TRENDING:

পৃথিবীর সব থেকে দামী সাপ! মাথাটা হিরের মতো, রহস্যে ঘেরা এই সাপের জীবন

Last Updated:
Green tree python: এটাই দুনিয়ার সব থেকে দামি সাপ। দেখা যায় মাত্র কয়েকটি দেশে।
advertisement
1/8
পৃথিবীর সব থেকে দামী সাপ! মাথাটা হিরের মতো, রহস্যে ঘেরা এই সাপের জীবন
বিশ্বের সবচেয়ে দামি সাপ। কয়েক কোটি টাকায় বিক্রি হয় এই সাপ। কেন এত দাম এই সাপের!
advertisement
2/8
এই সাপের নাম গ্রিন টি পাইথন। এই সাপের রঙ একেবারে সবুজ। গাছপালার সঙ্গে মিশে থাকলে তাই এই সাপের অস্তিত্ব টের পাওয়া মুশকিল।
advertisement
3/8
The Richest.com এর মতে, এই সাপের দৈর্ঘ্য প্রায় ২ মিটার পর্যন্ত হয়। গ্রিন ট্রি পাইথনের ওজন প্রায় দেড় কেজি বা দুই কেজি পর্যন্ত হতে পারে।
advertisement
4/8
এদের সাধারণত ইন্দোনেশিয়া, নিউ গিনি এবং অস্ট্রেলিয়ার দ্বীপপুঞ্জে দেখা যায়। এই অজগর সবচেয়ে জনপ্রিয় প্রাণীদের মধ্যে একটি।
advertisement
5/8
গ্রিন ট্রি পাইথনের দাম আন্তর্জাতিক মার্কেটে প্রায় ৩ কোটি টাকা। সৌন্দর্যের জন্যই এই সাপের এত দাম।
advertisement
6/8
গ্রিন ট্রি পাইথনের শরীরে সবুজ রঙের সঙ্গে সাদা ছোপ ছোপ দাগ দেখা যায়। হিরের আকৃতির মাথা হয় এদের। এই সাপ পোকামাকড় এবং মাকড়সা খায়।
advertisement
7/8
নীল রঙের পাইথনও দেখা যায়। তবে এরা বিরল প্রজাতির।
advertisement
8/8
সবুজ রঙের হওয়ায় এই সাপ গাছ-গাছালিতে মিশে থাকে। ফলে এদের জীবন-যাপনের অনেকটাই রহস্যে মোড়া।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
পৃথিবীর সব থেকে দামী সাপ! মাথাটা হিরের মতো, রহস্যে ঘেরা এই সাপের জীবন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল