Most Expensive Chocolate of India: বলুন তো ভারতের সবচেয়ে দামি চকোলেট কী? দাম শুনলে চোখ কপালে উঠবে!
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Most Expensive Chocolate of India: কম থেকে বেশি সব দামেই পাওয়া যায় চকোলেট। কিন্তু আমাদের অনেকেরই জানা নেই ভারতের সবচেয়ে দামি চকোলেটের দাম কত। চলুন জেনে নেওয়া যাক-
advertisement
1/6

বড় থেকে ছোট সকলেরই চকোলেট খুব পচ্ছন্দের। যে কোনও শুভ অনুষ্ঠানে এখন মিষ্টিমুখ করা হয় চকোলেট দিয়ে।
advertisement
2/6
কম থেকে বেশি সব দামেই পাওয়া যায় চকোলেট। কিন্তু আমাদের অনেকেরই জানা নেই ভারতের সবচেয়ে দামি চকোলেটের দাম কত। চলুন জেনে নেওয়া যাক-
advertisement
3/6
ITC-এর চকলেট ব্র্যান্ড Fabelle Exquisite Chocolates ২০১৯ সালে গিনিস বুক অফ রেকর্ডে নাম উঠায় বিশ্বের সবচেয়ে দামি চকোলেট হিসেবে।
advertisement
4/6
আইটিসি তার সীমিত সংস্করণ পরিসরের চকলেট ‘ট্রিনিটি-ট্রাফলস এক্সট্রাঅর্ডিন্যায়ার’ লঞ্চ করেছিল, যা সারা বিশ্বের সবচেয়ে বিদেশী উপাদান ব্যবহার করে তৈরি করা হয়েছে।
advertisement
5/6
সীমিত সংস্করণের একটি কাঠের বাক্সে ১৫টি চকোলেট ছিল। প্রতিটির ওজন ১৫ গ্রাম। এই চকোলেটটি একটি সীমিত সংস্করণ ছিল তবে, তা আর বাজারে পাওয়া যায় না।
advertisement
6/6
১৫টি চকলেটের অর্ডার-বাক্সের দাম আসে Rs. ১ লক্ষ (ট্যাক্স সহ।) এবং ভারতীয় টাকায় ৪.৩ লক্ষ প্রতি কেজিতে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Most Expensive Chocolate of India: বলুন তো ভারতের সবচেয়ে দামি চকোলেট কী? দাম শুনলে চোখ কপালে উঠবে!