TRENDING:

Most Haunted In India: একরাতে 'গায়েব' গ্রামের সব মানুষ, এখন সেখানে শুধুই 'আত্মা'... ভারতেই রয়েছে এই 'ভয়ঙ্কর ভূতুড়ে' গ্রাম, কোথায় বলুন তো? পড়ুন

Last Updated:
রাজস্থানের ১৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে রয়েছে এমন এক গ্রাম, যা প্যারানর্মালবিদ-দের মতে ভারতের সবথেকে ভয়াবহ ভূতুড়ে গ্রাম। বলা হয়, রাতারাতি গায়েব হয়ে যায় একটা গোটা গ্রাম। স্থানিয়দের মতে, বর্তমানে সেই পরিত্যক্ত গ্রামে ঘুরে বেড়ায় অশরীরী আত্মারা
advertisement
1/7
দিনে-রাতে অশরীরী-দের হাহাকার...বলুন তো ভারতের সবথেকে 'ভূতুড়ে' জায়গা কোনটি?
রাজস্থানের ১৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে রয়েছে এমন এক গ্রাম, যা প্যারানর্মালবিদ-দের মতে ভারতের সবথেকে ভয়াবহ ভূতুড়ে গ্রাম। বলা হয়, রাতারাতি গায়েব হয়ে যায় একটা গোটা গ্রাম। স্থানিয়দের মতে, বর্তমানে সেই পরিত্যক্ত গ্রামে ঘুরে বেড়ায় অশরীরী আত্মারা
advertisement
2/7
ভারতের সবথেকে ভয়ঙ্কর ভূতুড়ে গ্রাম কুলধারা। এক সময়ে এই গ্রামে থাকতেন রাজস্থানের পালিওয়াল ব্রাহ্মণরা। ইতিহাস মতে, উনিশ শতকের গোড়ার দিক থেকে গ্রামটি পরিত্যক্ত। স্থানীয়দের কথায়, সেই থেকেই এই গ্রামে আত্মারা ঘুরে বেড়ায়।
advertisement
3/7
প্রচলিত কাহিনি অনুযায়ী, কুলধারার পালিওয়াল ব্রাহ্মণেরা উনিশ শতকের গোড়ায় শাসক সেলিম সিংহের অত্যাচারে গ্রাম ছেড়ে চলে যান। অভিযোগ, গ্রামের প্রধানের কন্যার উপর সেলিমের কুনজর পড়েছিল। তিনি জোর করে ওই তরুণীকে বিয়ে করতে চেয়েছিলেন। হুঁশিয়ারি দিয়েছিলেন, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রধানের কন্যাকে তাঁর হাতে তুলে দিতে হবে। না হলে, গ্রামে চলবে অবাধে লুঠপাট, অত্যাচার।
advertisement
4/7
সেলিমের এই ঘোষণার পর একজোট হয় কুলধারা গ্রামের ৮৫টি পালিওয়াল ব্রাহ্মণ পরিবার। তাঁরা কিছুতেই প্রধানের মেয়েকে সেলিমের হাতে তুলে দিতে রাজি হননি! কিন্তু সেলিমের অত্যাচারের হাত থেকে বাঁচবেন কী করে? কাজেই, এক রাতের মধ্যে প্রধানের কন্যাকে নিয়ে অত্যাচারী শাসক সেলিমকে বোকা বানিয়ে গ্রাম ছেড়ে চলে যান।
advertisement
5/7
একরাতে কার্যত উধাও হয়ে গিয়েছিল গোটা গ্রাম। এত মানুষ রাতারাতি কোথায় গেলেন? তার খোঁজ আর পায়নি ইতিহাস।
advertisement
6/7
কথিত আছে, গ্রাম ছেড়ে যাওয়ার আগে অত্যাচারী সেলিম এবং গোটা গ্রামের উপরেই অভিশাপ দিয়ে যান গ্রামবাসীরা। তাঁদের অভিশাপের কারণে সেই গ্রামে আর কেউ কখনও থাকতে পারেনি। সেই থেকেই কুলধারা ভূতুড়ে গ্রাম।
advertisement
7/7
স্থানীয়দের মতে, সেই থেকে কুলধারায় আর নতুন করে বসবাস স্থাপন করা যায়নি। যদিও বা কেউ থাকার চেষ্টা করেছেন, তাঁরা নাকি ভূতের কবলে পড়েছেন। ওই পরিত্যক্ত গ্রামে রাত কাটাতে গেলেই নাকি অদ্ভুত এবং অশরীরী উপস্থিতি টের পাওয়া যায়। স্থানীয়দের বিশ্বাস, আজও যেন কুলধারায় পালিওয়ালরাই বাস করেন, বসতভিটের মায়া ছাড়তে পারেননি তাঁরা।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Most Haunted In India: একরাতে 'গায়েব' গ্রামের সব মানুষ, এখন সেখানে শুধুই 'আত্মা'... ভারতেই রয়েছে এই 'ভয়ঙ্কর ভূতুড়ে' গ্রাম, কোথায় বলুন তো? পড়ুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল