Asteroid: পৃথিবীর আয়ু কি এবার শেষ! বড়দিনেই কি ধ্বংস হবে? ধেয়ে আসছে ১০ তলা বাড়ির চেয়েও বড় গ্রহাণু, সতর্কতা জারি করল NASA
- Published by:Riya Das
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Asteroid: নাসা জানিয়েছে, ঘণ্টায় ২৩,৭২৬.৫ কিলোমিটার (ঘণ্টায় ১৪,৭৪৩ মাইল) বেগে ধেয়ে আসছে 2024XN1 গ্রহাণু। তবে পৃথিবীর প্রায় ৪,৪৮০,০০০ মাইল দূর দিয়ে নিরাপদে অতিক্রম করে যাবে।
advertisement
1/8

দু’দিন পরই ক্রিসমাস। চারদিকে সাজো সাজো রব। এর মধ্যেই চমকে দেওয়া খবর সামনে এল। পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক বিশাল গ্রহাণু। এর নাম দেওয়া হয়েছে 2024XN1। আকার প্রায় দশ তলা বাড়ির সমান। ক্রিসমাস ইভেই এই গ্রহানু পৃথিবীর কাছাকাছি আসবে।
advertisement
2/8
তবে চিন্তার কিছু নেই। নাসা জানিয়েছে, ঘণ্টায় ২৩,৭২৬.৫ কিলোমিটার (ঘণ্টায় ১৪,৭৪৩ মাইল) বেগে ধেয়ে আসছে 2024XN1 গ্রহাণু। তবে পৃথিবীর প্রায় ৪,৪৮০,০০০ মাইল দূর দিয়ে নিরাপদে অতিক্রম করে যাবে। যা পৃথিবী এবং চাঁদের মধ্যে গড় দূরত্বের প্রায় ১৮ গুণ।
advertisement
3/8
২৫ ডিসেম্বর পৃথিবীর কান ঘেঁষে বেরিয়ে যাবে আরও দুটি ছোট গ্রহাণু। সেগুলি হল 2020XY এবং 2020YM1। স্বস্তির কথা হল, নাসার CNEOS জানিয়েছে, গ্রহাণুগুলির পৃথিবীতে আছড়ে পড়ার বা ধাক্কা লাগার কোনও সম্ভাবনা নেই।
advertisement
4/8
মহাকাশের যে সব গ্রহাণু এবং ধূমকেতু যাদের কক্ষপথ পৃথিবীর ১২০ মিলিয়ন মাইলের (১৯৫ মিলিয়ন কিলোমিটার) মধ্যে, তাদের NEO বলা হয়। অর্থাৎ নিকট-পৃথিবী বস্তু। তবে পৃথিবীর কাছাকাছি থাকলেও খুব কাছাকাছি আসে না। যেগুলো খুব কাছাকাছি চলে আসে, সেগুলোকে বিজ্ঞানীরা বিপজ্জনক গ্রহাণু বা PHA বলেন।
advertisement
5/8
সূর্যের চারপাশে পৃথিবীর কক্ষপথের ৪.৬ মিলিয়ন মাইলের মধ্যে কোনও গ্রহাণু বা ধূমকেতু চলে এলে তাকে PHA বা বিপজ্জনক গ্রহাণু আখ্যা দেওয়া হয়। আকার কম হলে অতটা গুরুত্ব দেওয়া হয় না। কমপক্ষে ৪৬০ ফুট হলে তখন নড়েচড়ে বসেন বিজ্ঞানীরা।
advertisement
6/8
পৃথিবীর নিকটতম বস্তুগুলির উপর নজর রাখার জন্য অত্যধুনিক রাডার সিস্টেম ব্যবহার করে নাসা। বিপদ দেখলেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। মহাকাশে ১৪০ মিটারের চেয়ে বড় বস্তুগুলো চিহ্নিত করার পাশাপাশি ট্র্যাক করে PDCO। যাতে ভবিষ্যতে বড় ধরণের ক্ষতি এড়ানো যায়।
advertisement
7/8
চলতি বছর চারটি গ্রহাণু পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেছিল বলে জানিয়েছে মহাকাশ সংস্থাগুলি। সতর্কবার্তাও জারি করা হয়েছিল। এই গ্রহাণুগুলির নাম দেওয়া হয়েছে 2022 WJ, 2023 CX1, 2024 BX1, এবং C0WEPC5।
advertisement
8/8
জানা গিয়েছে, গত ৩ ডিসেম্বর ৭০ সেন্টিমিটার ব্যাসার্ধের একটি ক্ষুদ্র গ্রহাণু পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেছিল। ইয়াকুটিয়ার আকাশে আগুনের গোলা তৈরি হয়। পৃথিবীতে আছড়ে পড়ার মাত্র ১২ ঘণ্টা আগে এর সম্পর্কে জানতে পেরেছিলেন বিজ্ঞানীরা। তবে অল্প সময়ের মধ্যেই কক্ষপথ পর্যবেক্ষণ এবং গনাণ করে বায়ুমণ্ডলে প্রবেশের নির্ভুল সময় জানিয়ে দিয়েছিলেন তাঁরা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Asteroid: পৃথিবীর আয়ু কি এবার শেষ! বড়দিনেই কি ধ্বংস হবে? ধেয়ে আসছে ১০ তলা বাড়ির চেয়েও বড় গ্রহাণু, সতর্কতা জারি করল NASA