Name Starts with S: নামের শুরুতেই S অক্ষর রয়েছে? তাহলে দেখে নিন আপনার ব্যক্তিত্বের গোপন দিকটা ঠিক কেমন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Name Starts with S Hidden personality: নামের শুরুতে S অক্ষর থাকলে তাঁদের মধ্যে কী কী গোপন ব্যক্তিত্ব বিরাজ করে? জেনে নিন ৷
advertisement
1/6

নামের মধ্যে লুকিয়ে থাকে একটা শক্তি। কিন্তু সেটা বাইরে থেকে বোঝা মুশকিল। কারণ প্রতিটি নামের মধ্যেই থাকে ভিন্ন ভিন্ন শক্তি, সৌন্দর্য আর কমনীয়তা। এমনকী একই রকম ভাবে প্রতিটি নামের শুরুতে যে অক্ষর থাকে, তার মধ্যেই লুকিয়ে থাকে অনেক কিছু। আর কারও নামের আদ্যক্ষর তাঁর ব্যক্তিত্ব, চরিত্র, পছন্দ-অপছন্দের পরিচায়ক। বহু মানুষেরই নামের আদ্যক্ষরে ‘এস’ (S) থাকে। অর্থাৎ তাঁদের নাম S দিয়ে শুরু হয়। আর যাঁদের ক্ষেত্রে এমনটা হয়, তাঁদের ব্যক্তিত্বের কিছু গোপন দিক রয়েছে। সেটাই আজ আলোচনা করে নেওয়া যাক।
advertisement
2/6
প্রাথমিক গুণাবলী: যাঁদের নামের আদ্যক্ষর S হয়, তাঁরা সাধারণত বন্ধুত্বপূর্ণ এবং খোলা মনের হন। তাঁদের ব্যবহারও অত্যন্ত সুন্দর। সহজাত ভাবেই তাঁরা অন্যদের প্রতি আকৃষ্ট হয়ে থাকেন। সব কিছু তাঁরা মাথা ঠান্ডা করে ধৈর্য ধরে শোনেন। নিজের চারপাশে থাকা মানুষগুলির যাতে কোনও অসুবিধা না হয়, সব সময় সেদিকে লক্ষ্য রাখেন তাঁরা।
advertisement
3/6
সম্পর্ক এবং প্রেম: S অক্ষর দিয়ে যাঁদের নাম শুরু হয়, তাঁরা ভীষণ রোম্যান্টিক প্রকৃতির মানুষ। সমস্ত সম্পর্কের প্রতি তাঁরা আবেগপ্রবণ হন। নিজেদের অনুভূতিও খুব সুন্দর ভাবে প্রকাশ করতে পারেন। জীবনসঙ্গীর প্রতি তাঁদের স্নেহ আর ভালবাসা হয় গভীর। বিশ্বস্ত প্রকৃতির এই মানুষগুলি কখনওই নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করে না। এছাড়াও সম্পর্কের ক্ষেত্রে সততা এবং খোলামেলা স্বভাব বজায় রাখতে সক্ষম তাঁরা।
advertisement
4/6
কাজ, কেরিয়ার এবং জীবন: যাঁদের নাম S অক্ষর দিয়ে শুরু হয়, তাঁরা যে কোনও ক্ষেত্রেই নিজের লক্ষ্য পূরণ করতে পারেন। স্বভাবের দিক থেকে এঁরা কঠোর পরিশ্রমী। সৃজনশীল এবং শৈল্পিক কাজে তাঁদের আগ্রহ হয় প্রবল। নিজেকে প্রকাশ করার সহজাত গুণ তাঁদের মধ্যে বর্তমান। শুধু তা-ই নয়, তুড়ি মেরে যে কোনও সমস্যার সমাধান করতে পটু তাঁরা। সহজেই সব কিছুর সমাধান তাঁদের কাছে পাওয়া যায়। নিজের লক্ষ্য পূরণ করার জন্য সদাপ্রস্তুত তাঁরা।
advertisement
5/6
কাজের ক্ষেত্র: ইউএক্স ডিজাইনার, আর্ট থেরাপিস্ট, ফ্যাশন ডিজাইনার, গ্রাফিক নভেল লেখক, মিউজিয়াম, একজিবিশন ডিজাইনার, মেকআপ আর্টিস্ট, ক্রিয়েটিভ রাইটার, আর্ট ডিরেক্টর, ম্যানেজমেন্ট কনসালট্যান্ট, ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যাশিওরেন্স স্পেশালিস্ট, ফরেন্সিক স্পেশালিস্ট, সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার, পেটেন্ট অ্যাটর্নি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল রাইটার।
advertisement
6/6
দুর্বলতা- এঁদের মধ্যে কিছু নেতিবাচক গুণও বর্তমান। আর সেটাই তাঁদের দুর্বলতা। আসলে তাঁরা সহজে পরিবর্তন গ্রহণ করতে পারেন না। তাঁরা জেদী এবং একগুঁয়ে প্রকৃতির। অনেক সময় কোনও কিছু না ভেবেই তাঁরা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে থাকেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Name Starts with S: নামের শুরুতেই S অক্ষর রয়েছে? তাহলে দেখে নিন আপনার ব্যক্তিত্বের গোপন দিকটা ঠিক কেমন