TRENDING:

শরীরের তিলই বলে দেবে চরিত্র থেকে একাধিক গোপন তথ্য

Last Updated:
advertisement
1/13
শরীরের তিলই বলে দেবে চরিত্র থেকে একাধিক গোপন তথ্য
শরীরের বিভিন্ন অংশের তিলই বাতলে দেবে সমস্ত গোপন তথ্য ৷ স্বভাব-চারিত্রিক বৈশিষ্ট সহ একাধিক অজানা কথা ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/13
কপালে তিল : যে যে মানুষের কপালে তিল থাকে তাঁরা অত্যন্ত বুদ্ধিমান, দুরদৃষ্টি সম্পন্ন, সক্রিয় ও আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/13
ভুরুর নীচে তিল : যে ব্যক্তির ভুরুর নীচে তিল থাকে মনে করা হয় তাঁর অপার ধনসম্পত্তি, নেতৃত্ব দেওয়ার অধিকারী, নাম ও যশে পরিপূর্ণ তিনি ৷ এক বিস্ময়কর ও পরিপূর্ণ ব্যক্তিত্ব ৷ সন্তান সুখ ও অনেক বেশি পেয়ে থাকেন অন্যদের তুলনায় ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/13
চোখের বাইরের অংশে তিল : চোখের বাইরের দিকে তিল থাকলে ধরে নেওয়া সেই জাতক-জাতিকা সৎ, নিয়ন্ত্রিত ও নির্ভরযোগ্য মানুষ ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/13
নাকের উপরে তিল : নাকের উপরে তিলই বলে দেবে বিশেষত্ব ৷ নাকের উপরে যাঁদের তিল থাকে তাঁরা ভ্রমণ পিপাসু হয়ে থাকেন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
6/13
গালে তিল : গালে তাল যাঁদের থাকে তাঁরা সাধারণত সাহসী প্রকৃতির মানুষ ৷ গালের ডানদিকে তিল থাকা মানে তিনি পরিবার সম্বন্ধে সংবেদনশীল, প্রবল সক্রিয় ৷ গালের বামদিকে তিল থাকা মানে তিনি চাপা স্বভাবের ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
7/13
ঠোঁটের উপরে তিল : খাদ্য সম্বন্ধে বেশ সচেতন থাকতে হবে ৷ যদি নীচের ঠোঁটে তিল থাকে মনে করা হয় সেই জাতক-জাতিকা ভোজন রসিকও ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
8/13
থুতনিতে তিল : এই জাতক-জাতিকারা যুক্তবাদী, ব্যবসা বাণিজ্যতে বিশেষ দক্ষতা আছে এঁদের ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
9/13
পিঠে তিল : পিঠের উপরের দিকে তিল থাকলে প্রচুর প্রতিযোগিতা জয় করার ক্ষমতা রাখেন তিনি ৷ যদি মেরুদণ্ডের নীচের বাঁদিকে তিল থাকে যেকোনও কাজে এগিয়ে যেতে পিছপা হননা ৷ পিঠের ডানদিকে তিল থাকলে স্বাস্থ্যবান ও সাহসী হয়ে থাকেন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
10/13
বক্ষদেশে তিল : বক্ষদেশে তিলই বলে দেবে জাতক-জাতিকা রোম্যান্টিক ও সংবেদনশীল ৷ যদি বুকের ডানদিকে তিল থাকে তিনি মাঝে মাঝেই অর্থনৈতিক কষ্টের মধ্যে পড়েন ৷ বুকের বামদিকে তিল থাকলে মনে করা হয় জতক-জাতিকা চালাক প্রকৃতির মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে ব্যর্থ ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
11/13
উরুতে তিল : ডান উরুতে তিল থাকা মানেই মূল্যবোধ ও সহমত পোষণের পৃষ্ঠপোষক সঙ্গে প্রেমিক প্রকৃতিরও ৷ বাম উরুতে তিল থাকা মানেই জাতক-জাতিকা কঠোর পরিশ্রমী, শিল্পবোধ সম্পন্ন, যৌনসুখ নিতেও পারেন ও দিতেও পারেন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
12/13
পায়ে তিল : ডান পায়ে তিল থাকা মানেই ভাল জীবনসঙ্গী সঙ্গে সুখী পরিবারের অধিকারী ৷ বাম পায়ে তিল থাকা মানে অর্থনৈতিক দুরবস্থা, সংসার জীবনে অশান্তি, ঘন ঘন অসুস্থতা, দুর্ভাগ্য সব সময়েই পিছু নিয়ে থাকে ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
13/13
হাতে তিল : জাতক-জাতিকার হাতের কোনও আঙুলে তিল থাকা মানে তাঁকে সহজে বিশ্বাস করা উচিত নয় ৷ হাতের ফাঁকে তিল থাকা অর্থাৎ খারাপ ভাগ্যর সঙ্গে অনেক প্রতিবন্ধকতার শিকার ৷ ছবি সংগৃহীত ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
শরীরের তিলই বলে দেবে চরিত্র থেকে একাধিক গোপন তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল