TRENDING:

General Knowledge: বছরের প্রথম মাস ছিল মার্চ, কীভাবে চলে গেল তিন নম্বরে?

Last Updated:
লাতিন শব্দ মার্টিয়াস থেকে মার্চ শব্দটি এসেছে৷ লাতিন ভাষায় রোমান যুদ্ধের দেবতার নাম মার্টিয়াস৷
advertisement
1/9
বছরের প্রথম মাস ছিল মার্চ, কীভাবে চলে গেল তিন নম্বরে?
ইংরেজি বছরের তৃতীয় মাস মার্চ৷ কিন্তু এক সময়ে এই মাসটিই বছরের প্রথম ছিল৷ কিন্তু একসময়ে বছরের প্রথম মাস থেকে কীভাবে তিন নম্বরে চলে এল মার্চ?
advertisement
2/9
এই প্রশ্নের উত্তর পেতে গেলে অবশ্য ইতিহাসের পাতা উল্টে দেখতে হবে এবং তাহলেই তার কারণ জানা সম্ভব হবে৷
advertisement
3/9
লাতিন শব্দ মার্টিয়াস থেকে মার্চ শব্দটি এসেছে৷ লাতিন ভাষায় রোমান যুদ্ধের দেবতার নাম মার্টিয়াস৷
advertisement
4/9
প্রাচীন কালে রোমান ক্যালেন্ডারের প্রথম মাসের নাম ছিল মার্টিয়াস৷ সেই সময় রোমান বছরে দশটি মাস ছিল, বারোটি নয়৷
advertisement
5/9
মার্চ মাসটির নামকরণ করেছিলেন অ্যালেক্সান্ড্রিয়ার জ্যোতির্বিজ্ঞানী সোসিজিনে৷ যেহেতু মার্চ মাসটি বছরের প্রথম মাস ছিল, তাই অনেক ভেবে এই মাসটির নামকরণ করা হয়েছিল৷
advertisement
6/9
এমন একটি নাম ভাবা হয়েছিল যার মধ্যে উদ্দীপনা থাকবে৷ কারণ শীতের শেষে মার্চ মাস থেকেই প্রাচীন যুগে ফের যুদ্ধ শুরু হত৷
advertisement
7/9
৪৬ খ্রিষ্ট পূর্ব সালে রোমান সম্রাট জুলিয়াস সিজারও মার্চ নামটিতে সিলমোহর দিয়েছিলেন৷ কিন্তু এ মাসেই তাঁকে হত্যা করা হয়৷
advertisement
8/9
এমন একটি নাম ভাবা হয়েছিল যার মধ্যে উদ্দীপনা থাকবে৷ কারণ শীতের শেষে মার্চ মাস থেকেই প্রাচীন যুগে ফের যুদ্ধ শুরু হত৷
advertisement
9/9
এখনও অবশ্য বেশ কিছু সংস্কৃতি এবং ধর্মে মার্চ মাসকে বছরের প্রথম মাস হিসেবে ধরা হয়৷ ইরানে এখনও ২১ মার্চকে বছরের প্রথম দিন হিসেবে ধরা হয়৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
General Knowledge: বছরের প্রথম মাস ছিল মার্চ, কীভাবে চলে গেল তিন নম্বরে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল