মায়ের কানের দুল রাখা আছে এই খানে, সন্তানের মঙ্গলে পৃথিবীর শ্রেষ্ঠ অলঙ্কার
Last Updated:
advertisement
1/7

মায়ের দেওয়া পাঁচ অলঙ্কারের বিষয়ে আগেই আলোচনা হয়েছে বটে ৷ আলোচনা হয়েছে মায়ের দেওয়া বালাজোড়া প্রসঙ্গেও ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/7
মায়ের একটি অলঙ্কার বালাজোড়া ইতিমধ্যেই তাঁর সন্তানেরা পেয়েছেন, আজ মায়ের কানের দুল রয়েছে সন্তানের জন্য রাখা হয়েছে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/7
মা সবাইকেই বলতেন ভালকথা বলা খারাপ কথা বর্জন করা মায়ের জীবনের বেশির ভাগ জুড়েই আছে সন্তানের মঙ্গল কামনার বিশেষ মঙ্গলগাথা ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/7
কানের অলঙ্কার অর্থাৎ সুন্দর সুন্দর কথা শুনে জীবনের বিভিন্ন প্রান্তে সেই কথা অনুযায়ী কাজ করতে দুর্বলের সেবায় জীবন অতিবাহিত করার কথা মা সব সময়েই বলে গিয়েছেন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/7
মায়ের কথা সন্তানের প্রতি জীবনের চলার পথে এক নতুন করে বাঁচার রসদ জুগিয়ে চলেছে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
6/7
সংঘবদ্ধ জীবনের মাঝে শিক্ষার প্রগতির সঙ্গে জীবন জয়গাথার অন্য নামে পরিণত হয়েছে ৷ মায়ের অলঙ্কারেই সন্তানের জীবনের হয়ে ওঠে সর্বাঙ্গীন সুন্দর ৷ জীবনের প্রতিটি ক্ষেত্রেই মায়ের সঙ্গে সন্তানের এক নিবিড় সম্পর্কেই আদর্শ জীবন গড়ে ওঠে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
7/7
এখন শুধু সময় মায়ের কানের দুল খুঁজে নেওয়ার ৷ এই দুল আছে প্রতিটি ঘরে ঘরে শুধু ভাল শুনতে আর শোনাতে অভ্যাস করুন তবেই অতি সহজেই মিলবে মায়ের কানের দুল ৷ ছবি সংগৃহীত ৷