TRENDING:

Murshidabad Economy: নবাবী আমলের সম্পদ! মুর্শিদাবাদের অর্থনীতির তিন স্তম্ভ, যে সম্পদ আজও বহন করে চলেছে এই জেলা

Last Updated:
Murshidabad Tourism: শীতের সময় মুর্শিদাবাদ তো ঘুরতে যান অনেকেই। কিন্তু অনেকেই জানেন না এই জেলার প্রধান অর্থনীতি কি সম্পদ। আজকে জানুন নবাবী আমলের কি ছিল অর্থনীতি সম্পদ
advertisement
1/7
নবাবী আমলের সম্পদ! মুর্শিদাবাদের অর্থনীতির তিন স্তম্ভ, যে সম্পদ আজও বহন করে চলেছে এই জেলা
শীতের সময় মুর্শিদাবাদ তো ঘুরতে যান অনেকেই। কিন্তু অনেকেই জানেন না এই জেলার প্রধান অর্থনীতি কি সম্পদ। আজকে জানুন নবাবী আমলের কি ছিল অর্থনীতি সম্পদ। যা আজও বহন করে চলেছে।
advertisement
2/7
কৃষিকাজের পাশাপাশি নবাব আমলে উত্থান হওয়া মুর্শিদাবাদের অন্যতম আকর্ষণ এখানকার সিল্ক বা রেশমের বুনন। মুর্শিদাবাদের সিল্কের শাড়ি জগৎবিখ্যাত। এই জেলার অর্থনীতির অনেকটাই নির্ভর করে রয়েছে এই সিল্ক ইন্ডাস্ট্রির উপরেই।
advertisement
3/7
এছাড়াও ফলের রাজা আমের ফলনের জন্যও বিখ্যাত মুর্শিদাবাদ জেলা। এখান থেকে সেরা গুণমানের আম বিদেশের বাজারেই রপ্তানী করা হয়। ১৭০৪ সালে নবাব মুর্শিদকুলি জাফর খাঁ বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন।
advertisement
4/7
এর পরবর্তী সময়ে নবাবদের উৎসাহেই মুর্শিদাবাদ জুড়ে অসংখ্য আম ফাছ রোপণ করা হয়। তৈরি হয় বিভিন্ন আম বাগান। মুর্শিদাবাদের কোহিতুর আম বিশ্বজুড়ে সমাদৃত হয়। এছাড়াও মুর্শিদাবাদের অর্থনীতিতে জড়িয়ে রয়েছে বিড়ি শিল্পও।
advertisement
5/7
বাংলার ইতিহাসে মুর্শিদাবাদের গুরুত্ব অপরিসীম। একসময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনিক কার্যালয় ছিল মুর্শিদাবাদ। তার আগে বাংলার নবাবদের অন্যতম পছন্দের জায়গা ছিল মুর্শিদাবাদ। আর সেই কারণেই তৎকালীন এই শহর গড়ে তোলা হয়েছিল নবাবি আদব-কায়দায়।
advertisement
6/7
আজও মুর্শিদাবাদ জেলায় সেইসব নিদর্শন দেখা যায়। ইতিহাসের গন্ধ লেগে রয়েছে মুর্শিদাবাদের অলিতেগলিতে। নবাব আমলে ফুলেফেঁপে ওঠা মুর্শিদাবাদ তাই পর্যটনের জন্য অন্যতম উল্লেখযোগ্য স্থান। মুর্শিদাবাদ জেলার সিল্কের শাড়ি বিশেষ করে বালুচরি শাড়ির কথা না বললেই নয়।
advertisement
7/7
মুর্শিদাবাদ জেলার বালুচর এলাকায় তৈরি হয় এই দুর্দান্ত শাড়ি। ডিজাইন এবং রঙ সবেতেই নজরকাড়া বালুচরি শাড়ির চাহিদা সর্বত্র। আর রয়েছে রেশম সুতো দিয়ে তৈরি শাড়ি। এই জেলার রেশম শিল্পও বিশ্ববিখ্যাত। মুর্শিদাবাদ বেড়াতে গেলে তাই সংগ্রহে একটা সিল্কের শাড়ি অন্তত নিয়ে ফেরেন অনেকেই। এছাড়াও শোলার কাজ এবং পিতলের কাজের জন্যও বাংলার এই জেলা বেশ বিখ্যাত।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Murshidabad Economy: নবাবী আমলের সম্পদ! মুর্শিদাবাদের অর্থনীতির তিন স্তম্ভ, যে সম্পদ আজও বহন করে চলেছে এই জেলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল