ভারতের এক টাকা পাকিস্তানে নিয়ে গেলে কত? জানলে হা হয়ে যাবেন, বিশ্বাস হবে না!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
পাকিস্তানে ভারতের এক টাকার মূল্য ৩.২২ টাকা। অর্থাৎ, যদি ভারতের এক টাকা পাকিস্তানি টাকায় রূপান্তরিত হয় তবে তা হয় ৩.২২ টাকা।
advertisement
1/6

যে কোনও দেশের মুদ্রার মূল্য অর্থনীতির প্রতিফলন। সাধারণত বিশ্বজুড়ে লেনদেনের জন্য ডলার ব্যবহার করা হয়। যে কোনও দেশের মুদ্রার মূল্য US ডলার (USD) এর নিরিখে পরিমাপ করা হয়। কিন্তু আজ আমরা আপনাদের বলব, প্রতিবেশী দেশ পাকিস্তানের তুলনায় ভারতের মুদ্রার মূল্য কতটা বেশি!
advertisement
2/6
আজ আমরা আপনাদের বলব, কেউ যদি এক লাখ ভারতীয় টাকা নিয়ে পাকিস্তানে যান, তা হলে সেই টাকার মূল্য সেখানে কত হবে! বুধবার ভারতীয় টাকা এক পয়সা কমে ডলার প্রতি ৮৩.৭০ টাকায় পৌঁছেছে।
advertisement
3/6
পাকিস্তানি রুপি (PKR), স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান ১৯৪৯ সালে চালু করে। পাকিস্তানি টাকায় মহম্মদ আলি জিন্নাহর ছবি থাকে।
advertisement
4/6
আন্তর্জাতিক মুদ্রা অনুযায়ী, পাকিস্তানে ভারতের এক টাকার মূল্য ৩.২২ টাকা। অর্থাৎ, যদি ভারতের এক টাকা পাকিস্তানি টাকায় রূপান্তরিত হয় তবে তা হয় ৩.২২ টাকা। এর থেকে আপনি ভারত ও পাকিস্তানের টাকার মূল্যের তফাত বুঝতে পারবেন।
advertisement
5/6
পাকিস্তানের বর্তমান আর্থিক পরিস্থিতি খুবই খারাপ। অর্থনৈতিক সংকটে পাকিস্তানের সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা গত কয়েক বছরে ক্রমশ খারাপ হয়েছে। মুদ্রাস্ফীতি বাড়ছে।
advertisement
6/6
পাকিস্তানের মুদ্রা চালুর সময়, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক পাকিস্তানের মুদ্রা মুদ্রণ করেছিল। এটি একটি উল্লেখযোগ্য বিষয়। ডলারের নিরিখে মূল্য বিচার করলে পাকিস্তানি টাকার অবস্থা খুবই খারাপ। এক মার্কিন ডলারের মূল্য ২৮০.৪৪ পাকিস্তানি টাকা। গত কয়েক বছরে ডলারের সাপেক্ষে পাকিস্তানি টাকার মূল্য ক্রমাগত পতন হয়েছে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ভারতের এক টাকা পাকিস্তানে নিয়ে গেলে কত? জানলে হা হয়ে যাবেন, বিশ্বাস হবে না!