কোন মহিলাকে কী ‘নজরে’ দেখবেন হিন্দু শাস্ত্রেই রয়েছে নিদান, না মানলে ‘বড় বিপদ’
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
আজকের সমাজ মহিলাদের দেখে শুধুমাত্র ‘ভোগ্যপণ্য’ হিসেবে তাই কি এত সামাজিক অবক্ষয়, হিন্দু শাস্ত্রে মহিলাদের স্থান কোথায় জানেন৷
advertisement
1/6

ভারতীয় ঐতিহ্য অনুযায়ি মহিলাদের এক বিশেষ স্থান রয়েছে। তাঁদের সম্মানের জায়গা অনেকটা ওপরে। মহিলাদের বিষয়ে কীভাবে ব্যবহার করা হয় এবং তাঁদের প্রতি কী ব্যবহার করা উচিত সবই বলা আছে ভারতীয় ধর্মগ্রন্থে৷ ভারতীয় পুরাণ -ধর্মশাস্ত্রে তাঁদের আলাদা স্থান৷ Photo- Collected
advertisement
2/6
মহাকবি তুলসীদাস রচিত ‘রামচরিতমানস’-এ এমন চার রকমের সম্পর্কযুক্ত মহিলার কথা বলা হয়েছে, যাঁদের কোনও অবস্থাতেই অসম্মান -অপমান করা উচিত নয়। তাঁদের প্রতি লালসার নজর দিলে তা মহাপাপ হয়। এমন করলে সারাজীবন তাঁর ফল ভুগতে হয় বলেই দাবি করা হয়। যদি কোনও ব্যক্তির জীবনে অসুবিধা বা খারাপ সময়ে আসে তাহলে তাঁর মনে করা উচিত তিনি কোনও মহিলার প্রতি কখনও লালসার নজর দিয়েছেন কিনা৷ Photo- Collected (Image: G.Venket Ram/Instagram)
advertisement
3/6
নিজের মেয়ের সম্মান করা, যে কোনও প্রতিকূল পরিস্থিতিতে তাকে রক্ষা করা সব পিতার কর্তব্য। নিজের কন্যার সঙ্গে খারাপ ব্যবহার করার থেকে বড় পাপ আর কিছু নেই। কেউ এমন করলে তা মহাপাপ হয়। Photo- Collected (Image: G.Venket Ram/Instagram)
advertisement
4/6
পুত্রবধূকেও নিজের মেয়ে মনে করা উচিত৷ সেই মেয়ে নিজের পরিবার ছেড়ে এসে এক অন্য পরিবারকে নিজের করে নেয়৷ তাই তাঁকে নিজেদের করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ৷ তাঁর সম্মান রক্ষা করা গোটা পরিবারের কর্তব্য। ভুলেও নিজের পুত্রবধূকে অপমান করা উচিত নয়। অপমানিত হতে দেখলেও তার প্রতিবাদ করা উচিত।Photo- Collected (Image: G.Venket Ram/Instagram)
advertisement
5/6
ছোট ভাইয়ের স্ত্রী বাড়ির বউ। তাঁর দিকে সম্ভোগপূর্ণ নজর কখনও দেওয়া উচিত নয়। এমন কাজ কেউ করলে তার ফল খারাপ হয়। কোনওভাবেই এই পাপের প্রায়শ্চিত্ত করা যায় না।Photo- Collected (Image: G.Venket Ram/Instagram)
advertisement
6/6
নিজের ছোট বোনকে মেয়ে আর বড় বোন মাতৃসমা। কেউ যদি নিজ স্বার্থে বোনকে অপমান করে বা তার লাঞ্ছনা সহ্য করে, তবে সেই ভাইয়ের কপালে অনেক দুঃখ থাকে।Photo- Collected (Image: G.Venket Ram/Instagram)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
কোন মহিলাকে কী ‘নজরে’ দেখবেন হিন্দু শাস্ত্রেই রয়েছে নিদান, না মানলে ‘বড় বিপদ’