TRENDING:

Most Polluted Cities: বাংলা থেকেই তিনটি শহর! সবথেকে বেশি দূষিত শহরের তালিকায় আশঙ্কার সংকেত, কলকাতা কত নম্বরে বলুন তো!

Last Updated:
Most Polluted Cities: সূক্ষ্ম কণা (PM2.5) জটিলতম স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে। কখনও কখনও এমনকি রক্তপ্রবাহে প্রবেশ করতে পারে, যা একজন ব্যক্তির ফুসফুস এবং হার্টকে প্রভাবিত করে।
advertisement
1/8
বাংলারই তিনটি শহর! সবথেকে বেশি দূষিতের তালিকায় আশঙ্কা, কলকাতা কত নম্বরে বলুন তো!
ইন্দো-গাঙ্গেয় সমভূমির (আইজিপি) ২০ মিলিয়নেরও বেশি শহরের তালিকায় কলকাতা ২০২৪ সালের এপ্রিল মাসে PM2.5 ঘনত্বের ক্ষেত্রে ১২ নং স্থানে রয়েছে।
advertisement
2/8
আসানসোল রয়েছে দ্বিতীয় স্থানে এবং দুর্গাপুর রয়েছে চতুর্থ স্থানে। তালিকা প্রস্তুত করেছে সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার (সিআরইএ)।
advertisement
3/8
জনসংখ্যার সর্বাধিক ঘনত্বের নিরিখে আইজিপি বিশ্বের সবচেয়ে দূষিত অঞ্চল হিসাবে বিবেচিত হয়। তালিকার শীর্ষে রয়েছে পটনা, দিল্লি পঞ্চম স্থানে এবং বারাণসী সবচেয়ে পরিষ্কার শহর হিসাবে গণ্য করা হয়েছে।
advertisement
4/8
সূক্ষ্ম কণা (PM2.5) জটিলতম স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে। কখনও কখনও এমনকি রক্তপ্রবাহে প্রবেশ করতে পারে, যা একজন ব্যক্তির ফুসফুস এবং হার্টকে প্রভাবিত করে।
advertisement
5/8
২০২৪ সালের এপ্রিলে বায়ু মানের লক্ষণীয় উন্নতি হয়েছে। ৬৫টি শহর ‘ভাল’ ক্যাটাগরির মধ্যে পড়েছে, মার্চ থেকে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। ‘সন্তোষজনক’ ক্যাটাগরিতে শহরের সংখ্যা কমে হয়েছে ১৫০টি।
advertisement
6/8
‘মধ্যমান’ ক্যাটাগরির শহরের সংখ্যাও কমে ৩৩টি, কিন্তু ৬টি শহর-সহ ‘দরিদ্র’ শ্রেণীভুক্ত শহরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও, শুধুমাত্র একটি শহর ‘খুব খারাপ’ বিভাগের অধীনে ছিল, CREA-এর সুনীল দাহিয়া এমনটাই জানিয়েছেন।
advertisement
7/8
২০২৪ সালের মার্চ মাসে, ১৬৩টি শহর ‘সন্তুোষজনক’ বিভাগে পড়ে, যেখানে ৪৯টি শহর ‘মধ্যমান’ বিভাগে ছিল। ‘ভাল’র বিভাগে ৪৩টি শহর। ‘খারাপ’ এবং ‘খুব খারাপ’ হিসাবে শ্রেণীবদ্ধ হিসেবে ছিল একটি শহর।
advertisement
8/8
যদিও কলকাতার PM2.5 ঘনত্ব ৪১ µg/m3, আসানসোলে ৯২ এবং দুর্গাপুরে ৮৮ µg/m3 পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই তিন শহর।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Most Polluted Cities: বাংলা থেকেই তিনটি শহর! সবথেকে বেশি দূষিত শহরের তালিকায় আশঙ্কার সংকেত, কলকাতা কত নম্বরে বলুন তো!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল