাব বদলে দেবে গ্রহাণু! লন্ডভন্ড করবে সহজেই, ধ্বংস আসন্ন?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
প্রায় ১০০ মিটার পর্যন্ত চওড়া এই গ্রহাণু ৩৮ হাজার কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এরফলে সেই গ্রহাণু থেকে বাঁচতে পৃথিবীর পক্ষ থেকেও নিজস্ব সৈন্য মোতায়েন করা শুরু হয়েছে।
advertisement
1/5

পৃথিবী নিয়ে অনেক ভবিষ্যৎবাণী আপনি শুনে থাকবেন, এছাড়াও কিছু বিজ্ঞানীদের দাবি অন্তরীক্ষে '২০২৪ ওয়াইআর৪' নামের গ্রহাণু প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে। (প্রতীকী ছবি)
advertisement
2/5
প্রায় ১০০ মিটার পর্যন্ত চওড়া এই গ্রহাণু ৩৮ হাজার কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। এরফলে সেই গ্রহাণু থেকে বাঁচতে পৃথিবীর পক্ষ থেকেও নিজস্ব সৈন্য মোতায়েন করা শুরু হয়েছে। (প্রতীকী ছবি)
advertisement
3/5
বিজ্ঞানীদের দাবি এর আগে পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগার সম্ভাবনা ১.৩%, কিন্তু তা বেড়ে ২.৩% হয়ে দাঁড়িয়েছে। যদিও এই গ্রহাণু পৃথিবী থেকে হাজার কিলোমিটার দূরে রয়েছে। তবু এই গ্রহাণুর ধাক্কার পরিমাণ প্রায় ৮ মিলিয়ন টিএনটি বোমার সমান। যা হিরোশিমা এবং নাগাসাকির পরমানুর থেকে ৫০০ গুণ বেশি অধিক মাত্রা। (প্রতীকী ছবি)
advertisement
4/5
চিন এরমধ্যে নিজস্ব 'সৈন্য' বানাতে শুরু করে দিয়েছে। যাতে তাঁরা গ্রহাণুর বিরুদ্ধে বাঁচতে পারে। ইতিমধ্যেই বিভিন্ন এক্সপার্টের সাহায্য নিচ্ছে তাঁরা। (প্রতীকী ছবি)
advertisement
5/5
এর আগে আরও অপোফিস নামের এক গ্রহাণু ২০২৯ সালে পৃথিবীতে সংঘর্ষের সম্ভাবনা ছিল। কিন্তু কিছু বদলের জন্য পৃথিবীর দিকে আসার সম্ভাবনা শূন্য ধরে নেওয়া হয়। এরপরেই পুরো দুনিয়ার নজর এখন এই নতুন গ্রহাণুর দিকে। (প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Asteroid: সাবধান, মাথায় আকাশ ভেঙে পড়বে! সব হিসাব বদলে দেবে গ্রহাণু! লন্ডভন্ড করবে সহজেই, ধ্বংস আসন্ন?