TRENDING:

Mega Tsunami Alert: ১ হাজার বছর পরে আবারও আছড়ে পড়তে পারে মেগাসুনামি! সাল ২০২৪ ভয়ঙ্কর হওয়ার ইঙ্গিত

Last Updated:
Mega Tsunami Alert: বিভিন্ন পূর্বাভাস এবং ভবিষ্যৎবাণীতে বলা হচ্ছে যে ২০২৪ সালে বেশ কিছু প্রাকৃতিক বিপর্যয় হতে পারে।
advertisement
1/8
১ হাজার বছর পরে আবারও আছড়ে পড়তে পারে মেগাসুনামি! সাল ২০২৪ ভয়ঙ্কর হওয়ার ইঙ্গিত
২০২৩ সাল শেষ হতে আর মাত্র কটা দিন বাকি। ইতিমধ্যে নয়া বছর ২০২৪ কে ঘিরে বেশকিছু পূর্বাভাস এবং ভবিষ্যতবাণী আসতে শুরু করেছে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
2/8
বিভিন্ন পূর্বাভাস এবং ভবিষ্যৎবাণীতে বলা হচ্ছে যে ২০২৪ সালে বেশ কিছু প্রাকৃতিক বিপর্যয় হতে পারে। যেগুলি খুব ভয়ানক ও বড় আকারে হতে পারে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
3/8
একটি গবেষণাপত্র এ বিষয়ে প্রকাশ পেয়েছে। সেই গবেষণা করতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে বিরাট আকার একটি সুনামি আঘাতে হানতে পারে। তার জেরে প্রচুর মানুষের মৃত্যু হতে পারে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
4/8
টেকটোনিক্স নামক এক জার্নালে এই তথ্য প্রকাশ করা হয়েছে। কানাডার ভ্যানকুভার দ্বীপে উপস্থিত টেকটনিক প্লেটের সংঘর্ষে সুপার সুনামি তৈরি হতে পারে বলে জানানো হয়েছে জার্নালে।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
5/8
আশঙ্কা করে বলা হয়েছে অন্তত ৪ লাখ মানুষের মৃত্যু হতে পারে এই সুনামিতে। এর আগেও সুনামি রে বিভিন্ন ধ্বংসযজ্ঞের সাক্ষী রেখেছে গোটা পৃথিবী।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
6/8
বিশেষজ্ঞরা এই ফল্ট লাইনের নাম দিয়েছেন XEOLXELEK-Elk Lake fault (XELF)। এই ফল্ট লাইন 45 মাইল পর্যন্ত প্রসারিত। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
7/8
কানাডা ছাড়াও সিয়াটলেও এই মেগাসুনামি ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে। এই মেগাসুনামি উৎপন্ন হতে ৬.১ থেকে ৭.৬ মাত্রার ভূমিকম্পের প্রয়োজন হবে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
8/8
আশঙ্কা করা হচ্ছে, এমন ভূমিকম্পের মাত্রা ওই এলাকাতে হলেই সুনামির সম্ভাবনা তৈরি হবে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Mega Tsunami Alert: ১ হাজার বছর পরে আবারও আছড়ে পড়তে পারে মেগাসুনামি! সাল ২০২৪ ভয়ঙ্কর হওয়ার ইঙ্গিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল