TRENDING:

'সোনা', 'গাড়ি', 'টাকা'...! ২ মাস আগেই মালাবদল-ছাদনাতলা-মধুচন্দ্রিমা, শেষ হোয়াটসঅ্যাপ ভয়েস নোটে বাবাকে কী বললেন কনে? শুনলেই শিউরে উঠবেন!

Last Updated:
Marriage: মাত্র দু'মাস আগেই ধুমধাম করে হয়েছিল বিয়ে। নিয়মমতো চার হাত এক হয়েছিল। মালাবদল, মন্ত্রোচ্চারণ, সাত পাকে বাঁধা হয়েছিল সব। কিন্তু তারপর? বিয়ের দু'মাসেই যা ঘটল তা শুনলে শিউরে উঠবেন আপনি!
advertisement
1/10
'সোনা', 'গাড়ি', 'টাকা'...! শেষ হোয়াটসঅ্যাপ ভয়েস নোটে বাবাকে কী বললেন কনে?
বিয়ে প্রতিটি ছেলে বা মেয়ের জীবনেরই এক বিশেষ অধ্যায়। বিয়ে নিয়ে সবারই থাকে কিছু স্বপ্ন। আসলে বলতেই বলে বিয়ে হল সাত জন্মের সম্পর্ক। তাই এই সম্পর্ক মধুর হোক চান, দুই পরিবারেরই মানুষ। AI Generatied Representative Image
advertisement
2/10
AI Generatied Representative Image
advertisement
3/10
তামিলনাড়ুতে যৌতুকের জন্য নির্যাতনের এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। বিয়ের মাত্র দুই মাস পর, মাত্র সাতাশ বছর বয়সি নববিবাহিতা কনে রিধন্যার জীবনে যা ঘটল তা চোখে জল এনে দেবে। Representative Image
advertisement
4/10
বিয়েতে কোনও কসুর রাখেনি রিধন্যার পরিবার। যৌতুক হিসেবে বরকে দেওয়া হয়েছিল ১০০ তোলা সোনা, ৭০ লক্ষ টাকা মূল্যের একটি ভলভো গাড়ি। কিন্তু বিয়ের ১০ দিনের মধ্যেই যা ঘটে তা যেন মুহূর্তে সব স্বপ্ন চুরমার করে দেয় কনে রিধন্যার। Representative Image
advertisement
5/10
স্থানীয় একটি টেক্সটাইল কোম্পানির মালিকের মেয়ে রিধন্যা। জানা যায়, বিয়ে-মধুচন্দ্রিমার ঘোর কাটতে না কাটতেই স্বামী কবিনকুমার এবং তার বাবা-মা আরও যৌতুক দাবি করতে শুরু করে। ক্রমশ বাড়তে থাকে অত্যাচার। Representative Image
advertisement
6/10
যৌতুকের কারণে রিধন্যাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। শ্বশুরবাড়িতে তাকে কয়েকদিনেই প্রবল মানসিক ও শারীরিক নির্যাতনের সম্মুখীন হতে হয়েছিল। যা শেষ পর্যন্ত তাকে হার মানতে বাধ্য করে। Representative Image
advertisement
7/10
স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা তাকে ক্রমাগত হয়রানি করছিল বলে জানাচ্ছে পরিবার। শেষমেশ আর সহ্য করতে পারেননি মেয়েটি। সালফাস ট্যাবলেট খেয়ে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন মাত্র সাতাশের মেয়ে। এই ঘটনাটি ঘটে তার বিয়ের মাত্র দু'মাসের মধ্যে। Representative Image
advertisement
8/10
পরিবার সূত্রে জানা গিয়েছে, শেষ হোয়াটসঅ্যাপ ভয়েস নোটে, রিধন্যা তার বাবার কাছে তার হতাশা প্রকাশ করেছিলেন এবং নিজের জীবন শেষ করে দেওয়ার কথাও বলেছিলেন। ভয়েস নোটে, তিনি তাঁর স্বামীকেই সবকিছুর জন্য দায়ী করেছিলেন। Representative Image
advertisement
9/10
ঘটনায় যৌতুক সংক্রান্ত অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। রিধন্যার স্বামী কবিনকুমার এবং তার বাবা-মাকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা জনসাধারণের মধ্যেও তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতেও। Representative Image
advertisement
10/10
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
'সোনা', 'গাড়ি', 'টাকা'...! ২ মাস আগেই মালাবদল-ছাদনাতলা-মধুচন্দ্রিমা, শেষ হোয়াটসঅ্যাপ ভয়েস নোটে বাবাকে কী বললেন কনে? শুনলেই শিউরে উঠবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল