TRENDING:

Money: ভারতীয় নোটে মোট 'কতগুলি' ভাষা আছে বলুন তো...? উত্তর শুনলে চমকে যাবেন, গ্যারান্টি!

Last Updated:
Money: বলুন তো ভারতীয় টাকার নোটে মোট 'কতগুলি' ভাষা আছে? কী দিয়ে তৈরি হয় টাকা? চমকে যাবেন 'সত্যি' শুনলে! এরকম ১০টি প্রশ্নের উত্তর জেনে নিন ঝটপট।
advertisement
1/9
ভারতীয় নোটে মোট 'কতগুলি' ভাষা আছে বলুন তো...? উত্তর শুনলে চমকে যাবেন, গ্যারান্টি
সাধারণ জ্ঞান এমন একটি বিষয় যা আমাদের আশেপাশের এমন বহু কিছু নিয়ে নানা তথ্য দেয় যা শুনলে আমরা অবাক হয়ে যায়। কারণ জ্ঞান-বিজ্ঞান থেকে শুরু করে সাধারণ জীবন যাপনের সঙ্গে জড়িত অনেক কিছুই আমাদের অজানা। সাধারণ জ্ঞান সেইসব তথ্যই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।
advertisement
2/9
সরকারি চাকরির পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ এই সাধারণ জ্ঞান। প্রার্থীরা লিখিত পরীক্ষা থেকে ইন্টারভিউ পর্যন্ত এই প্রশ্নের সম্মুখীন হয় প্রতি ধাপে ধাপে। সাধারণ জ্ঞানের ভাল প্রস্তুতি চাকরির পথকে আরও সহজ করে দিতে পারে।
advertisement
3/9
সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তরগুলি একবার ভালভাবে মনে রাখলে, এগুলি স্কুল-কলেজ স্তরের পরীক্ষা থেকে শুরু করে চাকরি, সবক্ষেত্রেই সর্বদা প্রয়োজনও হতে পারে। এগুলি সাধারণত পরিবর্তিত হয় না। তাই সাধারণ জ্ঞানের উপর সবারই গুরুত্ব দেওয়া জরুরি।
advertisement
4/9
আজ এই প্রতিবেদনে আমরা আপনার জন্য ভারতীয় মুদ্রা সম্পর্কিত শীর্ষ ১০টি সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এসেছি যা জানা খুবই জরুরি। এগুলি প্রতিযোগিতামূলক পরীক্ষা বা ইন্টারভিউতে কার্যকরী হতে পারে।
advertisement
5/9
প্রশ্ন: ভারতীয় মুদ্রার জন্য প্রতীক (₹) ঠিক কবে ও কোন সালে গৃহীত হয়েছিল?উত্তর- ১৫ জুলাই ২০১০। প্রশ্ন: ভারতীয় মুদ্রার প্রতীকটি (₹) কে ডিজাইন করেছেন? উত্তর- ডি. উদয় কুমার
advertisement
6/9
প্রশ্ন- কে প্রথম এক টাকার নোট জারি করেছিলেন?উত্তর- অর্থ মন্ত্রণালয় প্রশ্ন: ভারতে অর্থ সরবরাহ কার দ্বারা নিয়ন্ত্রিত হয়? উত্তর- ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক
advertisement
7/9
প্রশ্ন- এক টাকার নোটে কার স্বাক্ষর থাকে?উত্তর- এক টাকার নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। প্রশ্ন- কোন মাধ্যমে মুদ্রা জারি করা হয়? উত্তর- ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আইনের ৩৮ ধারা অনুযায়ী, মুদ্রাগুলি শুধুমাত্র ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের মাধ্যমে প্রচলনের জন্য জারি করা হয়।
advertisement
8/9
প্রশ্নঃ মুদ্রার কাগজ কী দিয়ে তৈরি হয়?উত্তর: বর্তমানে ভারতে ব্যাঙ্ক নোট ছাপানোর জন্য যে কাগজ ব্যবহার করা হয় তা ১০০% তুলা ব্যবহার করে তৈরি করা হয়। প্রশ্ন- মহাত্মা গান্ধি সিরিজের নোট কবে থেকে প্রচলিত হয়? উত্তর- ১৯৯০ সাল থেকে মহাত্মা গান্ধি সিরিজের নোটগুলি প্রচলিত হয়
advertisement
9/9
প্রশ্ন- ভারতীয় মুদ্রার প্রতিটি নোটে মোট কয়টি ভাষা আছে?উত্তর- ভারতীয় মুদ্রার নোটে মোট ১৫টি ভাষা রয়েছে। প্রশ্ন- পাঁচ টাকার নোট ছাপানো বন্ধ হয় কবে? উত্তর- ২০০৯ সালে
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Money: ভারতীয় নোটে মোট 'কতগুলি' ভাষা আছে বলুন তো...? উত্তর শুনলে চমকে যাবেন, গ্যারান্টি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল