Mauni Amavasya 2023: আজ মৌনি অমাবস্যা, বছরের প্রথম বিরাট মুহূর্ত! স্নান করে দান, শনি থাকবেন সহায়, মানুন ঝড়ের গতিতে আসবে টাকা
- Published by:Arjun Neogi
Last Updated:
Mauni Amavasya 2023: বছরের প্রথম অমবস্যা শনিবারে পড়েছে, যাঁদের মহাদশার কষ্ট হচ্ছে তাঁরা এখন থেকেই থাকুন সাবধানে
advertisement
1/15

মাঘ মাসের কৃষ্ণপক্ষে মৌনি অমাবস্যা ৷ ২০২৩-এর মৌনি অমাবস্যা আজ অর্থাৎ ২১ জানুয়ারি, ২০২৩ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/15
শনিবার এই অমাবস্যা পড়াতে একে শনিচরী অমাবস্যাও বলা হয়ে থাকে ৷ এইদিন উপাসনা, দানধ্যান ও প্রচুর পরিমাণে কঠোর পরিশ্রম করলে সিদ্ধিপ্রাপ্ত হতে পারেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/15
মৌনি অমাবস্যায় মনু ঋষির জন্ম হয়েছিল ৷ মনু শব্দ থেকেই মৌনি শব্দের উৎপত্তি হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/15
পঞ্জিকা মতে মৌনি অমাবস্যার তিথি ২১ জানুয়ারি সকাল ৬.১৭-তে শুরু হয়েছে থাকবে পরের দিন অর্থাৎ ২২ জানুয়ারি ২০২৩ রাত ২.২২ পর্যন্ত থাকবে দুর্দান্ত যোগ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/15
উদয়া তিথি অনুযায়ী আজ মৌনি অমাবস্যা ৷ স্নান ও দানের জন্য মৌনি অমাবস্যা অত্যন্ত ভাল ৷ এইদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নদীতে স্নান করলে বিশেষ ফল পাওয়া সম্ভব ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/15
যদি নদীতে স্নান না করা সম্ভব হয় সেক্ষেত্রে ঘরের জলে গঙ্গাজল মিশিয়ে স্নান করুন ৷ ভাল হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/15
আজ বছরের প্রথম শনিচরী অমাবস্যা ৷ আজ মুখ দিয়ে ঈশ্বরের নাম জপ করে যত না মঙ্গল হয়, তার থেকে মৌনব্রত পালন করলে বেশি হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/15
কিছু দান করার আগে ঘণ্টা খানেক বেশি কথা না বলা সম্ভব হয় তারপরে দান করলে ১৬ গুণ অধিক ফল পাওয়া যায় ৷ মৌন থেকে ব্রত সম্পন্ন করলে তাঁর মুণিপদ প্রাপ্ত হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/15
পিতৃদোষ থেকে মুক্তি পেতে গেলে ধ্যান করে সূর্যদেবকে জল অর্পণ করুন বিশেষ ফল পাওয়া সম্ভব ৷ পিতৃদোষ থেকে মুক্তি পেতে গেলে একটি ঘটিতে করে জল নিয়ে তার সঙ্গে লালফুল ও কালো তিল নিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/15
এইদিন শনিদেবের প্রতি কালো তিল, কালো বিউলির ডাল, কালো কাপড় নিবেদন করুন বিশেষ ভাল ফল পাবেন ৷
advertisement
11/15
এইদিন শিবলিঙ্গে কালো তিল, দুধ ও জল অর্পণ করলে বাড়িতে শান্তির বসবাস হয় ৷ হনুমান চল্লিশা পড়লে বিশেষ ফল পাওয়া যাবে, তারপরে লাড্ডু বিরতণ করুন সব দোষ কেটে যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/15
অশত্থ গাছে জল দিয়ে সাতটি পরিক্রমা করুন, শনি ও রাহুর দোষ কেটে যাবে ৷ মা লক্ষ্মী ও মহাদেবের প্রতি ঘি, চাল নিবেদন করলে ধনপ্রাপ্তি হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/15
মৌনি অমাবস্যায় তেল, তিল, শুকনো কাঠ, কম্বল, শীতবস্ত্র, কালো কাপড়, জুতো দানের বিশেষ গুরুত্ব আছে ৷ যে সমস্ত মানুষের কুষ্ঠিতে চন্দ্রের দোষ আছে বা চন্দ্রমা নীচস্থ তাঁরা দুধ. চাল, ক্ষীর, মিছরি, বাতাসা দান করলে বিশেষ ফলপ্রাপ্তি হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/15
এইদিন তুলসি পুজো করে ১০৮ বার পরিক্রমা করলে ভাল পাবেন জীবনে ৷ সংযত ও মার্জিত জীবনযাপনে আরও ভাল কিছু হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/15
Mauni Amavasya 2023, Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা নিজের বিচার বুদ্ধি প্রয়োগ করে তবেই ব্যবহারিক প্রয়োগ করুন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Mauni Amavasya 2023: আজ মৌনি অমাবস্যা, বছরের প্রথম বিরাট মুহূর্ত! স্নান করে দান, শনি থাকবেন সহায়, মানুন ঝড়ের গতিতে আসবে টাকা