Mega Tsunami Alert: ১ হাজার বছর পরে আবারও আছড়ে পড়তে পারে মেগাসুনামি! সাল ২০২৪ ভয়ঙ্কর হওয়ার ইঙ্গিত
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Mega Tsunami Alert: বিভিন্ন পূর্বাভাস এবং ভবিষ্যৎবাণীতে বলা হচ্ছে যে ২০২৪ সালে বেশ কিছু প্রাকৃতিক বিপর্যয় হতে পারে।
advertisement
1/8

২০২৩ সাল শেষ হতে আর মাত্র কটা দিন বাকি। ইতিমধ্যে নয়া বছর ২০২৪ কে ঘিরে বেশকিছু পূর্বাভাস এবং ভবিষ্যতবাণী আসতে শুরু করেছে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
2/8
বিভিন্ন পূর্বাভাস এবং ভবিষ্যৎবাণীতে বলা হচ্ছে যে ২০২৪ সালে বেশ কিছু প্রাকৃতিক বিপর্যয় হতে পারে। যেগুলি খুব ভয়ানক ও বড় আকারে হতে পারে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
3/8
একটি গবেষণাপত্র এ বিষয়ে প্রকাশ পেয়েছে। সেই গবেষণা করতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে বিরাট আকার একটি সুনামি আঘাতে হানতে পারে। তার জেরে প্রচুর মানুষের মৃত্যু হতে পারে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
4/8
টেকটোনিক্স নামক এক জার্নালে এই তথ্য প্রকাশ করা হয়েছে। কানাডার ভ্যানকুভার দ্বীপে উপস্থিত টেকটনিক প্লেটের সংঘর্ষে সুপার সুনামি তৈরি হতে পারে বলে জানানো হয়েছে জার্নালে।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
5/8
আশঙ্কা করে বলা হয়েছে অন্তত ৪ লাখ মানুষের মৃত্যু হতে পারে এই সুনামিতে। এর আগেও সুনামি রে বিভিন্ন ধ্বংসযজ্ঞের সাক্ষী রেখেছে গোটা পৃথিবী।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
6/8
বিশেষজ্ঞরা এই ফল্ট লাইনের নাম দিয়েছেন XEOLXELEK-Elk Lake fault (XELF)। এই ফল্ট লাইন 45 মাইল পর্যন্ত প্রসারিত। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
7/8
কানাডা ছাড়াও সিয়াটলেও এই মেগাসুনামি ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে। এই মেগাসুনামি উৎপন্ন হতে ৬.১ থেকে ৭.৬ মাত্রার ভূমিকম্পের প্রয়োজন হবে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
8/8
আশঙ্কা করা হচ্ছে, এমন ভূমিকম্পের মাত্রা ওই এলাকাতে হলেই সুনামির সম্ভাবনা তৈরি হবে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Mega Tsunami Alert: ১ হাজার বছর পরে আবারও আছড়ে পড়তে পারে মেগাসুনামি! সাল ২০২৪ ভয়ঙ্কর হওয়ার ইঙ্গিত