Most Handsome Men 2024: বিশ্বের সেরা আকর্ষণীয় পুরুষ কারা? তালিকায় এল ১০ নাম, চোখ সরানো দায়! হৃত্বিক কত নম্বর?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Most Handsome Men 2024: সম্প্রতি তালিকা প্রকাশ হয়েছে বিশ্বের সেরা ১০ হ্যান্ডসাম পুরুষের। দেখে নিন তালিকায় আপনার পছন্দের ব্যক্তি আছেন কি না।
advertisement
1/11

সৌন্দর্যের কোনও সংজ্ঞা হয় না। যিনি দেখছেন তাঁর চোখে যা সুন্দর সেটাই তাঁর কাছে সৌন্দর্য। তবে বিশ্বে একাধিক মানুষের পছন্দের উপর সমীক্ষা চালিয়ে ও জনপ্রিয়তার নিরিখে কিছু জিনিস নির্ধারণ করা হয়। তেমনই সম্প্রতি তালিকা প্রকাশ হয়েছে বিশ্বের সেরা ১০ হ্যান্ডসাম পুরুষের। দেখে নিন তালিকায় আপনার পছন্দের ব্যক্তি আছেন কি না।
advertisement
2/11
সবচেয়ে আকর্ষণীয় পুরুষের তালিকায় প্রথমেই রয়েছেন কিম তেইহিউং। বিটিএস- এর অন্যতম সদস্য। ব্যান্ডে পারফর্ম করার পাশাপাশি নিজে গান লেখেন, কম্পোজ করেন এবং গান। গত ডিসেম্বরে সেনাবাহিনীতে যোগদানের আগে ভি ' লেওভার ' নামে একটি অ্যালবাম প্রকাশ করেন, যা শ্রোতামহলে সমাদৃত হয়। জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীতে সম্প্রতি তিনি অ্যান্টি - টেরোরিজম ইউনিটে প্রশিক্ষণ নিচ্ছেন।
advertisement
3/11
ডেভিড বেকহ্যাম ইংল্যান্ডের প্রাক্তন ফুটবল তারকা। একাধিক জেনারেশন ধরে তাঁর রূপের ভক্ত মানুষ। ভোটিংয়ে ২ নম্বরে রয়েছেন ডেভিড বেকহ্যাম।
advertisement
4/11
রায়ান রেনল্ড হয়েছেন তৃতীয় বাছাই। একজন অভিনেতা, প্রযোজক ও ব্যবসায়ী রায়ান। ডেডপুল-এ ওয়েড উইলিয়মসনের চরিত্রে নজর কেড়েছিলেন রায়ান।
advertisement
5/11
হেনরি কাভিল, সুপারম্যান। ২০১৩ সালে ম্যান অফ স্টিল করে নজর কেড়েছিলেন এই অভিনেতা। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন তিনি।
advertisement
6/11
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হৃত্বিক রোশন। এক রাতে সুপারস্টার হয়েছেন তিনি কহো না প্যায়ার হ্যায় ছবির পর। বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় পুরুষের তালিকায় ৫ম হৃত্বিক।
advertisement
7/11
এরপর রয়েছেন ক্রিস হেমসওয়ার্থ, শক্তিশালী অ্যাভেঞ্জার থর অভিনেতা ক্রিস।
advertisement
8/11
এক সময় ছিলেন বিশ্বের সবচেয়ে সুপুরুষ। এখন তালিকায় সপ্তম। ৬১ বছরের জর্জ ক্লুনি প্রজন্মের পর প্রজন্ম আকর্ষণীয় পুরুষের তালিকায় রয়েছেন।
advertisement
9/11
ব্র্যাড পিটকে কীভাবে ভুলবেন? মোস্ট হ্যান্ডসাম পুরুষদের তালিকায় ব্র্যাড রয়েছেন অষ্টম স্থানে।
advertisement
10/11
রায়ান গলসিং, লম্বা ও পেশিবহুল চেহারার অভিনেতা। ছবি ও টেলিভিশন দুই জায়গায় অভিনয় করে সেরা আকর্ষণীয় পুরুষদের তালিকায় নবম তিনি।
advertisement
11/11
টম ক্রুজের নাম না থাকলে এই তালিকা ভুল হত। বিশ্বের অন্যতম সেরা অভিনেতা। আকর্ষণীয় পুরুষদের তালিকায় ২০২৪ সালে তিনি দশম স্থানে রয়েছেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Most Handsome Men 2024: বিশ্বের সেরা আকর্ষণীয় পুরুষ কারা? তালিকায় এল ১০ নাম, চোখ সরানো দায়! হৃত্বিক কত নম্বর?