Most Poisonous Animal: শরীরে ১ ফোঁটা বিষেই মৃত্যু নিশ্চিত! পৃথিবীর সবথেকে বিষাক্ত প্রাণীর নাম জানেন? কিং কোবরা নয় তবে নাম জানেন?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
গোটা পৃথিবীতে পরিচিত প্রজাতির জীবের সংখ্যা আনুমানিক মোট ১৫ লাখ , যার মধ্যে ১০ লক্ষ ৫০ হাজার প্রজাতির কীটপতঙ্গ। এদের মধ্যে কিছু প্রাণী আছে, যারা অন্য প্রাণীর সহজ শিকার, আবার কিছু প্রাণী আছে যারা অন্যের প্রাণ কেড়ে নিতে পারদর্শী।
advertisement
1/6

গোটা পৃথিবীতে পরিচিত প্রজাতির জীবের সংখ্যা আনুমানিক মোট ১৫ লাখ , যার মধ্যে ১০ লক্ষ ৫০ হাজার প্রজাতির কীটপতঙ্গ। এদের মধ্যে কিছু প্রাণী আছে, যারা অন্য প্রাণীর সহজ শিকার, আবার কিছু প্রাণী আছে যারা অন্যের প্রাণ কেড়ে নিতে পারদর্শী। তাদের কেউ শিকার করে আবার কারোর ১ ফোঁটা বিষেই মৃত্যু৷ (প্রতীকী ছবি)
advertisement
2/6
সবচেয়ে বিষাক্ত প্রাণীর কথা বললে সাপের নামই প্রথমে আসে। এদের মধ্যে কিং কোবরাকে সবচেয়ে বেশি বিপজ্জনক বলে মনে করা হয়। মনে করা হয় কিং কোবরা কামড়ালে সময়মতো চিকিৎসা না হলে তাহলে ৩০ মিনিটের মধ্যে তার মৃত্যু নিশ্চিত। (প্রতীকী ছবি)
advertisement
3/6
কিন্তু জানলে অবাক হবেন যে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণী কিং কোবরা নয়। পৃথিবীতে এমন একটি প্রাণী আছে তার এক ফোঁটা বিষ কয়েক মিনিটের মধ্যে যে কোনও মানুষকে মেরে ফেলতে পারে। (প্রতীকী ছবি)
advertisement
4/6
আপনি হয়ত ভাবছেন, এটা কী ধরনের প্রাণী? এই প্রাণীটির নাম কনাস জিওগ্রাফাস নামের একটি শামুক। সমুদ্রে পাওয়া এই প্রাণীটিকে। (প্রতীকী ছবি)
advertisement
5/6
বিশেষজ্ঞরা বলছেন যে ইন্দো-প্যাসিফিক অঞ্চল অর্থাৎ ভারতমহাসাগর এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলে পাথরে পাওয়া এই শামুকটি তার শিকারকে হত্যা করার জন্য যে পরিমাণ বিষের প্রয়োজন তার দশ ভাগের এক ভাগ দিয়েই শিকারকে মেরে ফেলে। (প্রতীকী ছবি)
advertisement
6/6
ই বিষের অ্যান্টিডোট আজ পর্যন্ত আবিষ্কৃত হয়নি। কোনও ব্যক্তির শরীরে এই বিষ ঢুকলে তার পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। কিন্তু, এগুলি সমুদ্রের গভীরে পাওয়া যায়, যার কারণে এগুলি মানুষের জন্য বিপজ্জনক নয়। তা সত্ত্বেও বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছিল এই শামুকের বিষে। দেখা গিয়েছে তাঁরা প্রত্যেকেই ডুবুরি ছিলেন। (প্রতীকী ছবি)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Most Poisonous Animal: শরীরে ১ ফোঁটা বিষেই মৃত্যু নিশ্চিত! পৃথিবীর সবথেকে বিষাক্ত প্রাণীর নাম জানেন? কিং কোবরা নয় তবে নাম জানেন?