One Year Old Treylin: এক বছরের বাচ্চার সারা গায়ে ট্যাটু! গা ভর্তি গয়না, Swag কাকে বলে দেখুন
- Published by:Suman Majumder
Last Updated:
Tattoo Baby : মাত্র এক বছর বয়স। এই বাচ্চার Swag দেখে আপনি অবাক হয়ে যাবেন।
advertisement
1/6

৬ মাস বয়স থেকেই তার সারা শরীরে ট্যাটু। ছেলেকে ছোট থেকেই স্টাইল আইকন তৈরি করতে চেয়েছিলেন মা শ্যামেকিয়া মরিস।
advertisement
2/6
এখন ট্রেলিন নামের এই বাচ্চাটির বয়স এক বছর। এখনও তার সারা শরীরে ট্যাটু। তবে সেই ট্যাটু আসল নয়, নকল। অনেকে অবশ্য ট্রেলিনের মায়ের সমালোচনা শুরু করেছেন।
advertisement
3/6
অনেকে বলছেন, বাচ্চাটিকে ঠকবাজের মতো দেখতে লাগছে। আর তার জন্য তার মা দায়ি। যদিও ট্রেলিন এখন থেকেই সোশ্যাল মিডিয়ায় সুপারহিট।
advertisement
4/6
ট্রেলিনের মা অবশ্য এক শো-তে এসে জানিয়েছেন, তাঁর ছেলেকে যেন কেউ বিচার না করে। কারণ বিচার করার জন্য সে এখনও অনেক ছোট। তাকে যেন সবাই ভালবাসে!
advertisement
5/6
ট্রেলিনের মা জানিয়েছেন, ৩০ সেকেন্ডের ভিডিও বা কোনও ছবি দেখে কাউকে বিচার করা যায় না। তাঁর বাচ্চাকে তিনি নিজের মতো করে সাজান। এতে কারও কোনও সমস্যা থাকার কথা নয়।
advertisement
6/6
সোস্যাল মিডিয়ায় এখনই তিন লাখ ফলোয়ার্স ট্রেলিনের। মায়ের সঙ্গে বাইরে বেরোলে তাঁকে দেখতে ভিড় হয়ে যায়। ট্রেলিন অবশ্য সবাইকে হাসিমুখে নিজের সঙ্গে ছবি তোলার সুযোগ দেয়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
One Year Old Treylin: এক বছরের বাচ্চার সারা গায়ে ট্যাটু! গা ভর্তি গয়না, Swag কাকে বলে দেখুন