TRENDING:

Mother: বলুন তো বিশ্বের সবথেকে 'বেশি' বয়সি মা কে? আছেন এই ভারতেই...! কত বয়সে জন্ম দিলেন যমজ কন্যার? চমকে যাবেন উত্তর শুনলে!

Last Updated:
Mother: আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মা কে? কোন বয়সে এসে সুস্থ সন্তানের জন্ম দিয়ে গোটা বিশ্বে হইচই ফেলে দিয়েছিলেন তিনি? একটি সন্তানের জন্ম দেননি, মা হয়েছেন দু-দুটি সন্তানের। ৭৪ বছর বয়সে সুস্থ যমজ দুই কন্যা সন্তানের জন্ম দিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন এই ভারতেরই এক নারী।
advertisement
1/14
বলুন তো বিশ্বের সবথেকে 'বেশি' বয়সি মা কে? আছেন এই ভারতেই...! কত বয়সে জন্ম দিলেন?
আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মা কে? কোন বয়সে এসে সুস্থ সন্তানের জন্ম দিয়ে গোটা বিশ্বে হইচই ফেলে দিয়েছিলেন তিনি? একটি সন্তানের জন্ম দেননি, মা হয়েছেন দু-দুটি সন্তানের। ৭৪ বছর বয়সে সুস্থ যমজ দুই কন্যা সন্তানের জন্ম দিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন এই ভারতেরই এক নারী।
advertisement
2/14
বিশ্বের সবচেয়ে বয়স্ক মা হন অন্ধ্র প্রদেশের আরামত্তি মাঙ্গায়াম্মা। তিনি ০৫ বছর আগে গুন্টুরে ৭৪ বছর বয়সে যমজ সন্তানের জন্ম দেন। আইভিএফ পদ্ধতিতে সন্তানের জন্ম দিয়েছেন আরামত্তি। এই বয়সে এভাবে সন্তান হওয়ার রেকর্ড গড়া নিঃসন্দেহে বিস্ময়কর। এটি সাধারণত বিশ্বাস করা হয় যে ৫০ বছর বয়সের পরে সন্তান প্রসব মহিলাদের জন্য খুবই কঠিন হয়ে পড়ে।
advertisement
3/14
২০১৯ সালে, আরামত্তি IVF এর মাধ্যমে গর্ভবতী হয়েছিলেন। এখন তিনি তাঁর বাচ্চাদের মানুষ করছেন। হিউম্যান ফার্টিলাইজেশন অ্যান্ড এমব্রায়োলজি অথরিটির পরিসংখ্যান অনুসারে, ডোনারের 'এগস' ব্যবহার করে ইন ভিট্রো ফার্টিলাইজেশনের মাধ্যমে ৫০ বছরের বেশি বয়সি মহিলাদের দ্বারা প্রতি বছর ২০টিরও বেশি শিশু জন্মগ্রহণ করে।
advertisement
4/14
এর আগে 'সবচেয়ে' বেশি বয়সে মা হওয়ার রেকর্ড ছিল দলজিন্দর কাউরের নামে:যমজ কন্যা সন্তানের জন্ম দেন দলজিন্দর কাউর। যখন তিনি যমজ কন্যা সন্তানের জন্ম দেন, তখন মহিলারা কোন বয়সে সন্তান ধারণ করতে পারে তাই নিয়ে গোটা দুনিয়ায় বিতর্কের ঝড় উঠেছিল।
advertisement
5/14
আরামত্তি মাঙ্গায়াম্মার আগে, সবচেয়ে বয়স্ক জীবিত মা হওয়ার রেকর্ডটি ছিল ভারতের অমৃতসরের দলজিন্দর কৌর গিলের নামে। ৭২ বছর বয়সে ইন-ভিট্রো ফার্টিলাইজেশনের মাধ্যমে একটি সন্তানের জন্ম দিয়েছিলেন কৌর।
advertisement
6/14
৫ সেপ্টেম্বর ২০১৯-এ ৭৩ বছর বয়সে যমজ কন্যা সন্তানের জন্ম দেন আরামত্তি। আসলে, আরামত্তি এবং তাঁর স্বামী দীর্ঘদিন ধরেই একটি সন্তান নেওয়ার চেষ্টা করছিলেন। পরে, যখন IVF প্রযুক্তি ভারতে চালু হয় তখন তাঁরা আশাবাদী হয়ে ওঠেন সন্তান ধারণদের বিষয়ে এবং এরপরেই সিদ্ধান্ত নেন এই পদ্ধতিতে সন্তান ধারণের।
advertisement
7/14
আইভিএফ কৌশলে, ডিম্বাণু অন্য মহিলার কাছ থেকে নেওয়া হয়েছিল:যেহেতু আরামত্তি বৃদ্ধ, তাঁর শরীর ডিম্বাণু তৈরিতে সক্ষম ছিল না, তাই এক দাতার কাছ থেকে ডিম্বাণু নেওয়া হয়েছিল। এরপর স্বামী সীতারাম রাজারাওয়ের কাছ থেকে শুক্রাণু সংগ্রহ করেন চিকিৎসকেরা। তবে আইভিএফ এর প্রথম চক্রেই গর্ভবতী হয়েছিলেন ওই মহিলা। সন্তানদেরও জন্মের সময় কোনও স্বাস্থ্যগত জটিলতা ছিল না। জন্মের সময় প্রতিটি শিশুর ওজন প্রায় ২ কেজি ছিল। মেয়েদের জন্মের মাত্র এক বছর পরে, সীতারাম ৮৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
advertisement
8/14
বিশ্ব রেকর্ড করা আরামত্তি পরে সাংবাদিকদের জানান, বিয়ের পর পর অনেক দিন সন্তান না হওয়ায় তিনি দুশ্চিন্তায় পড়তে শুরু করেন। তাঁদের দুজনেরই বাবা-মা হওয়ার প্রবল ইচ্ছে ছিল। সেই সময় তাঁরা জানতে পারেন তাঁদেরই এক প্রতিবেশী ৫০ বছর বয়সে IVF এর মাধ্যমে একটি সন্তানের জন্ম দিয়েছেন। এতেই উৎসাহ বাড়ে। যদিও প্রথমে অনেক ডাক্তারই হাল ছেড়ে দিয়েছিলেন এবং বলেছিলেন যে এই বয়সে সন্তান ধারণ করা ভয়ঙ্কর কঠিন হতে পারে।
advertisement
9/14
প্রসঙ্গত, এক বছর আগে উগান্ডায় ৭০ বছর বয়সি এক নারী এইভাবে মা হয়েছিলেন :মাত্র এক বছর আগে উগান্ডায় ৭০ বছর বয়সি এক নারী আইভিএফ চিকিৎসার পর যমজ সন্তানের জন্ম দেন। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তাঁর পরিবারে একটি ছেলে ও একটি মেয়ের জন্ম হয়। এই মহিলার নাম নমুকওয়েয়া।
advertisement
10/14
উল্লেখ্য, নামুকওয়ায়ার কাহিনী আরও অবাক করা। শোনা যায় তাঁর সঙ্গী তাঁকে ছেড়ে চলে যায় যখন সে জানতে পারে যে তাদের যমজ সন্তান হতে চলেছে। এমনকি সন্তান জন্ম দিতে হাসপাতালে ভর্তি হলে তার স্বামী তাকে দেখতেও যাননি। নামুকওয়ায়া আইভিএফ-এর মাধ্যমে দুবার সন্তানের জন্ম দিয়েছেন। 2020 সালে, তিনি একটি কন্যা সন্তানেরও জন্ম দেন।
advertisement
11/14
রাজস্থানের ভাতেরি দেবী সিং ৬৬ বছর বয়সে তিন সন্তানের জন্ম দেন।রাজস্থানের ভাতেরি দেবী সিং ২০১০ সালে ৬৬ বছর বয়সে তিন সন্তানের জন্ম দেন। এটি আইভিএফ চিকিত্সার মাধ্যমেও ঘটেছে। যদিও আইভিএফ-এর প্রথম দুটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল, তৃতীয়বার এটি সফল হয়।
advertisement
12/14
মুজাফফরনগরের ওমকারি পানওয়ার, যিনি ৭০ বছর বয়সে পুত্রের আকাঙ্ক্ষায় মা হয়েছিলেন, তিনি ভারতের আরও এক বৃদ্ধ মা, যিনি ২০০৮ সালে ৭০ বছর বয়সে যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন। পানওয়ার বলেন, যে কোনও মূল্যে তিনি একটি ছেলের মা হতে চেয়েছিলেন। তাঁর এবং তাঁর স্বামী চরণ সিং পানওয়ারের দুই প্রাপ্তবয়স্ক কন্যা সন্তান ছিল আগেই।
advertisement
13/14
কোন বয়সে মহিলাদের উর্বরতা হ্রাস পায়?সাধারণত ৪৫ থেকে ৫৫ বছর বয়সের মধ্যে মহিলাদের মেনোপজ হয়। এই সময়ে উর্বরতা কমে যায় কিন্তু ওষুধের অগ্রগতি তাদের অনেকের পক্ষেই সন্তান জন্ম দেওয়া সম্ভব করে তুলেছে।
advertisement
14/14
IVF কৌশল কী?IVF কৌশলের প্রক্রিয়া চলাকালীন, একজন মহিলার ডিম্বাশয় থেকে একটি ডিম্বাণু অপসারণ করা হয়। তারপর এটি পরীক্ষাগারে শুক্রাণু দিয়ে নিষিক্ত করা হয়। নিষিক্ত ডিম্বাণু, যাকে ভ্রূণ বলা হয়, বৃদ্ধি ও বিকাশের জন্য নারীর গর্ভে স্থাপন করা হয়। তারপর এই ভ্রূণটি মহিলার গর্ভে বিকশিত হতে শুরু করে এবং এটি একটি পরিপূর্ণ শিশুতে পরিণত হয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Mother: বলুন তো বিশ্বের সবথেকে 'বেশি' বয়সি মা কে? আছেন এই ভারতেই...! কত বয়সে জন্ম দিলেন যমজ কন্যার? চমকে যাবেন উত্তর শুনলে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল