TRENDING:

নদীর জলে বিশাল লম্বা লম্বা 'ওগুলো' কী? হেলিকপ্টার থেকে তোলা ভিডিও দেখে চমকে উঠলেন সবাই!

Last Updated:
হেলিকপ্টার উড়ছিল নদীর উপর। নীচের দিকে ক্যামেরা তাক করে ভিডিও করছিলেন সওয়ারিরা। তার পরেই হঠাৎ...এ কী কাণ্ড! এ কি ঠিক দেখছেন তাঁরা? ভিডিও দেখে শোরগোল।
advertisement
1/8
নদীর জলে বিশাল লম্বা লম্বা 'ওগুলো' কী? হেলিকপ্টার থেকে তোলা ভিডিও দেখে চমকে উঠলেন সবাই!
হেলিকপ্টার উড়ছিল নদীর উপর। নীচের দিকে ক্যামেরা তাক করে ভিডিও করছিলেন সওয়ারিরা। তার পরেই হঠাৎ...এ কী কাণ্ড! এ কি ঠিক দেখছেন তাঁরা? ভিডিও দেখে শোরগোল। গল্প না সত্যি...সবাই সংশয়ে। (Representative Image: AI)
advertisement
2/8
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক ভিডিও, যেখানে আমেরিকার অ্যামাজনের জঙ্গলের মধ্যে দিয়ে নদীতে সাঁতার কাটতে দেখা গিয়েছে কয়েকটি বিশাল আকৃতির জন্তুকে। হেলিকপ্টার থেকে তোলা এই ভিডিও দেখে চোখ কপালে উঠেছে সবার। এগুলো কী?
advertisement
3/8
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা গিয়েছে, একটি নদীর মধ্যে দিয়ে বিশালাকার কয়েকটি অ্যানাকোন্ডা সাঁতার কাটছে। দাবি করা হচ্ছে, সাপটি প্রায় ৩০ মিটার লম্বা! অনেকেই এই সাপকে ‘Yakumama’ নামে ডাকতে শুরু করেছেন। পুরাণ মতে, ইয়াকুমামা এক বিশাল জলসাপ, যার অস্তিত্ব ছিল অ্যামাজনের গভীরে।
advertisement
4/8
পৃথিবীর সবচেয়ে বড় সাপের কথা উঠলে, প্রথমেই উঠে আসে অ্যানাকোন্ডার নাম। তাদের দৈত্যাকার আকার অন্যান্য প্রাণীদের চেয়ে অনেক বেশি প্রভাব বিস্তার করে। এই বিশালাকার অ্যানাকোন্ডার উল্লেখ বহু পুরাণেও পাওয়া যায়।
advertisement
5/8
তবে প্রশ্ন উঠেছে—ভিডিওটি কি বাস্তব? বিশেষজ্ঞরা বলছেন, না। এটি একেবারেই কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র মাধ্যমে তৈরি করা ভিডিও। এই ভিডিওটি একটি ইউটিউব চ্যানেল ‘AI Vibe’ থেকে তৈরি হয়েছে বলে জানা গিয়েছে, যারা মূলত এই ধরনের কম্পিউটার জেনারেটেড কনটেন্ট বানায়।
advertisement
6/8
যারা প্রথমবার এই ভিডিওটি দেখেছেন, তাঁরা অবাক হবেন না কারণ ভিডিওটি এতটাই নিখুঁতভাবে তৈরি যে একে বাস্তব বলে মনে হওয়া স্বাভাবিক। হেলিকপ্টার থেকে তোলা ভিডিওর দৃশ্য, নদীর প্রবাহ, বনভূমি, এবং সাপের নড়াচড়া দেখে অনেকেই একে বাস্তব ভেবে ফেলেছেন। কিন্তু এটাই AI-এর সবচেয়ে বড় বিপদ। (Representative Image: AI)
advertisement
7/8
এই ভিডিওটি ঘিরে অনেকেই আতঙ্কিত। অনেকে কমেন্টে লিখেছেন, ভিডিওটি দেখে তাঁদের গায়ে কাঁটা দিয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, AI প্রযুক্তির অপব্যবহার করে এই ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়ছে দ্রুত গতিতে। ফলে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন—বুঝতে পারছেন না কোনটি সত্য আর কোনটি ভুয়ো।  (Representative Image: AI)
advertisement
8/8
প্রযুক্তি যত এগোচ্ছে, এই ধরনের ভিডিও আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। তাই বিশেষজ্ঞদের পরামর্শ—ভাইরাল হওয়া কোনও ভিডিও শেয়ার করার আগে যাচাই করে নিন সেটি বাস্তব না কি কল্পনানির্ভর। (Representative Image: AI)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
নদীর জলে বিশাল লম্বা লম্বা 'ওগুলো' কী? হেলিকপ্টার থেকে তোলা ভিডিও দেখে চমকে উঠলেন সবাই!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল