TRENDING:

Air Conditioner In Bed: বিছানাতেই দিন চমক! ঘরে আনুন দুর্দান্ত এই জিনিস! কয়েক মিনিটেই ঠান্ডা, দাম শুনলে চমকে যাবেন...

Last Updated:
Air Conditioner In Bed: পাশাপাশি, মানুষের চাহিদার ওপর ভর করে আসছে নিত্যনতুন জিনিসও। গরমের সঙ্গে পাল্লা দিয়ে আসছে পকেট-ফ্রেন্ডলি বেশ কিছু পোর্টেবল এসি যা বড় কুলারের থেকেও বেশি কার্যকরী।
advertisement
1/7
বিছানাতেই দিন চমক! ঘরে আনুন দুর্দান্ত এই জিনিস! কয়েক মিনিটেই ঠান্ডা...
গরমে প্রাণ ওষ্ঠাগত। খাওয়া থেকে শোওয়া, কোনও কিছুতেই আর যেন আনন্দ নেই কোনও। চামড়া জ্বালানো অস্বস্তি, ঘাম প্যাঁচপ্যাঁচে পরিবেশ শরীর মন সবেতেই ক্লান্তি বাড়াচ্ছে। এই অবস্থায় দিন শেষে বিছানায় গিয়েও যেন শান্তি মিলছে না আর। বরং গা জ্বালা ধরা গরমে ঘুম থেকে রোম্যান্স সবেরই বারোটা বাজছে।
advertisement
2/7
বৃষ্টি না হওয়ার ফলে ভ্যাপসা গরমে কার্যত নাজেহাল সবাই। এমতাবস্থায়, সকলেরই মনে হচ্ছে বাড়ির জন্য এসি কিনতে পারলে ভালো হয়। কিন্তু ইচ্ছে থাকলেও খরচের কথা ভেবে পিছিয়ে আসেন অধিকাংশজনই। তবে, এবার গরমের হাত থেকে মুক্তি দিতে বাজারে হাজির নতুন এক ম্যাজিক উপায়।
advertisement
3/7
এসি বলতে উইন্ডো এসি এবং স্প্লিট এসিকেই এতদিন দেখে এসেছেন সবাই। এগুলির মধ্যে একটি বাড়ির জানালায় ইনস্টল করা হয় অন্যটি বাড়ির ভিতরে বিভিন্ন জায়গায় ইনস্টল করা যেতে পারে। কিন্তু, এই পরিবর্তনের যুগে পাল্টাচ্ছে সবকিছুই। পাশাপাশি, মানুষের চাহিদার ওপর ভর করে আসছে নিত্যনতুন জিনিসও। গরমের সঙ্গে পাল্লা দিয়ে আসছে পকেট-ফ্রেন্ডলি বেশ কিছু পোর্টেবল এসি যা বড় কুলারের থেকেও বেশি কার্যকরী।
advertisement
4/7
এই প্রতিবেদনে আমরা আপনাদের কাছে এমন একটি এয়ার কন্ডিশনারের কথা বলছি যা সরাসরি আপনার বিছানার গদিতে বা ম্যাট্রেসে সংযুক্ত করা যাবে এবং আপনি এটির উপর শুয়ে থাকলেই সেটি ঠান্ডা বাতাস সরবরাহ করতে শুরু করবে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এই পুরো প্রক্রিয়াটিতে কোনও সময় লাগে না।
advertisement
5/7
এই এসিটির নাম হল “Individual Temperature Control Wireless Remote Integration Cooling and Heating Mattress”। জানিয়ে রাখি এটি বর্তমানে Alibaba.com-এ পাওয়া যাচ্ছে। ১৫,০০০ থেকে ১৬,০০০ টাকার মধ্যেই দাম নির্ধারণ করা হয়েছে এই এসিটির।
advertisement
6/7
বাজারে থাকা অন্যান্য এসিগুলির তুলনায় যথেষ্ট কম এর দাম। প্রসঙ্গত উল্লেখ্য, এই অভিনব এসিটি একটি নয়, বরং দু’টি ইউনিট নিয়ে তৈরি। একবার এই দুটি ইউনিট মিলিত হলেই, এই এয়ার কন্ডিশনারটি সম্পূর্ণ হয়ে যায়।
advertisement
7/7
এই এয়ার কন্ডিশনারটি আসলে একটি গদির সঙ্গে পাওয়া যায় যেখানে এটি সংযুক্ত করা যায়। মূলত, একটি পাইপের সাহায্যে, এটি বিছানায় ব্যবহৃত এয়ার কন্ডিশনার গদির সঙ্গে সংযুক্ত থাকে। এরপরে এয়ার কন্ডিশনারটি ক্রমশ ঠান্ডা করতে শুরু করে। আসলে, এই ঠান্ডা বাতাস সরাসরি গদির ভিতরে চলে যায়। এরপরে যখন কোনো ব্যক্তি এটির উপর শুয়ে থাকেন তখন তিনি শীতলতা অনুভব করতে শুরু করেন।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Air Conditioner In Bed: বিছানাতেই দিন চমক! ঘরে আনুন দুর্দান্ত এই জিনিস! কয়েক মিনিটেই ঠান্ডা, দাম শুনলে চমকে যাবেন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল