TRENDING:

Air India Plane Crash MAYDAY Call: শেষ মুহূর্তে ‘MAYDAY’ বলে আর্ত চিৎকার অভিশপ্ত বিমানের পাইলটের! বিমান দুর্ঘটনার সঙ্গে ‘মে দিবসের’ কী সম্পর্ক? জানলে চমকে যাবেন

Last Updated:
Air India Plane Crash MAYDAY Call: MAYDAY Call হল পাইলট এবং নাবিকদের দ্বারা ব্যবহৃত সর্বোচ্চ স্তরের জরুরি সতর্কতামূলক শব্দ। এর অর্থ সামনেই ভয়ঙ্কর বিপদ৷ মৃত্যু থেকে বাঁচবার কার্যত কোনও উপায় নেই৷ তার পর যাতে যত দ্রুত সম্ভব সেরা সাহায্য এসে পৌঁছয় দুর্গতদের কাছে৷
advertisement
1/8
‘MAYDAY’ বলে চিৎকার অভিশপ্ত প্লেনের পাইলটের! বিমান দুর্ঘটনার সঙ্গে ‘মে দিবসের’ কী সম্পর্ক?
ভারতের বিমান দুর্ঘটনার ইতিহাসে ভয়ঙ্করতম কালো দিন হয়ে থাকল ১২ জুন, ২০২৫৷ আহমেদাবাদের কাছে মেঘনানী নগরের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর থেকে উড়ান শুরু করার পর পরই দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার AI171ফ্লাইট৷ ২ জন পাইলটল ১০ জন কেবিন ক্রু এবং ২৪২ জন যাত্রী বহনকারী বিমানে আগুন ধরে যায়৷ (AI Generated Image)
advertisement
2/8
অভিশপ্ত বিমানটি সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১:৩৯ মিনিটে আকাশে ওড়ে। তার পাঁচ মিনিটের মধ্যেই পাইলট এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (ATC) কে MAYDAY কল করেন, কিন্তু কোনও সাড়া পাওয়া যায়নি। এর কিছুক্ষণ পরেই, বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে মেঘানী নগরে বিধ্বস্ত হয়, কালো ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ে। (AI Generated Image)
advertisement
3/8
MAYDAY Call হল পাইলট এবং নাবিকদের দ্বারা ব্যবহৃত সর্বোচ্চ স্তরের জরুরি সতর্কতামূলক শব্দ। এর অর্থ সামনেই ভয়ঙ্কর বিপদ৷ মৃত্যু থেকে বাঁচবার কার্যত কোনও উপায় নেই৷ তার পর যাতে যত দ্রুত সম্ভব সেরা সাহায্য এসে পৌঁছয় দুর্গতদের কাছে৷ (AI Generated Image)
advertisement
4/8
কিন্তু বিপদের সঙ্গে মে দিবসের সম্পর্ক কী? কেন, কোথা থেকে এল এই শব্দবন্ধ? আসলে বিপদকালীন MAYDAY Call-এর সঙ্গে শ্রমিক আন্দোলনের মে দিবসের কোনও সম্পর্ক নেই৷ (AI Generated Image)
advertisement
5/8
পাইলট এবং নাবিকদের ব্যবহৃত এই শব্দটি এসেছে ফরাসি শব্দ "m'aider" থেকে, যার অর্থ "আমাকে সাহায্য করুন"। এটি স্পষ্ট করে বোঝাতে এবং জরুরি সাহায্যের প্রয়োজনীয়তা বোঝাতে তিনবার পুনরাবৃত্তি করা হয়। (AI Generated Image)
advertisement
6/8
ফরাসি শব্দটির পুরো অংশ হল "venez m'aider"৷ অর্থাৎ এসো এবং আমাকে সাহায্য করো৷ সেখান থেকেই নেওয়া হয় সংক্ষিপ্ত রূপ ‘m'aider’৷ উচ্চারণের বৈশিষ্ট্যে এটাই ইংরেজিতে হয়ে ওঠে MayDay৷ কারণ ফরাসিতে শেষের ‘er’ অংশের উচ্চারণ হয় না ফরাসিতে৷ (AI Generated Image)
advertisement
7/8
১৯২৩ সালে আন্তর্জাতিক রেডিও যোগাযোগে প্রবর্তিত হয় এই MayDay শব্দ এবং ১৯২৭ সালে মোর্স কোড "SOS" এর পাশাপাশি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়। (AI Generated Image)
advertisement
8/8
দুর্ঘটনাগ্রস্ত বিমান বিপদে আছে বলে ঘোষণা করে বিমান ট্রাফিক কন্ট্রোলে তিনবার মেডে কল করা হয়। এর পর পাইলট দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, যেমন বিমানে থাকা যাত্রীর সংখ্যা, কী সমস্যা হচ্ছে, অবস্থান এবং বিমানের নাম সরবরাহ করেন। (AI Generated Image)
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Air India Plane Crash MAYDAY Call: শেষ মুহূর্তে ‘MAYDAY’ বলে আর্ত চিৎকার অভিশপ্ত বিমানের পাইলটের! বিমান দুর্ঘটনার সঙ্গে ‘মে দিবসের’ কী সম্পর্ক? জানলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল