TRENDING:

শ্রাবণ মাসে মহাদেবের অর্চনার সময় ভুলেও ‘এই’ বস্তু দেবেন না, কূপিত হবেন শিবলিঙ্গ

Last Updated:
মহাদেবের অর্চনায় কাটে জীবনের বাধা, বড় অল্পে তুষ্ট তিনি, কিন্তু ভুল হলে তাঁর ক্রোধের সীমা নেই৷
advertisement
1/7
শ্রাবণ মাসে মহাদেবের অর্চনার সময় ভুলেও ‘এই’ বস্তু দেবেন না, কূপিত হবেন শিবলিঙ্গ
সোমবার দিন যে দেবতার অর্চনা করা হয় তিনি দেবাদিদেব মহাদেব৷ পাশাপাশি শ্রাবণ মাস হল বাবা-র মাস, অর্থাৎ দেবাদিদেবকে আরাধনার জন্য বরাদ্দ বিশেষ মাস৷ তিনি ত্রিনাথের অন্যতম৷ তাঁর আরাধনায় বাধা বিঘ্ন টলে যায়৷ তাই মানুষ ভক্তিভরে তাঁর অর্চনা করেন৷ তবে প্রতি দেবতার মতো তাঁর পূজারও বিশেষ কিছু রীতি রয়েছে৷ যা মেনেই তাঁর অর্চনা করা হয়৷ সামাণ্যতম ভুলেও দারুণ রেগে যেতে পারেন রুদ্রদেব৷
advertisement
2/7
হিন্দু দেব-দেবীদের পুজো মানেই বিশাল ব্যাপারস্যাপার। জাঁকজমক না থাকলে যেন তাঁরা যেন খুশি হতেই চান না। তাঁদের সাজপোশাক থেকে শুরু করে ভোগের আয়োজন— সবেতেই যেন প্রাচুর্যের ছোঁয়া।
advertisement
3/7
সেদিক থেকে একজনই রয়েছেন যাঁর পুজোয় তেমন কিছুই খরচ হয় না ভক্তদের। তিনি স্বয়ং দেবাদিদেব। ধুতরো ফুল, বেল পাতা আর জলেই তিনি খুশি। তবে অনেকেই বাবার মাথায় জলের বদলে দুধও ঢালেন।
advertisement
4/7
শিবলিঙ্গে অনেকে চন্দনের প্রলেপও লাগিয়ে দেন। তবে শিব পুরাণ মতে, মহাদেব বেশি খুশি হন যদি তাঁকে ভস্ম মাখানো হয়।
advertisement
5/7
কিন্তু এই পুরাণেই রয়েছে এক সতর্কবার্তা। যেখানে বলা হয়েছে যে, শিবলিঙ্গে কখনই হলুদ লাগানো বা হলুদ জল ঢালা উচিত নয়। এর কারণ মূলত দু’টি—
advertisement
6/7
১। পুরাণ মতে, শিবলিঙ্গ আদতে পুরুষ যৌনাঙ্গের প্রতীক। তাঁকে ঠান্ডা রাখতে চন্দন, ভস্ম, দুধ ও জল দিয়ে পুজো করা হয়।
advertisement
7/7
২। হলুদ আদতে সৌন্দর্য্যের উপাদান। যা থেকে মহাদেব শত হস্ত দূরে। তিনি খুবই সাধারণ জীবনযাপন করেন। পরনে বাঘছাল, গায়ে ভস্ম মেখেই কাটান। পার্থিব জিনিসের প্রতি তাঁর কোনও আকর্ষণ নেই। তাই তিনি ‘ভোলা বাবা’।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
শ্রাবণ মাসে মহাদেবের অর্চনার সময় ভুলেও ‘এই’ বস্তু দেবেন না, কূপিত হবেন শিবলিঙ্গ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল