Moment Before Death: মৃত্যুর ঠিক আগের মুহূর্তে একজন মানুষের কী অভিজ্ঞতা হয়? মানুষ কি আগে থেকেই আঁচ করতে পারে নিজের মৃত্যু? জানাচ্ছে গবেষণা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
মৃত্যুর ঠিক আগে 'ব্রেন অ্যাকটিভিটি' বা মস্তিষ্কের কার্যকলাপ অনেক বেড়ে যায়। এই সমস্ত কার্যকলাপ হয় মস্তিষ্কের সেই অংশে যে অংশে স্বপ্ন তৈরি হয়
advertisement
1/13

কথায় বলে,'জন্মিলে মরিতে হবে'! জীবনের সবথেকে বড় সত্য হল মৃত্যু। জন্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে মৃত্যু। সেই কোন যুগ থেকে মৃত্যুকে ঘিরে বহু রহস্য! মৃত্যু অনিবার্য এক পরিণতি যার সঠিক রূপ কারও জানা নেই!
advertisement
2/13
মৃত্যু ঠিক কেমন? মৃত্যুর পর আদৌ কি কোনও অস্তিত্ব থাকে ? এই সব প্রশ্নের উত্তর আছে, কিন্তু নিশ্চিত কোনও উত্তর নেই! সব উত্তরই ধোঁয়াশায় ভরা! কিন্তু মৃত্যুর ঠিক আগের সময়টা কেমন? সেই সময় কী দেখে একজন মানুষ? কেমন অভিজ্ঞতা হয়? মৃত্যুপথযাত্রী মানুষ কি নিজের মৃত্যু আঁচ করতে পারে? সম্প্রতি একটি গবেষণায় এই সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজেছেন বিজ্ঞানীরা
advertisement
3/13
মৃত্যুর ঠিক আগে একজন মানুষ ঠিক কী দেখেন? ব্রিটিশ কলোম্বিয়ার এক দল চিকিৎসক এই বিষষয়টি নিয়ে দীর্ঘ গবেষণা চালিয়েছেন! অবশেষে উত্তর আসে! চিকিৎসকদের দাবি, গবেষণায় দেখা গিয়েছে, মৃত্যুর ঠিক আগের মুহূর্তে একজন ব্যক্তির মস্তিষ্কে অতীতের সব স্মৃতি ছবির মতো ফিরে আসে।
advertisement
4/13
মৃত্যুর ঠিক আগে 'ব্রেন অ্যাকটিভিটি' বা মস্তিষ্কের কার্যকলাপ অনেক বেড়ে যায়। এই সমস্ত কার্যকলাপ হয় মস্তিষ্কের সেই অংশে যে অংশে স্বপ্ন তৈরি হয়।
advertisement
5/13
ভ্যাঙ্কুভার জেনারেল হাসপাতালে এক রোগীর চিকিৎসা চলাকালীন এই ব্যাপারে নিশ্চিত হন গবেষকরা। ওই রোগী মৃগী আক্রান্ত। তাঁর চিকিৎসার জন্য ইলেক্ট্রোএনসেফালোগ্রাফি নামে এক যন্ত্র ব্যবহার করা হয়েছিল। মস্তিষ্ক থেকে উৎপন্ন তড়িৎ সঙ্কেত ধরা পড়ে এই যন্ত্রে। কিন্তু ইলেক্ট্রোএনসেফালোগ্রাফি চলাকালীন আচমকাই ওই রোগী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। আর তার ফলেই মৃত্যুর সময় মস্তিষ্কে ঘটে চলা ঘটনাপ্রবাহ ধরা পড়ে যায় ইলেক্ট্রোএনসেফালোগ্রাফি যন্ত্রে।
advertisement
6/13
চিকিৎসকরা জানাচ্ছেন, এই সময়ে ধরা পড়া তরঙ্গ সঙ্কেত স্মৃতিচারণা করার সময়ে উপন্ন হওয়া তরঙ্গ সঙ্কেতের মতো।
advertisement
7/13
মস্তিষ্কের শেষ কাজটি হল মৃত্যুর মুহূর্তে জীবনের সব সুন্দর স্মৃতিগুলিকে এক লহমায় ফিরিয়ে দেওয়া।
advertisement
8/13
আরেকটি গবেষণায় বিজ্ঞানীরা এমন একদল মানুষের উপর সমীক্ষা চালান, যাঁরা খুব অল্প সময়ের জন্য মৃত্যুর অভিজ্ঞতা উপলব্ধি করেছেন অর্থাৎ মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে এসেছেন। সমীক্ষায় কী কী ফল সামনে আসে?
advertisement
9/13
সমীক্ষায় একজন বলেন, জীবনের অন্তিম মুহূর্তে তাঁর চোখের সামনে সব কিছু বর্ণহীন এবং কুয়াশাচ্ছন্ন হয়ে গিয়েছিল। ধীরে ধীরে চোখের সামনে নেমে আসে ঘন কালো অন্ধকার। এই উপলব্ধি মাত্র কয়েক সেকেন্ডের। এর পরই চিকিত্সকদের কথা শুনে তিনি বুঝতে পারেন, মৃত্যুর দোরগোড়া থেকে তিনি ফিরে এসেছেন।
advertisement
10/13
সমীক্ষায় এক মহিলা জানান, মৃত্যুর কোলে ঢলে পড়ার সঙ্গে সঙ্গে তিনি অত্যন্ত হাল্কা বোধ করতে শুরু করেন। অদ্ভুত এক আনন্দে মন ভরে ওঠে।
advertisement
11/13
আমেরিকার এক প্রৌঢ় জানিয়েছেন, মৃত্যুর পর এক আলোকিত ও দিগন্ত বিস্তৃত দেওয়ালের সামনে দাঁড়িয়েছিলেন তিনি
advertisement
12/13
একজন জানান, মৃত্যুর ঠিক পরে দম-বন্ধ-করা এক গুদামের ভিতর নিজেকে আবিষ্কার করেন তিনি।
advertisement
13/13
আরেকজন জানান, কলেজে পড়ার সময় অতিরিক্ত মাদক সেবনের ফলে প্রায় তিন মিনিট তাঁর দেহে প্রাণের সাড়া মেলেনি। সেই সময় অ্যাম্বুল্যান্সে হাসপাতালে যাওয়ার পথে, তিনি নিজেকে স্ট্রেচারের উপর শুয়ে থাকতে দেখেছিলেন। তাঁর দাবি, শুধু নিজের দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে সব কিছু নিরীক্ষণের অভিজ্ঞতা হয়েছিল।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Moment Before Death: মৃত্যুর ঠিক আগের মুহূর্তে একজন মানুষের কী অভিজ্ঞতা হয়? মানুষ কি আগে থেকেই আঁচ করতে পারে নিজের মৃত্যু? জানাচ্ছে গবেষণা