TRENDING:

'রাজার ফোন Switched Off কেন...!' শাশুড়ি প্রশ্ন করেছিল সোনমকে, হাঁপাতে হাঁপাতে কী উত্তর দিয়েছিল পুত্রবধূ?

Last Updated:
Mother In Law Daughter In Law: সোনমের হাঁপিয়ে হাঁপিয়ে উত্তর দেওয়া শুনে শাশুড়ি উমা প্রশ্ন তোলেন, এমন একটা ট্রেকিংয়ের অভিযানের প্রয়োজনীয়তা কী। উত্তর কী বলেছিলেন পুত্রবধূ সোনম রঘুবংশী? চমকে যাবেন শুনলেই।
advertisement
1/10
'রাজার ফোন Switched Off কেন...!' শাশুড়ি প্রশ্ন করেছিল সোনমকে, হাঁপাতে হাঁপাতে কী উত্তর?
রাজা রঘুবংশীর হত্যাকাণ্ড মামলার তদন্তের পরতে পরতে প্রশ্ন। যার উত্তর মেলাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে পুলিশকেও। তবে এবার সোনমের গ্রেফতারির পর যেন পাজলের সব টুকরোগুলো আসতে আসতে এক যায়গায় আসছে।
advertisement
2/10
এক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছে অভিযুক্ত সোনম রাজবংশী ও তাঁর শাশুড়ির মধ্যে একটি অডিও কল। সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যাওয়া এই অডিও কল থেকে বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে যা চমকে দেওয়ার মতো।
advertisement
3/10
২৩শে মে নিখোঁজ হওয়ার আগে সোনমের তার শ্বশুরবাড়ির সঙ্গে শেষবারের মতো যে কথোপকথন হয় তার অডিও কলটি প্রকাশ্যে এসেছে। বস্তুত এই কলটির পরেই পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করে। যার পরে গত ২রা জুন রাজার মৃতদেহ উদ্ধার হয় এবং গতকাল ৯ই জুন ভোররাতে সোনমকে গ্রেফতার করা হয়।
advertisement
4/10
রাজার মা উমা রঘুবংশীর কাছ থেকে আসা এই কলটিতে তিনি সোনমকে জিজ্ঞাসা করেন তাঁর ছেলের মোবাইল ফোন কেন বন্ধ করা আছে? যার উত্তরে সোনম বলেন তাঁরা একটি উঁচু পাহাড়ে চড়ছেন এবং গন্তব্যে পৌঁছনোর পরেই তারা আবার ফোন করবেন।
advertisement
5/10
সোনমের হাঁপিয়ে হাঁপিয়ে উত্তর দেওয়া শুনে শাশুড়ি উমা প্রশ্ন তোলেন, এমন একটা ট্রেকিংয়ের অভিযানের প্রয়োজনীয়তা কী। উত্তর কী বলেছিলেন পুত্রবধূ সোনম রঘুবংশী? চমকে যাবেন শুনলেই।
advertisement
6/10
শাশুড়ির প্রশ্নের জবাবে সোনম বলেন, "পাহাড়গুলো অসাধারণ সুন্দর। চারিদিকে দুর্দান্ত সিনিক বিউটি যা কল্পনাতীত।" এমনভাবে সোনম কথা বলেন যে শুনে মনে হয় একেবারেই আর পাঁচদিনের মতো স্বাভাবিক কথোপকথন।
advertisement
7/10
'তুমি ওখানে কেন গিয়েছ' রাজার মা প্রশ্ন করেছিলেন সোনমকে। ফোনে সোনমের উপোসের কথাও তুলে ধরেন উমাদেবী এবং জিজ্ঞাসা করেন যে সোনম এখনও উপবাস করছে কিনা? উত্তরে সোনম বলে সে উপোস রেখেছেন এবং যাত্রাপথে খাবেন না। উমা আবার মায়ের মতোই পুত্রবধূকে উপোসের সময় খাওয়া যায় এমন কিছু খাবার খাওয়ার পরামর্শ দেন। জবাবে সোনম বলেন যে তারা ট্রেকিং করছেন এবং জঙ্গলের পথে সেভাবে কিছু খাওয়ার সুযোগ পাবেন না।"
advertisement
8/10
শাশুড়ি-বউ দুজনের কথা থেকে আঁচও পাওয়া যায়নি কী ভয়াবহ ষড়যন্ত্র করে চলছিল সোনম। ২৯ বছর বয়সি রাজা রঘুবংশীর মৃত্যুর পর কিন্তু মেঘালয় পুলিশ জানিয়ে দিয়েছে যে সোনমই এই হত্যা মামলার প্রধান অভিযুক্ত। তিনিই মেঘালয়ে মধুচন্দ্রিমা কাটানোর সময় তাঁর স্বামীকে হত্যা করার জন্য তিন আততায়ীকে ভাড়া করেছিলেন।
advertisement
9/10
৯ জুন ভোরে উত্তর প্রদেশের গাজীপুরে 'আন্ডারগ্রাউন্ডে' যাওয়ার এবং ফের প্রকাশ্যে হাজির হওয়ার আগে, রাজার পরিবারের সদস্যদের সঙ্গে সোনমের এটিই ছিল শেষ কথোপকথন এমনটাই মনে করা হচ্ছে। বলে মনে করা হচ্ছে, যার পরে তাকে হেফাজতে নেওয়া হয়েছিল।
advertisement
10/10
গোটা দেশকে নাড়িয়ে দেওয়া মধুচন্দ্রিমায় গিয়ে ভয়াবহ এই খুনের মামলায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে রয়েছে সোনমের 'লাভার' রাজ কুশওয়াহা ছাড়াও বিশাল চৌহান, আকাশ রাজপুত আনন্দ সাগর নামের তিন যুবক।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
'রাজার ফোন Switched Off কেন...!' শাশুড়ি প্রশ্ন করেছিল সোনমকে, হাঁপাতে হাঁপাতে কী উত্তর দিয়েছিল পুত্রবধূ?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল